মাদারীপুর এনসিটিএফ এর শিশু ওয়ার্ড পরিদর্শন

সভাপতি তাবাসসুম ইসলাম আনিকার নেতৃত্বে এবং ভলান্টিয়ার মুন্নি আক্তারের ব্যবস্থাপনায় এনসিটিএফ – মাদারীপুর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য মাদারীপুর জেলার সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শন কালে দায়িত্বরত শিশু বিষয়ক কন্সাল্টেন্ট ডাঃ জহিরুল ইসলাম ফিরোজ এবং শিশু ওয়ার্ডে কর্তব্যরত ইন-চার্জের মুখাপেক্ষি হন। এসময় এনসিটিএফ – মাদারীপুর কার্যনির্বাহী কমিটির সভাপতি – আনিকা, শিশু সাংবাদিক – আমান এবং চাইল্ড পার্লামেন্ট মেম্বার – মুহিত খান তাদের সাক্ষাতকার গ্রহন করেন। এর আগে এনসিটিএফ – মাদারীপুর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ শিশু ওয়ার্ডে ভর্তিরত শিশুদের অভিভাবকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন অভিযোগ গ্রহন করেন। পরবর্তিতে সেসব অভিযোগ সম্পর্কে দায়িত্বরত শিশু বিষয়ক কন্সাল্টেন্ট ডাঃ জহিরুল ইসলাম ফিরোজ এবং শিশু ওয়ার্ডে কর্তব্যরত ইন-চার্জের কাছে জানতে চাইলে তারা অভিযোগগুলো অস্বীকার করে বলেন, তারা সর্বক্ষনই রোগীদের চিকিৎসা দিতে ব্যস্ত থাকেন। কিন্তু প্রয়োজনীয় লোকবলের অভাবে তারা কখনো কখনো সামলে উঠতে পারেন না। তিনি আরো বলেন, তারা শিশুদের বিনামুল্যে ওষুধ দিতে সর্বক্ষনেই চেষ্টা করেন। কিন্তু, কিছু অব্যবস্থাপনা তাদের এই সাবলীল চিকিৎসা প্রদানঅকে ব্যহত করে থাকে।

 এছাড়া, শিশু ওয়ার্ডে কর্তব্যরত ইন-চার্জের মাধ্যমে জানা যায় শিশু ওয়ার্ডে প্রতিনিয়তই ৩০-৩৫ জন নতুন রোগী চিকিৎসা নিতে আসে। যাদের বেশির ভাগ রোগীরই নিউমোনিয়া সহ বিভিন্ন শ্বাসতন্ত্র জনিত রোগে আক্রান্ত হয়ে থাকে। শিশু বিষয়ক কন্সাল্টেন্ট ডাঃ জহিরুল ইসলাম ফিরোজ বলেন, এসব রোগের প্রধান কারণ হিসেবে পরিবেশ দূষণকে দায়ী করেন। তিনি বলেন অভিভাবকের সচেতনতাই শিশুদের এরূপ রোগ হতে মুক্তির প্রধান মাধ্যম হতে পারে।

মুহিত খান, CPM, এনসিটিএফ – মাদারীপুর

এনসিটিএফ মৌলভীবাজার জেলার দ্বিবার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

২৪ মার্চ ২০১৮ রোজ শনিবার সকাল ৯ টায় বাংলাদেশ শিশু একাডমী মৌলভীবাজার এর হলরুমে অনুষ্ঠিত হয় এনসিটিএফ মৌলভীবাজার জেলার দ্বিবার্ষিক নির্বাচন ও বার্ষিক পরিকল্পনা সভা। অনুষ্ঠানের শুরুতে এনসিটিএফ বর্তামান কমিটির পরিচয় পর্ব ও এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়। এর পর জেলার বিভিন্ন স্কুল কমিটির সদস্য এবং এনসিটিএফ এর সাধারন সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়। নির্বাচনের দিন প্রার্থীরা ভোটারদের নিকট শিশু অধিকার বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতিমূলক বক্তব্য তুলে ধরেন। রিটার্নিং অফিসার ভোটের নিয়ন কানুন সকলকে জানান। সকাল ৯:৩০ টায় শুরু হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলে দুপুর ১২:৩০ টা পর্যন্ত। এর পর শুরু হয় বার্ষিক কর্মপরিকল্পনা সভা। কর্মপরিকল্পনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশের মাধ্যমে নতুন কমিটির নিকিট দায়িত্ব হস্তান্তর করে পূর্বের কমিটি। এনসিটিএফ এর নির্বাচন প্রক্রিয়া দেখতে শিশুদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন , দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি মুহিবুর রহমান, রেডিও পল্লী কন্ঠের প্রধান নির্বাহী হাসান মাহদী, হাফিজাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরী মজুমদার এবং শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অপরাজিতা রায়, জেলা ভলান্টিয়ার এবং এনসিটিএফ উপদেষ্টাবৃন্দ।

আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাথে খুলনা এনসিটিএফ এর সৌজন্য সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় আইনমন্ত্রী জনাব আনিসুল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে খুলনা এনসিটিএফ। গত ২৪ জানুয়ারি ২০১৮ খুলনার সার্কিট হাউজে এই বিশেষ সাক্ষাতের সময় তিনি খুলনার শিশু অধিকার নিয়ে আরও দৃঢ় ভাবে কাজ করে এগিয়ে যেতে  বলেন  এনসিটিএফ ও চাইল্ড পার্লামেন্ট সদ্যসদের। সাথে সাথে খুলনা আইনজীবী সমিতি ও জেলা প্রশাসনকে এনসিটিএফ ও চাইল্ড পার্লামেন্ট সদ্যসদের যে কোন আইন সহায়তা প্রদান করতে ও শিশু অধিকার বিষয়ক কাজে পাশে থাকতে বিশেষ নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল, যুগ্ম-সচিব হক বিকাশ কুমার সাহা, খুলনার জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক, খুলনা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কুড়িগ্রাম জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

১৫ মার্চ কুড়িগ্রামে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে একেএম হাসনাত আলিমুন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে রেবেকা সুলতানা ঋতু। বিভিন্ন বিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী শিশুদের নিয়ে সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।

বৃহস্পতিবার সকালে নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিয়ষক কর্মকর্তা এম.এ বকর।

 জেলা এনসিটিএফ সভাপতি কে.এম রেজওয়ানুল নুরনবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের আহবায়ক সেখ হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী মইনুল ইসলাম, বর্ডারগার্ড পাবলিক স্কুলের সহকারি শিক্ষক ইসমাইল হোসেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বাংলার সহকারি শিক্ষক খাজানুর ইসলাম প্রমুখ।

পরে শিশুদের ভোটে নির্বাচিতরা হল, সহ-সভাপতি লুবনা আফসারী, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ম উমর ফারুক বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মহান, শিশু সাংবাদিক (মেয়ে) সিনথিয়া ইসলাম তুবা, শিশু সাংবাদিক (ছেলে) সুরঞ্জন মজুমদার, শিশু গবেষক (মেয়ে) ফারজানা ফেরদৌসী, শিশু গবেষক (ছেলে) আব্দুল্লাহ আল মনা, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) সুমাইয়া আক্তার ইভানা ও চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) রুবেল সরকার। প্রায় ১৫০ জন শিশু ভোটাধিকার প্রয়োগ করে। জেলা শিশু একাডেমীর তত্ত্বাবধানে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায়  শিশু অধিকার নিয়ে সংগঠনটি জেলায় জেলায় কর্মকান্ড পরিচালনা করছে।

পরে সংগঠনের উদ্যোগে ১৯ জন শিশু সংগঠককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নওগাঁর নির্বাচন – ২০১৮

১০ মার্চ ২০১৮ সকাল ১০টা থেকে বিকাল ৩০.৩০মিঃ পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁতে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নওগাঁর নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উক্ত ভোট গ্রহনে সর্বক্ষনিক পরির্দশনে ছিলেন উপদেষ্টাগন, সুশিল সমাজের ব্যাক্তিবর্গ, সরকারি অফিসার ও পুলিশ প্রশাসনের ব্যাক্তিগন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক একেএম নাসিবুল হাসান (২০১৬-১৭), সাবেক সাধারণ সম্পাদক মুনিরা সুলতানা স্বরণী (২০১৪-১৫), সিওয়াইভি আনিকা বুশরা, জেলা ভলান্টিয়ার (ছেলে) মোঃ শরিফ সিকদার শাহিন ও জেলা ভলান্টিয়ার (মেয়ে) মিফতাহিুল জান্নাত খান তুলি।

ভোট গণনার সময় উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা কায়েস উদ্দিন ও মোঃ শরিফুর ইসলাম, সহকারী তথ্য অফিসার, পরিচালক জেলা গ্রন্থগার, নওগাঁ, সাবেক সাধারণ সম্পাদক একেএম নাসিবুল হাসান (২০১৬-১৭) সোয়াইব হোসেন (অতিরিক্ত শিশু গবেষক), জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ও জেলা ভলান্টিয়ার মোঃ শরিফ সিকদার শাহিন।

পাঁচ শতাধিক সাধারন সদস্যদের ভোটে এনসিটিএফ রাজশাহী জেলার নির্বাচন অনুষ্ঠিত

০৯ মার্চ শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডমী রাজশাহী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এনসিটিএফ রাজশাহী জেলার নির্বাচন ২০১৮। জেলার বিভিন্ন স্কুল এবং এলাকায় অবস্থানরত এনসিটিএফ এর পাঁচশতাধিক সাধারন সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়। ০১ মার্চ নির্বাচনের তফসিল ঘোষনা করে এনসিটিএফ নির্বাচন কমিশন। মোট ১৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও যাচাই বাচাই করে রিটার্নিং অফিসার মোট ৬০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন। নির্বাচনের দিন প্রার্থীরা ভোটারদের নিকট শিশু অধিকার বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতিমূলক বক্তব্য তুলে ধরেন। রিটার্নিং অফিসার ভোটের নিয়ন কানুন সকলকে জানান। সকাল ১০ টায় শুরু হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলে দুপুর ০১টা পর্যন্ত। ফলাফল প্রকাশের মাধ্যমে নতুন কমিটির নিকিট দায়িত্ব হস্তান্তর করে পূর্বের কমিটি। এনসিটিএফ এর নির্বাচন প্রক্রিয়া দেখতে শিশুদের মাঝে উপস্থিত হয়েছিলেন মোহাম্মদ সালাহ্‌উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজশাহী। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মনজুর কাদের এনসিটিএফ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন এবং নির্বাচনকে সার্থক করে তুলতে সার্বিক সহযোগিতা করেন। নির্বাচন সুন্দর এবং সুষ্ঠ করতে নির্বাচনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা ভলান্টিয়ারগণ এবং এনসিটিএফ উপদেষ্টাবৃন্দ।

গাইবান্ধায় এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিশ আলী।

এনসিটিএফ গাইবান্ধা জেলা সহ-সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও গাইবান্ধা জেলা ভলান্টিয়ার মো. তাওহীদ তুষারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ও বার্ষিক বিবরণী তুলে ধরেন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও সাপ্তাহিক নুরজাহান পত্রিকার সম্পাদক উত্তম সরকার, গাইবান্ধা শিশু একাডেমির লাইব্রেরিয়ান মোছা. রেবেকা পারভীন, এনসিটিএফ গাইবান্ধা এর উপদেষ্টা মনির হোসেন মিলন, আশিকুর রহমান শাওন, রকিবুদ্দৌলা রনি।

আলোচনা সভা শেষে ২০১৮-২০১৯ সালের এনসিটিএফ গাইবান্ধা জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বমোট ১১ টি কার্যনির্বাহী পদে ২৫ জন এনসিটিএফ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এনসিটিএফ গাইবান্ধা এর ১২৭ জন সাধারণ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করে।

নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন, সভাপতি পদে মো. মশিউর রহমান মুছা, সহ-সভাপতি পদে তাসকিনা জামান তমা, সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অন্তর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সামানীয়া জান্নাত রাইয়ান, সাংগঠনিক সম্পাদক পদে আবিদ হাসান পলক, শিশু সাংবাদিক (ছেলে) পদে শাহরিয়ার রহমান জয়, শিশু সাংবাদিক(মেয়ে) পদে সানজিনা আক্তার ছনিয়া, শিশু গবেষক(ছেলে) পদে মাহমুদ হাসান সিরাজ, শিশু গবেষক (মেয়ে) পদে শিনাত জামান তিথি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (ছেলে) পদে মেহেদী হাসান জিহাদ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (মেয়ে) পদে তনিমা হাবিব রুম্পা।

পরে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করে ও পূর্বতন কমিটির নিকট হতে দায়িত্ব গ্রহণ করে।

কুড়িগ্রাম জেলা এনসিটিএফ এর উদ্যোগে এনসিটিএফ নিউজ বক্স স্থাপন

এনসিটিএফ শিশুদের নিয়ে কাজ করে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা এনসিটিএফ কাজ করে যাচ্ছে।

এনসিটিএফ জেলা কমিটি ও স্কুল কমিটির কার্যক্রমকে গতিশীল করার জন্য জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত জেলা সরকারি গণগ্রন্থাগারে এনসিটিএফ নিউজ বক্স স্থাপন করা হয়েছে। 

যার মাধ্যমে জেলা শহরের প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আকাঁ ছবি, শিশু বিষয়ক গল্প, ছড়া, কবিতা প্রবন্ধ, সাফল্যের গল্প লিখে নিউজ বক্সে পাঠাতে পারবে।

শিক্ষার্থীদের পাঠানো লেখাগুলো জেলা কমিটির মাধ্যমে ছাপানো হবে বিভিন্ন পত্রিকায় এবং অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতি মাসে যে সেরাদের সেরা হবে তাদের জন্য আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে জেলায় এনসিটিএফ এর কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং সকল শিশুদের অংশ গ্রহণ নিশ্চিত হবে।