আইসিটি এবং ডকুমন্টেশন রিফ্রেশার প্রশিক্ষন সম্পন্ন

শিমূল আহমেদ তরঙ্গঃ  অদ্য ১২সেপ্টেম্বর,২০১৫ তারিখে ঢাকার আদাবরের স্পেড-আরআরটিসি (SPED-RRTC) প্রশিক্ষনে কেন্দ্রে শেষ হয়ে গেল এনসিটিএফ আইসিটি ও ডকুমেন্টেশনDSC01903 রিফ্রেশার প্রশিক্ষন। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন , প্ল্যান ইন্টারনেশনাল বাংলাদেশ এবং ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এম এম সি ) এর আয়োজনে গত ১১ সেপ্টেম্বর শুরু হওয়া উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ এর ৭ টি বিভাগ থেকে এনসিটিএফ এর বাছাইকৃত ১২ জন সদস্য এবং এনসিটিএফ কেন্দ্রীয় এডিটরিয়াল টিমের ৭ জন সদস্য অংশগ্রহন করেন।

প্রশিক্ষনে ওয়েবসাইট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষনার্থীদের শেখানো হয়। মুলত এনসিটিএফ এর ওয়েবসাইট এনসিটিএফবিডি.ওআরজি (nctfbd.org ) এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ফেসবুক গ্রুপ এর পরিচালনা করার জন্য এনসিটিএফ এডিটরিয়াল টিম কে দক্ষ করে তোলাই ছিলো এই প্রশিক্ষন এর মূল লক্ষ্য। প্রশিক্ষনের শেষে এডিটরিয়াল টিম এর সকল সদস্যদের নিউজ প্রকশনার জন্য আলাদা আলাদা জেলা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেয়া হয়।

এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব সর্ব এবং সেভ দ্য চিলড্রেন এর আইসিটি এবং নলেজ ডেভলাপমেন্ট ম্যানেজার আফরোজা শারমিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে  প্রশিক্ষন কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালাটির সার্বিক দায়িত্বে ছিলেন এম এম সি এর প্রকল্প সমন্বয়কারী মৃণম্বয় মাহাজন এবং এম এম সি এর প্রকল্প কর্মকর্তা  সাইফ মাহদী। এছাড়াও প্রশিক্ষন এর শেষ দিন উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর সিআরজি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার(এডভোকেসি) মীর রেজাউল করিম।

এ বিষয়ক আরো খবর:

শুরু হলো এনসিটিএফ বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিফ্রশার প্রশিক্ষন