NCTF Bogra completed their monthly meeting

Jaouadul Karim Jishan: On 30th September 2015, National Children’s Task Force (NCTF) Bogra arranged their monthly meeting and took some decision for work further.

The issues that they discussed and planed in the meeting were:

  • We will arrange a drawing competition on 13th October with autistic children.
  • On 17th October we (NCTF members) will visit the Government Mohammod Ali Hospital child ward.
  • On 21th October we will visit Bogra Yakubia Girls’ High School for set up a School NCTF Committee

  • এনসিটিএফ বগুড়ার সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

জাওয়াদুল করিম জীসানঃ৩০শে সেপ্টেম্বর রোজ বুধবার বিকাল ৪টায়  বাংলাদেশ শিশু একাডেমি বগুড়ার এনসিটিএফ কার্যালয়ে এনসিটিএফ বগুড়ার সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে বগুড়া জেলা এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসান সভাটি শুরু করেন। বার্ষিক কর্মপরিকল্পনা বের করে কাজ গুলোর অগ্রগতি ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
সভায় ৩টি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।সেগুলো হলঃ

  • ১.শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে আগামী ১৩ই অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন।
  • ২.আগামী ১৭ই অক্টোবর বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের শিশু ওয়ার্ড পর্যবেক্ষণ।
  • ৩.আগামী ২১শে অক্টোবর বগুড়া ইয়াকুবিয়া স্কুলে এনসিটিএফ স্কুল কমিটি গঠন।
  • এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শাহ মোঃ ইসাহাক আলী। এছাড়াও এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

বান্দরবান সরকারি শিশু পরিবার পরিদর্শণে এনসিটিএফ

CYMERA_20150921_112617

তামান্না আক্তার : শিশু অধিকার বাস্তবায়নে ঠিক কতটা শক্ত পদেক্ষেপ গ্রহণ করা হয়েছে সে সন্ধানে এবার বান্দরবান সরকারি শিশু পরিবারে পাড়ি জমালো বান্দরবান জেলা এনসিটিএফ কমিটি ।শিশুরা আদৌ তাদের অধিকার ও মৌলিক চাহিদা পূরণে সক্ষম হচ্ছে কিনা সেই খোঁজেই ২১-০৯-১৫ ইং তারিখে সকাল ১০ টায় শিশু পরিবার পরির্দশনে যায়। বান্দরবান সরকারি শিশু পরিবার পরিদর্শণে ছিল এনসিটিএফ কমিটির সদস্যরা । এতিম ও অনাথ এসব শিশুরা কতটা সহানুভূতি পায় তা জানা ও ছিল পরিদর্শনের মূল লক্ষ্য।বান্দরবান, লামা,আলীকদম,থানছি ,রুমা,রোযাংছড়ি,নাইক্ষ্যংছড়ি প্রভৃতি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা অনাথ শিশুরা কি পাচ্ছে তাদের যোগ্য প্রাপ্য ? এনসিটিএফ কমিটির এই প্রশ্নের জবাবে শিশু পরিবারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মং এচিং (ছদ্মনাম) জানান “শিশুরা তাদের যোগ্য প্রাপ্যটাই পাচ্ছে। অন্ন ,বস্ত্র,শিক্ষা ,চিকিৎসা বাসস্থান ইত্যাদি বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে কোনো সংকটে নেই তাদের জীবনে ”বান্দরবান এনসিটিএফ কার্যকারী কমিটি শিশু পরিবার সংলগ্ন স্কুল পরির্দশন করে। সেখানে কাঠামোগত ত্রুটি পরিলক্ষিত হয়। স্কুলের ২য় তলায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন থাকলে ও রয়েছে পানির সংকট। আর পানিবিহীন টয়লেট ব্যবহার করে স্বাস্থ্যকর টয়লেট হয়ে পড়ছে অস্বাস্থ্যকর। শ্রেণিকক্ষে পাঠদানের সময় বেতের ব্যবহার লক্ষ্য করা হলে পাঠদানকারী শিক্ষিকা জানান বাচ্চাদের নিয়ন্ত্রণে ব্যবহার রাখার জন্যই রাখা হয়েছে। অন্যথা বেত দিয়ে শারীরিক শাস্তি দেয়ার প্রশ্ন ই উঠে না।

CYMERA_20150921_112550মানসম্মত ক্লাসরুম এবং পাঠদানে মনযোগী বৃদ্ধির ফলে শীঘ্রই অসহায় এসব শিশুরা অর্জন করবে সাফল্যের বিজয় মুকুট, এমন আশা ও ব্যক্ত করেন তিনি ২য় শ্রেণিতে পড়ুয়া ছাত্র যেন তারই একটি উদাহারণ পিতৃহারা মংমং (ছদ্মনাম) কে তার ভবিষ্যত পরিকল্পনা সর্ম্পকে জিজ্ঞাসা করা হলে নির্ভিকচিত্তে সে উত্তর দেয় “আমি বড় হয়ে শিক্ষক হতে চাই” ।বান্দরবান এনসিটিএফ কার্যকারী কমিটির সদস্যদের পরির্দশনের এই ছোট্র পদক্ষেপ জাতিকে জানাতে চায় একটি বৃহৎ সত্য আর তা হলো “প্রত্যেক শিশুই অন্তরে লালন করে একাট নির্দিষ্ট স্বপ্ন, কিন্তু তারা কতটা সফল হতে পারবে তা নির্ধারণ করে নিখুত চাওয়া,সত্যি তো এটাই যে আমরা চাই দারিদ্র্য অশিক্ষা এবং পশুত্ববিহীন মানবতার সোনার বাংলা,যা দেবে ভবিষ্যতের নাগরিক শিশুরা ” আসুন আমরা অনাথ সেসব শিশুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই ।আমাদের ক্ষুদ্র প্রায়াস তৈরি করবে ভবিষ্যতের নাগরিক সেই শিশুদের জীবন, যারা অন্তরে লালতি করে ।দেশকে এগিয়ে নেযার লুক্কায়িত স্বপ্ন

 

DISCOVERY CHANEL DISCOVER NCTF

NCTF is a role model for child organizations in Bangladesh
Crish Morgun a journalist of Discovery Chanel came in Bangladesh from South Africa and visited National Children’s Task Force (NCTF) Rajshahi for experience the raw activity and advocacy of NCTF Members for children.

On 15 and 16 September 2015, Crish Morgun visited NCTF Rajshahi and talked with children’s to make a video documentary on children of Bangladesh regarding their advocacy and initiatives to protect and ensure child rights. He spent quality time with NCTF members and in his discussion he wanted to know about the working strategy of NCTF for children including stop child marriage, raising awareness among children, the way of collect information, child abuse and  violence issue.

Crish Morgun was very happy and impressed to know that National Children’s Task Force Bangladesh is the largest child Organization in Bangladesh deal with child rights situation monitoring and its execution process based on four cluster of Child Convention including Child Protection, Survival, Development and Participation. And most importantly NCTF run for the children, of the children, and by the children.12036455_915388771860103_8375740142762191507_n

To support the journalist for his documentary there were Bangladesh Shisu Academy officer, Senior Manager of Plan International Bangladesh Mr Faroque Alam Khan; youth volunteer Rashel Ahmed and all members NCTF committee.

Small Initiative, Big Return

National Children’s Task Force (NCTF) took an initiative to support children for their education and so they gave educational material among fifteen children on August 8, 2015.

Development required education. Aiming the development of children National Children’s Task Force Rangpur distributed educational material including (Pencil, Eraser, Curter, Scale and Pen box) among fifteen children.  NCTF select those students from a school for street and drop out Children name “Alor Mishil “(Rally of light) .

Education is a basic right of Children. And our (NCTF) mission is to ensure child rights. We (NCTF) hope this small initiative may lead our nation towards big return.

“Listen Me First”


Children urged to Government, Administration and Civil Society.

With an aim to improve the child rights situation in Barisal Division a Dialogue Session held on 10 August 2015, in Barisal.

National Children’s Task Force Barisal took an initiative to develop the four clusters of child convention (Child protection, survival, development and participation).Next to that they want to ensure the accountability of civil society and Government regarding child rights issues. The session begun with a video documentary named “Alor Moshal Bahi Shisura Ashbe”(Children will come with flame of light) on child rights situation of Barisal, got warm appreciation by the respective audience.

Children said that the coaching center is a major concern for the students (Children) of Barisal as well as the whole country. Students have to go for coaching seven days in a week which appeared as a barrier of their proper mental growth. NCTF members demanded a day off in Friday so that students can get a scope for recreation. On the other hand Jubaer Islam (NCTF Member) demonstrated the challenges of children in Barisal regarding school, library and educational issues. Pinki Akter(child) raise her voice against Child marriage and Eve-teasing. She also added her attempt to stop child marriages. She succeeds to stop ten child marriages including her school friend. Children raise various questions and their demand for improving child rights situation and the honorable guests discussed and share their plan for child welfare considering their (NCTF) proposal.

In the Dialogue session there were Jebunnesa Afroze MP (Member of Parliament) as the chief guest, police commissioner Mr.Soibal Kanti Chowdhury, Deputy Commissioner Dr. A.T.M Mizanur Rahman and District Civil Surgeon. The program presided by Rima Akter (NCTF Member) and Jobayer Islam was the moderator. The program organized by NCTF and supported by Shisu Academy, Plan International Bangladesh, world vision and Save the Children.

NCTF members of Narayangonj got ID card

Yeasin Ahmed Antu : 

National Children’s Task Force Narayangonj already completed their monthly meeting and provide identity card among NCTF members.


 

নারায়নগঞ্জে এনসিটিএফ সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরন 

ইয়াসিন আহমেদ অন্তু : 

আজ সকাল ৯:০০ টায় নারায়গঞ্জ এনসিটিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় নারায়নগঞ্জ এনসিটিএফ কার্যনির্বাহী  কমিটির সদস্যদের  আইডি কার্ড প্রদান করা হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার সেতু ও অভিজিৎ সাহা এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার ,উম্মে হাবিবা বর্ষা।সভায় আরো উপস্তিত ছিলো অনন্ত, অন্তু,সাইভিদ, এবং সাধারণ সদস্য আদিয়া।

শিশু ফোরাম এর বার্ষিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত

শামস আল জাফর : গত ১৫ই সেপ্টেম্বর শিশু ফোরাম,ময়মনসিংহ সদর শাখা এবং এডিবি ওয়ার্ল্ড ভিশন এর সহযোগীতায় অনুষ্ঠিত হয় শিশু ফোরাম এর বার্ষিক মূল্যায়ন সমাবেশ-২০১৫।” আমরা মুক্তরি পায়রা ” পতিপাদ্য কে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি এর হল রুমে এই অনুষ্ঠানের  আয়োজন করা হয় ।

অনুষ্ঠানটি শুরু হয় সকাল ৯:৩০ মিনিটে এবং সারাদিন ব্যাপি চলে । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজ্জ্বল বিশ্বাস(স্পন্সরশীপ কো – অর্ডিনেটর ,বৃহত্তর ময়মনসিংহ অঞ্জল), এনসিটিএফ ময়মনসিংহ জেলার সভাপতি শামস আল জাফর , ঢাকা যুব ফোরাম এর সভাপতি নীজাম হোসাইন , রাজু উইলিয়াম রোজারিও ( ডিডিপি ম্যানেজার ময়মনসিংহ )।

জনাব উজ্জ্বল বিশ্বাস তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে এনসিটিএফ এর সভাপতি শামস আল জাফির এবং নীজাম হোসাইন(সভাপতি, ঢাকা যুব ফোরাম) উৎসাহ মুলক বক্তব্য প্রদান করেন।তারপর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতার অংশ হিসাবে ছিল শিশু ফোরাম এর কার্যক্রম বিষয়ক প্রতিযোগিতা,নাচ ,গান ও দেয়ালিকা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ফোরাম গুলো হচ্ছেঃকাচিঝুলি নবপ্রাণ শিশু ফোরাম,আর কে মিশন নক্ষত্র শিশু ফোরাম,কাশর সূর্য মুখী শিশু ফোরাম,পাটগুদাম ধুমকেতু শিশু ফোরাম,সানকী পাড়া শিশু ফোরাম।এছাড়া অনসাম্বাল থিয়েটার এর উপস্থাপনায় একটি বাল্যবিবাহের একটি সচেতনামুলক নাটকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষঅংশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন । অনুষ্ঠানের প্রধান অতিথি, ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন আর এফ ডি ( বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ)। তারপর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়যাতে দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম হয় সুর্যমুখি শিশু ফোরাম,গানে প্রথম হয় নবপ্রান শিশু ফোরাম,নাচে প্রথম হয় নক্ষত্র শিশু ফোরাম ও শিশু ফোরামের বার্ষিক কার্যক্রম প্রতিযোগিতায় প্রথম হয় ধুমেকেতু শিশু ফোরাম।অনুষ্ঠানের শেষে  শিশু ফোরাম ময়মনসিংহ এর সভাপতি শাকিল সবাইকে ধন্যবাদ জানিয়ে তার সমাপনী বক্তব্যের মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।

Monthly Meeting Held: NCTF Nilphamari

A.T.M.  Foysal Rabbi Rakib:NCTF Nilfamary organized their monthly meeting on 19 September and discussed about their progress. And in the meeting they took decision that on 4th October they will visit the City Hospital.


 

নীলফামারী এনসিটিএফ এর মাসিক সভা সম্পন্ন

এ.টি.এম.ফয়সাল রাব্বি রাকিব: নীলফামারী এনসিটিএফ এরসেপ্টেম্বর মাসের মাসিক সভা গত ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়। সভাপতি মোজাহিদুল হাসান ব্যাক্তিগত কারনে অনুপস্থিত থাকায় সভায় সভাপতিত্ব করেন প্রমিতি রোদ্রী। সভায় পূর্বের বাস্তবায়িত কাজ গুলো নিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত গ্রহন করা হয় যে, আগামী মাসের ০৪ তারিখ হাসপাতাল পরিদর্শন করা হবে। এছাড়াও সিদ্ধান্ত গৃহীত হয় যে,কমিটির প্রত্যেককে সদস্য সংগ্রহের জন্য ফর্ম দেওয়া হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিব, সাদ, মেরাজ,  মিস্টি, সুরভী, রোদেলা প্রমুখ। এছাড়াও জেলা ভলান্টিয়ার বাবু ও রোজী উপস্থিত ছিলেন উক্ত সভায়।

Human Chain of NCTF to protect Children

12032426_760574737382412_957496156_n

To ensure child safety and protect them NCTF organized a Human Chain on 21st September at Chadgaon in Chittagong Division and with the support of ODEB and World Vision a meeting held on Child protection and safety issue.

NCTF Member of child parliament Sahariar Tamim Sourov raise voice regarding the most recent child abuse and torturing incident happening around Chittagong.

The chief guest Jobayda Nargis (Mayor) said that Government is aware about child safety issue. And for protect children they will consider the claim and proposal of NCTF members.


শিশু নির্যাতনের প্রতিবাদে ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে এনসিটিএফ এর মানব বন্ধন ও আলোচনা সভা

12047701_760574650715754_2049016042_n

শাহরিয়ার তামিম সৌরভ: সারাদেশে শিশু হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা জেলা এনসিটিএফ এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন ও ওডেব এর যৌথ সহযোগিতায় গত ২১ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১০ ঘাটিকার সময় চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দঁগাও থানা এলাকায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শাহরিয়ার তামিম সৌরভের সঞ্চালনায় ও মো:ওসমান এর সভাপতিত্বে উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা জোবাইদা নার্গিস খান, প্যানেল মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুদ্দিন খালেদ সাইফু কাউন্সিলর ৪নং ওয়ার্ড। আরও উপস্থিত ছিলেন আহাসানউল্লাহ হাসান, ক্রিষ্টপর খুইয়্যা ও মো: মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানের মেয়র জোবাইদা নার্গিস বলেন, শিশুদের সুরক্ষায় সরকার খুবই সচেতন। শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি আর এনসিটিএফ চট্টগ্রাম জেলার সকল সদস্যদের আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। তাদের সকল অভিযোগ-পরার্মশ আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব।

বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল খালেদ বলেন এনসিটিএফ এর এই ধরণের আয়োজনে আমি খুবই আনন্দিত। শিশুদের সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। ভবিষ্যতে যাতে আর কোনো শিশুকে নির্যাতনের সম্মুখীন হতে না হয় আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখব।

এনসিটিএফ শিশু সংশদ সদস্য শাহরিয়ার তামিম সৌরভ বলেন, সম্প্রতিকালে ঘটে যাওয়া এইসব শিশু নির্যাতনের ঘটনায় আমরা চট্টগ্রাম জেলা এনসিটিএফ কমিটি,৪নং ও ১৮নং ওয়ার্ড এনসিটিএফ কমিটি সহ বাংলাদেশের শিশুরা খুবই মর্মাহত।কী অপরাধ ছিল এদের ? যার জন্য এদের হত্যাসহ বিভ্ন্নি অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে? শিশু অধিকার লংঘনের এ বিষয়টি আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই সব অপরাধের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ জানাচ্ছি ।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উম্মে খায়রন, শর্মী, হ্যাপী, তানাজিয়া নওরিন, রাকিব, তাহমিনা, চৈতি বিশ্বাস মৌমিতা ঘোষ, বৃষ্টি, সহ প্রমুখ।

এদিকে আলোচনা সভা শেষে এনসিটিএফ জেলা কমিটি ৪নং ও ১৮নং ওয়ার্ড কমিটি চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করে।

এনসিটিএফ জেলা ভলান্টিয়ার আহসান উল্লাহ হাসান জানান, ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) একটি জাতীয় পর্যায়ের শিশু সংগঠন যা ৬৪ জেলা কমিটির মাধ্যমে সারাদেশে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে সমস্যা সমাধানের সুপারিশসমূহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে তুলে ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নীতিনির্ধারকদের কাছ থেকে সবসমসয় সহযোগিতা পেয়ে আসছে। আশা করি শিশুদের এ বিষয়টির একটি সুন্দর সমাধান পাবে।

 

12006131_959441557450863_4570545867731630285_n

উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় এনসিটিএফ জেলা কমিটি ৪নং ও ১৮নং ওয়ার্ড এনসিটিএফ কমিটির সদস্যরা অংশগ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ এর স্কুল কমিটি গঠন

বিজন ঘোষঃ২০ ই সেপ্টেম্বর সকাল এগারোটার সময় চাঁপাইনবাবগঞ্জ এর “গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়” এ ১১ সদস্যবিশিষ্ট এনসিটিএফ স্কুল কমিটি গঠন করা হয়। সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা,উক্ত স্কুলের প্রধান শিক্ষক এবং জেলা এনসিটিএফ কমিটির সদস্যবৃন্দ ও ভলান্টিয়ার। স্কুল কমিটিতে নির্বাচিত সদস্যগণ এনসিটিএফের সাথে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।