Posts

নরসিংদীতে এনসিটিএফ এর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত।

মোবারক হোসেনঃ ১৯-০৮-২০১৬ সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ নরসিংদী জেলার দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে ছিলেন নরসিংদী জেলার সিওয়াইভি সুমনা শিল্পী।আইসিটি এবং এনসিটিএফ এর উপর ১টি সেশন নেন প্রাক্তন সদস্য এবং এনসিটিএফ আইটি এক্সপার্ট শিমুল আহমেদ তরঙ্গ । প্রশিক্ষনে্র মূলমন্ত্র ছিলো “আমরা কুঁড়ি ফুটব কাল”। এসময় নরসিংদী জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সাথে আরো অংশগ্রহন করে এনসিটিএফ এর সাধারন সদস্যরা। সার্বিক সহযোগিতায় ছিল সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারনেশাল বাংলাদেশ, বাংলাদেশ শিশু একাডেমী এবং এনসিটিএফ নরসিংদীর জেলা ভলান্টিয়ারগন। প্রশিক্ষনে জীবন দক্ষতা,শিশু অধিকার,আইসিটি এবং রাজনীতি তে শিশুদের ব্যবহার নিয়ে আলোচনা করা হয় ।

এনসিটিএফ নরসিংদী জেলার টিএফডি প্রশিক্ষন সম্পন্ন

শিমুল আহমেদ তরঙ্গ :গতকাল শেষ হলো ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)  নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত বিশেষ প্রশিক্ষন কর্মশালা ” থিয়েটার ফর ডেভলাপমেন্ট – উন্নয়নের জন্য নাটক ( টিএফডি )  ” । এনসিটিএফ নরসিংদী জেলা কমিটির উদ্যোগে ২দিন ব্যাপি এই ভিন্নধর্মী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয় । প্রশিক্ষনের ভ্যেনু হিসেবে  ছিলো ” চিনিশপুর দ্বীপশিখা মহিলা সমিতি ( সিডিএমএস) প্রশিক্ষন কেন্দ্র ” ।

নাটক পরিবেশন করছে এনসিটিএফ সদস্যগন

নাটক পরিবেশন করছে এনসিটিএফ সদস্যগন

টিএফডি প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন এটিএন নিউজ এর সিনিয়র অনলাইন ভিডিও ইডিটর, জনাব সাজ্জাদ হোসেন; ঝিনুকমালা নাট্য দলের  সম্পাদক

জনাব রফিকুল ইসলাম । বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যুব সমাজকে ইভটিজিং এবং মাদক সেবনের হাত থেকে রক্ষা করার জন্য সচেতনতা  মূলক পথনাটক তৈরীর উদ্দেশ্যেই মূলত এ কর্মশালার আয়োজন করা হয়।সিডিএমএস এর সার্বিক সহযোগিতায় প্রশিক্ষনের শেষে এনসিটিএফ কমিটি ” পরিবর্তন ” নামক বিশেষ পথনাটক তৈরী করে। পরে বিকেলে প্রশিক্ষন কেন্দ্র প্রাঙ্গনে এ নাটাকটি উপস্থাপন করা হয়। সেখানে প্রশিক্ষক গনদের সাথে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার , উম্মে হাবিবা বর্ষা ; সিডিএমএস এর পরিচালক জনাব ছফুরা বেগম ।

 প্রশিক্ষন শেষে এনসিটিএফ টিম সিডিএমএস এবং প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানায়। সমাপনী বক্তব্যে জনাব সিডিএমএস এর পরিচালক জনাব সাফুরা বেগম বলেন, এনসিটিএফ কে সাহায্য করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত  । এবং পরবর্তীতে এনসিটিএফ এর যেকোনো উদ্যোগে তাকে পাশে পাওয়া যাবে বলেও আশ্বাস দেন  ।

আইসিটি এবং ডকুমন্টেশন রিফ্রেশার প্রশিক্ষন সম্পন্ন

শিমূল আহমেদ তরঙ্গঃ  অদ্য ১২সেপ্টেম্বর,২০১৫ তারিখে ঢাকার আদাবরের স্পেড-আরআরটিসি (SPED-RRTC) প্রশিক্ষনে কেন্দ্রে শেষ হয়ে গেল এনসিটিএফ আইসিটি ও ডকুমেন্টেশনDSC01903 রিফ্রেশার প্রশিক্ষন। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন , প্ল্যান ইন্টারনেশনাল বাংলাদেশ এবং ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এম এম সি ) এর আয়োজনে গত ১১ সেপ্টেম্বর শুরু হওয়া উক্ত প্রশিক্ষণে বাংলাদেশ এর ৭ টি বিভাগ থেকে এনসিটিএফ এর বাছাইকৃত ১২ জন সদস্য এবং এনসিটিএফ কেন্দ্রীয় এডিটরিয়াল টিমের ৭ জন সদস্য অংশগ্রহন করেন।

প্রশিক্ষনে ওয়েবসাইট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষনার্থীদের শেখানো হয়। মুলত এনসিটিএফ এর ওয়েবসাইট এনসিটিএফবিডি.ওআরজি (nctfbd.org ) এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ফেসবুক গ্রুপ এর পরিচালনা করার জন্য এনসিটিএফ এডিটরিয়াল টিম কে দক্ষ করে তোলাই ছিলো এই প্রশিক্ষন এর মূল লক্ষ্য। প্রশিক্ষনের শেষে এডিটরিয়াল টিম এর সকল সদস্যদের নিউজ প্রকশনার জন্য আলাদা আলাদা জেলা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেয়া হয়।

এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব সর্ব এবং সেভ দ্য চিলড্রেন এর আইসিটি এবং নলেজ ডেভলাপমেন্ট ম্যানেজার আফরোজা শারমিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে  প্রশিক্ষন কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালাটির সার্বিক দায়িত্বে ছিলেন এম এম সি এর প্রকল্প সমন্বয়কারী মৃণম্বয় মাহাজন এবং এম এম সি এর প্রকল্প কর্মকর্তা  সাইফ মাহদী। এছাড়াও প্রশিক্ষন এর শেষ দিন উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর সিআরজি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার(এডভোকেসি) মীর রেজাউল করিম।

এ বিষয়ক আরো খবর:

শুরু হলো এনসিটিএফ বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিফ্রশার প্রশিক্ষন

 

 

 

NCTF ends IT workshop in Ctg.

The divisional Information and Communication Technology (ICT) workshop and training on photography of the National Children Task Force (NCTF) ended at Karitas Training Centre in Chittagong on Monday. Child journalists from 11 districts took part in the 2-day long basic training on ICT and Photography for 01092014122732pmICT_press_releaseNCTF Social media group. The basics of Email, search engine, social media and operation of online portal nctfkontho.org are initiated to the trinees. Mass line Media Centre (MMC) Project Officer Saif Mahadee, Pathshala South Asian Media Institute Photography Department Lecturer Ashraful Awal Mishuk , NCTF Advisor , and Save the Children Youth Volunteer Abdullah Zobyer facilated the training programme. NCTF have completed their child journalism training programmes in 64 districts in association with Save the Children and MMC.