শিশুরাই আগামীতে নেতৃত্ব দিবে এই দেশকে ….. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

আফনান আলম সাকিব: “আগামী দিনের ভবিষ্যত মেধাবী শিশুদের মাঝে আমার থাকতে ভাল লাগে। শিশুরাই আগামীতে

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ

এই দেশকে নেতৃত্ব দিবে। আমি সেখানে ব্রাহ্মণবাড়িয়ার এই মুখগুলোকে দেখতে চাই।” গত ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে  প্রায় সাত শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে সবর্ধনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এসব কথা বলেন।

এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সাফায়েত জামিল নওশানের

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন র আ ম উবায়দুল চৌধুরী এমপি

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন র আ ম উবায়দুল চৌধুরী এমপি

সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ

হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ অতিথি ডা. মোহাম্মদ বজলুর রহমান এবং ডা. মো: আবু সাঈদ উপস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ছানিয়া জাহান পুষ্প এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ

জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীকে প্রধান অতিথি সংবর্ধনা ক্রেস্ট ও সনদ প্রদান করছেন

জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থীকে প্রধান অতিথি সংবর্ধনা ক্রেস্ট ও সনদ প্রদান করছেন

 

শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়েম খন্দকার, শিশু গবেষক কোর কমিটির সভাপতি ফুয়াদ হাসান, চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা, এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস, সেতারা আক্তার সেতু, জেলা কমিটির সদস্য এবং  উপদেষ্টাসহ ব্রাহ্মণবাড়িয়া  জেলার বিভিন্ন বয়সের প্রায় সহস্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সদস্যদের সাথে উপদেষ্টা, ভলান্টিয়ার এবং এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ

অনুষ্ঠান শেষে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সদস্যদের সাথে উপদেষ্টা, ভলান্টিয়ার এবং এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ

 

সম্পূর্ণঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিটিএফ সদস্য জান্নাতুল পুকুনাস এবং মুকসিদুল হক সৃজন। আলোচনা সভার পর কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এনসিটিএফের শিশু গবেষক কোর কমিটি ও স্যোসাল মিডিয়া কোর কমিটির পরিকল্পনা ও বিনিময় সভা সম্পন্ন

গত ২৮-২৯ জুন ২০১৫ তারিখে ঢাকার আদাবরের আপন উদ্যোগ ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়ে গেল কেন্দ্রীয় পর্যায়ের শিশু গবেষক নির্বাচন এবং কেন্দ্রীয় শিশু গবেষক ও শিশু সাংবাদিকদের নিয়ে পরিকল্পনা ও বিনিময় সভা।

ম্যাস্‌-লাইন মিডিয়া সেন্টারের আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বাংলাদেশ শিশু একাডেমির সার্বিক সহায়তায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

পরিকল্পনা ও বিনিময় সভার প্রথম দিন আইসিটি এবং ডকুমেন্টেশন প্রশিক্ষণ, শিশু গবেষক কোর কমিটির নির্বাচন এবং দিত্বীয় শিশু সুরক্ষা নীতি, রিপোর্ট লেখার পদ্ধতি বিকল্প প্রতিবেদনের উপর প্রশিক্ষণ এবং কেন্দ্রীয় শিশু গবেষক ও শিশু সাংবাদিকদের বার্ষিক পরিকল্পনা সভাটি অনুষ্ঠিত হয়।উল্লেখিত পরিকল্পনা ও বিনিময় সভায় সোস্যাল মিডিয়া কোর কমিটির শিশু সাংবাদিক এবং বাংলাদেশের বিভিন্ন জেলা হতে বাছাইকৃত শিশু গবেষক অংশগ্রহণ করেন।

সভার প্রথমদিন আসিটি এবং ডকুমেন্টেশন ট্রেনিং এর অংশ হিসেবে অংশগ্রহণকারীদের ইন্টারনেট ও ওয়েব সাইট ব্রাউজিং, সার্চ ইঞ্জিনের ব্যবহার, ই-মেইল আইডি খোলা, ই-মেইল পাঠানোর পদ্ধতি এবং ডকুমেন্টেশন তৈরি ও তা এনসিটিএফ এর অফিশিয়াল ওয়েব সাইটে (www.nctfbd.org)  আপলোড করা শেখানো হয়। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন এনসিটিএফের সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব সর্ব।দিনের মধ্যাহ্ন বিরতির পর কেন্দ্রীয় শিশু গবেষক  কোর কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। শিশু গবেষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কেন্দ্রীয় শিশু গবেষক  ব্রাহ্মণবাড়িয়া জেলার ফুয়াদ হাসান ও ঝিনাইদহ জেলার রাবেয়া বসরি রিয়া নির্বাচিত হয়।

নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সোস্যাল মিডিয়া কোর কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস শ্রাবনী ও সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব সর্ব। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এনসিটিএফের কেন্দ্রীয় সভাপতি মো.সায়েম খন্দকার।এরপর শিশু গবেষক কেন্দ্রীয় কোর কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। শিশু গবেষক কোর কমিটির সভাপতি ফুয়াদ হাসান, সহ-সভাপতি রাবেয়া বসরি রিয়া, সাধারণ সম্পাদক আদিবা খানম, যুগ্ন-সাধারন সম্পাদক সালেহুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মুন নির্বাচিত হয়।

সভার দিত্বীয় দিনের শুরুতে অংশগ্রহণকারীদেরকে শিশু সুরক্ষা নীতিমালা ও শিশু অধিকার সনদ, রিপোর্ট তৈরির কলা কৌশল, পর্যায়ক্রমিক ও বিকল্প প্রতিবেদন সম্পর্কে ধারণা দেওয়া হয়। দিত্বীয় দিনের এই কর্মশালাটি পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন এর সিআরজি প্রোগ্রামের প্রজেক্ট অফিসার নাসিমা বেগম। উক্ত কর্মশালাটির পর অনুষ্ঠিত হয় সোসাল মিডিয়া কোর কমিটি এবং নব গঠিত শিশু গবেষকদের পরিকল্পনা ও বিনিময় সভা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার (এডভোকেসি) মীর রেজাউল করিম ও এনসিটিএফের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সুমনা ইসলাম শিল্পী। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন ম্যাস্‌-লাইন মিডিয়া সেন্টারের প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী।

————————————————————————————————————————————-

NCTF Child researcher Core Committee and Social Media core committee Meeting held successfully.

From 28 to 29 June 2015 The Child researcher Core committee and social media core committee is planning and an opinion sharing meeting held at Adabor, Mohammadpur in Dhaka which was arranged by Mass Line Media center and supported by save the children, Plan International and Shisu Academy.

At the first day, Participant took training on Information Communication technology (ICT) such as the  use of Internet, Web search, browsing ,search engine, opening email account ,communication through email ,documentation ,news uploading on National Children Task Force (NCTF) website etc.

On the second they the participant gets to know about, Child Protection Guide line, Child rights convention and the Strategy of reporting as well.

In this program there were Mir Rezaul Karim( Senior Manager-Advocacy, Child Rights Governance,SCI) ,Nasima Begum (project Officer, CRG, SCI), Mr Saif Mahadee(project officer) MMC and, Shadman Sakib(CYV) ,Ms.Sumona Islam Shilpi (CYV) .

অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিন ব্যপী “অধিকার ভিত্তিক সুযোগ সুবিধা সম্পর্কিত গবেষনার জন্য গবেষকদের” প্রশিক্ষন কর্মশালা।

দলীয় কাজের প্রেজেন্টেশন

দলীয় কাজের প্রেজেন্টেশন

প্রশিক্ষনের নোট নিচ্ছেন একজন প্রশিক্ষণার্থী

প্রশিক্ষনের নোট নিচ্ছেন একজন প্রশিক্ষণার্থী

প্রশিক্ষন চালাচ্ছেন প্রশিক্ষক

প্রশিক্ষন চালাচ্ছেন প্রশিক্ষক

 

প্রশিক্ষনের সমাপণি বক্তব্যে প্রধান অতিথি

প্রশিক্ষনের সমাপণি বক্তব্যে প্রধান অতিথি

 

অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিন ব্যপী “অধিকার ভিত্তিক সুযোগ সুবিধা সম্পর্কিত গবেষনার জন্য গবেষকদের” প্রশিক্ষন কর্মশালা। গত ২৭-২৯ মে ঢাকার আদাবরে উদ্দীপন ট্রেনিং সেন্টারে বাংলাদের ৪ টি বিশেষ অঞ্চলের ১১ জেলার মোট ২১ জন শিশু গবেষক ও জেলা ভলান্টিয়ারদের অংশগ্রহনে কর্মশালাটির আজ ছিল শেষ দিন। সমাপনী দিনে উপস্থিত ছিলেন শিশু বাজেট ফোরামের সভাপতি ড. আবুল হোসেন, তায়ুব তোজাম্মল(SC), মীর রেজাউল করিম(SC), শহিদুল্লাহ (CSID) এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার রুমন।
জাতীয় বাজেটে শিশুদের জন্য পৃথক বাজেট তৈরিতে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ প্রেরনের লক্ষ্যে অনুষ্ঠিত করমশালাটির আয়োজনে ছিল এনসিটিএফ, সেভ দ্যা চিলড্রেন, এবং সিএসআইডি।

FGD on Children’s View on Investment In Children (IIC)

A half day Focus Group Discussion (FGD) and consultation workshop on 19th January 2015 with NCTF Dhaka Executive committee & NCTF Media Group representatives .The session was on Children’s view on Investment In Children (IIC). Facilitated by Save the Children and CSID was conduct the session.

Group Discussion

Group Discussion


20141016_121034

 

 

 

 

 

Ain-O-Shalish Kendra(ASK) was organized a sharing workshop with NCTF on preparing 25 years assessment on Expectation ,achievement and way forward of Bangladesh in line with UNCRC on 16 October 2014.

NCTF Dhaka Committee was attend The Workshop and participate with full effort. The guest

was Head of the faculty Social Science,University of Dhaka.

1622522_645567548891327_3912314694074637891_o

The presentation after the group work

 

 

 

 

 

 

A Consultation workshop with NCTF members was 30th September about Govt. proposed new age of marriage and conflict with UNCRC at Plan in Bangladesh country office.

NCTF Central Committee members and Dhaka Executive Committee, Child parliament members, Some staff from other NGO  and Journalists from Print and electric media was there. They find problems,violence of law, necessary steps and work plan for protest the Govt. proposed new age of marriage