শিশু ফোরাম এর বার্ষিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত

শামস আল জাফর : গত ১৫ই সেপ্টেম্বর শিশু ফোরাম,ময়মনসিংহ সদর শাখা এবং এডিবি ওয়ার্ল্ড ভিশন এর সহযোগীতায় অনুষ্ঠিত হয় শিশু ফোরাম এর বার্ষিক মূল্যায়ন সমাবেশ-২০১৫।” আমরা মুক্তরি পায়রা ” পতিপাদ্য কে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি এর হল রুমে এই অনুষ্ঠানের  আয়োজন করা হয় ।

অনুষ্ঠানটি শুরু হয় সকাল ৯:৩০ মিনিটে এবং সারাদিন ব্যাপি চলে । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজ্জ্বল বিশ্বাস(স্পন্সরশীপ কো – অর্ডিনেটর ,বৃহত্তর ময়মনসিংহ অঞ্জল), এনসিটিএফ ময়মনসিংহ জেলার সভাপতি শামস আল জাফর , ঢাকা যুব ফোরাম এর সভাপতি নীজাম হোসাইন , রাজু উইলিয়াম রোজারিও ( ডিডিপি ম্যানেজার ময়মনসিংহ )।

জনাব উজ্জ্বল বিশ্বাস তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে এনসিটিএফ এর সভাপতি শামস আল জাফির এবং নীজাম হোসাইন(সভাপতি, ঢাকা যুব ফোরাম) উৎসাহ মুলক বক্তব্য প্রদান করেন।তারপর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতার অংশ হিসাবে ছিল শিশু ফোরাম এর কার্যক্রম বিষয়ক প্রতিযোগিতা,নাচ ,গান ও দেয়ালিকা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ফোরাম গুলো হচ্ছেঃকাচিঝুলি নবপ্রাণ শিশু ফোরাম,আর কে মিশন নক্ষত্র শিশু ফোরাম,কাশর সূর্য মুখী শিশু ফোরাম,পাটগুদাম ধুমকেতু শিশু ফোরাম,সানকী পাড়া শিশু ফোরাম।এছাড়া অনসাম্বাল থিয়েটার এর উপস্থাপনায় একটি বাল্যবিবাহের একটি সচেতনামুলক নাটকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষঅংশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন । অনুষ্ঠানের প্রধান অতিথি, ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন আর এফ ডি ( বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ)। তারপর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়যাতে দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম হয় সুর্যমুখি শিশু ফোরাম,গানে প্রথম হয় নবপ্রান শিশু ফোরাম,নাচে প্রথম হয় নক্ষত্র শিশু ফোরাম ও শিশু ফোরামের বার্ষিক কার্যক্রম প্রতিযোগিতায় প্রথম হয় ধুমেকেতু শিশু ফোরাম।অনুষ্ঠানের শেষে  শিশু ফোরাম ময়মনসিংহ এর সভাপতি শাকিল সবাইকে ধন্যবাদ জানিয়ে তার সমাপনী বক্তব্যের মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।

Monthly Meeting Held: NCTF Nilphamari

A.T.M.  Foysal Rabbi Rakib:NCTF Nilfamary organized their monthly meeting on 19 September and discussed about their progress. And in the meeting they took decision that on 4th October they will visit the City Hospital.


 

নীলফামারী এনসিটিএফ এর মাসিক সভা সম্পন্ন

এ.টি.এম.ফয়সাল রাব্বি রাকিব: নীলফামারী এনসিটিএফ এরসেপ্টেম্বর মাসের মাসিক সভা গত ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়। সভাপতি মোজাহিদুল হাসান ব্যাক্তিগত কারনে অনুপস্থিত থাকায় সভায় সভাপতিত্ব করেন প্রমিতি রোদ্রী। সভায় পূর্বের বাস্তবায়িত কাজ গুলো নিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত গ্রহন করা হয় যে, আগামী মাসের ০৪ তারিখ হাসপাতাল পরিদর্শন করা হবে। এছাড়াও সিদ্ধান্ত গৃহীত হয় যে,কমিটির প্রত্যেককে সদস্য সংগ্রহের জন্য ফর্ম দেওয়া হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিব, সাদ, মেরাজ,  মিস্টি, সুরভী, রোদেলা প্রমুখ। এছাড়াও জেলা ভলান্টিয়ার বাবু ও রোজী উপস্থিত ছিলেন উক্ত সভায়।

Human Chain of NCTF to protect Children

12032426_760574737382412_957496156_n

To ensure child safety and protect them NCTF organized a Human Chain on 21st September at Chadgaon in Chittagong Division and with the support of ODEB and World Vision a meeting held on Child protection and safety issue.

NCTF Member of child parliament Sahariar Tamim Sourov raise voice regarding the most recent child abuse and torturing incident happening around Chittagong.

The chief guest Jobayda Nargis (Mayor) said that Government is aware about child safety issue. And for protect children they will consider the claim and proposal of NCTF members.


শিশু নির্যাতনের প্রতিবাদে ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে এনসিটিএফ এর মানব বন্ধন ও আলোচনা সভা

12047701_760574650715754_2049016042_n

শাহরিয়ার তামিম সৌরভ: সারাদেশে শিশু হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা জেলা এনসিটিএফ এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন ও ওডেব এর যৌথ সহযোগিতায় গত ২১ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১০ ঘাটিকার সময় চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দঁগাও থানা এলাকায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শাহরিয়ার তামিম সৌরভের সঞ্চালনায় ও মো:ওসমান এর সভাপতিত্বে উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা জোবাইদা নার্গিস খান, প্যানেল মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুদ্দিন খালেদ সাইফু কাউন্সিলর ৪নং ওয়ার্ড। আরও উপস্থিত ছিলেন আহাসানউল্লাহ হাসান, ক্রিষ্টপর খুইয়্যা ও মো: মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানের মেয়র জোবাইদা নার্গিস বলেন, শিশুদের সুরক্ষায় সরকার খুবই সচেতন। শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি আর এনসিটিএফ চট্টগ্রাম জেলার সকল সদস্যদের আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। তাদের সকল অভিযোগ-পরার্মশ আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব।

বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল খালেদ বলেন এনসিটিএফ এর এই ধরণের আয়োজনে আমি খুবই আনন্দিত। শিশুদের সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। ভবিষ্যতে যাতে আর কোনো শিশুকে নির্যাতনের সম্মুখীন হতে না হয় আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখব।

এনসিটিএফ শিশু সংশদ সদস্য শাহরিয়ার তামিম সৌরভ বলেন, সম্প্রতিকালে ঘটে যাওয়া এইসব শিশু নির্যাতনের ঘটনায় আমরা চট্টগ্রাম জেলা এনসিটিএফ কমিটি,৪নং ও ১৮নং ওয়ার্ড এনসিটিএফ কমিটি সহ বাংলাদেশের শিশুরা খুবই মর্মাহত।কী অপরাধ ছিল এদের ? যার জন্য এদের হত্যাসহ বিভ্ন্নি অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে? শিশু অধিকার লংঘনের এ বিষয়টি আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই সব অপরাধের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ জানাচ্ছি ।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উম্মে খায়রন, শর্মী, হ্যাপী, তানাজিয়া নওরিন, রাকিব, তাহমিনা, চৈতি বিশ্বাস মৌমিতা ঘোষ, বৃষ্টি, সহ প্রমুখ।

এদিকে আলোচনা সভা শেষে এনসিটিএফ জেলা কমিটি ৪নং ও ১৮নং ওয়ার্ড কমিটি চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করে।

এনসিটিএফ জেলা ভলান্টিয়ার আহসান উল্লাহ হাসান জানান, ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) একটি জাতীয় পর্যায়ের শিশু সংগঠন যা ৬৪ জেলা কমিটির মাধ্যমে সারাদেশে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে সমস্যা সমাধানের সুপারিশসমূহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে তুলে ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নীতিনির্ধারকদের কাছ থেকে সবসমসয় সহযোগিতা পেয়ে আসছে। আশা করি শিশুদের এ বিষয়টির একটি সুন্দর সমাধান পাবে।

 

12006131_959441557450863_4570545867731630285_n

উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় এনসিটিএফ জেলা কমিটি ৪নং ও ১৮নং ওয়ার্ড এনসিটিএফ কমিটির সদস্যরা অংশগ্রহণ করে।