এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ১২ সেপ্টেম্বর সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে এবং জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক দায়িত্ব বাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পর্যায়ে এনসিটিএফ এর স্কুল মনিটরিং, ও স্থানীয় প্রত্রিকার প্রতিবেদনের আলোকে উঠে আসা সমস্যা এবং সুপারিশেগুলো তুলে ধরে এনসিটিএফ সদস্যরা। এ সময় শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও বিনোদন এই চারটি বিষয়ের উপর ০৮টি সমস্যার বিপরীতে ২৫টি সুপারিশ উপস্থাপন করে এনসিটিএফ। শিশুদের সমস্যাগুলো এবং সুপারিশগুলোর প্রেক্ষিতে সভার প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক  মোঃ এ জেড এম নুরুল হক বলেন, আমি সত্যই অভিভূত আমাদের জেলার শিশুদের দেখে। ব্যতিক্রমিধর্মী এই সভায় অংশগ্রহণ করতে পেরে সত্যই ভাগ্যবান মনে করছি। তোমাদের ধন্যবাদ আমাকে আজকের এই সভায় আমন্ত্রণ জানানোর জন্য। তোমাদের নিয়ে আসা প্রতিটি সমস্যার সাথে আমি একমত। প্রতিটি সমস্যার সমাধানে আমরা বর্তমানে কাজ করছি। বাকিগুলোও আমরা করবো। আমি ডিডিএলজিকে বলবো এনসিটিএফ জেলা কমিটিকে আমার সাথে আরেকটি সভার আয়োজন করতে। আমি ওদের সাথে আবার বসতে চাই। নিরাপত্তা কর্মী দ্বারা শিশুরা ইভটিজিং এর শিকার হচ্ছে  এটা দুঃখজনক। আমি আজই পুলিশ সুপারকে বলবো এই বিষয়ে ব্যবস্থা নেবার জন্য। তোমাদের আজকের সমস্যাগুলো এবং সুপারিশমালা আমাকে দিয়ে যাবে। আমরা এগুলো নিয়ে বসবো। এছাড়া সভার বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন বলেন, এনসিটিএফ জেলা ইউনিয়ন পরিষদগুলো শিশু উপযোগি কিনা দেখতে পারে। আমাদের জেলায় বাল্য বিবাহ বেড়েই চলেছে এটা নিয়েও তোমাদের কাজ করতে হবে। আমি কোন স্থানে ভিজিটে গেলে স্কুল পরিদর্শন করি। তোমাদের কথার সাথে একমত পোষণ করে আমি এখন থেকে স্কুল পরিদর্শনে অবশ্যই টয়লেটের দরজা এবং পর্যাপ্ত উপকরণ ব্যবস্থা আছে কিনা দেখবো। এছাড়া সভায় উপস্থিত ছিলেন এ. কে এম তাজকির-উজ-জামান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোহাম্মদ সাইফুল মালেক সহঃ জেলা শিক্ষা অফিসার, মোঃ সায়েদুল ইসলাম সহঃ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিরাজুল মনির আফতাবী, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, মোসাঃ শামশুন নাহার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সিভিল সার্জেন, মোঃ শফিকুল আলম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমি,  মুহম্মদ হাবিবুর রহমান সেলস্ ম্যানেজার এসএমসি, সেভ দ্য চিলড্রেন এর চাইল্ড রাইটস প্রমোটর মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত , মোহাঃ শাহ আলম সহ- সভাপতি শিশুবন্ধু প্লাটফর্ম, মোঃ মোসফিকুর রহমান সভাপতি চাঁপাইনবাবগঞ্জ মুক্তমঞ্চ, মোঃ মেহেদি হাসান সাংবাদিক দৈনিক স্বদেশ প্রতিদিন, এবং এনসিটিএফ জেলা ভলান্টিয়ার মোঃ ওয়ালিদ হাসান ও নিবেদিতা ঘোষ পূজা। এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি হুসান আবরাব আবির  এর সভাপতিত্বে ও সাধারন সদস্য মোসাঃ আজিজা কাওসারের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মোহাঃ মাসুম রেজা সিয়াম।
সর্বপরি সভায় উপস্থিত কর্মকর্তারা শিশুদের উপস্থাপিত সমস্যা গুলো তাদের সুপারিশের আলোকে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন। জেলার এনসিটিএফ কমিটিসহ মোট ১৭ জন এনসিটিএফ সদস্য এই মতবিনিময় সভায় অংশগ্রহন করে।

মেহেরপুর পৌর এনসিটিফ এর গন শুনানি অনুষ্ঠিত

মেহেরপুর পৌরসভা কতৃপক্ষের সাথে সুনির্দিষ্ট শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ-শুনানী আয়োজন করে এনসিটিএফ মেহেরপুর পৌর কমিটি। মেহেরপুর পৌরসভার কালাচাদ মিয়া মিলনায়তনে অদ্য ১২ই সেপ্টেম্বর এনসিটিএফ সভাপতি মুশফিকুর রহমান রিয়াদের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর সভার সম্মানিত মেয়র জনাব মাফফুজুর রহমান রিটন। এছাড়াও অত্র পৌর সভার সম্মানিত প্যানেল মেয়র, কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সিসিজি প্রতিনিধি,  সিবিও প্রতিনিধি, এসএমসি প্রতিনিধি, সাংবাদিক, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তাগণ এবং এনসিটিএফ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এনসিটিএফ এর মনিটরিং প্রতিবেদনের সংগৃহিত তথ্যের ভিত্তিতে পৌর এলাকার শিশুদের   প্রধান ৪টি ইস্যু যথা শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য এবং বিনোদন বিষয়ে উন্নয়নযোগ্য বিষয়গুলো এবং তার আলোকে সুনির্দিষ্ট সুপারিশ অতিথিদের মাঝে সমাধান কল্পে তুলে ধরেন। মেহেরপুর থেকে সেভ দ্য চিলড্রেনের শিশুদের জন্য কর্মসূচি বাস্তবায়নের শেষ পর্যায়ে ডেপুটি ম্যানেজার জনাব হাবিবুর রহমান স্থানীয় সরকার তথা পৌর প্রশাসনকে আগামীতে সেভ দ্য চিলড্রেনের কর্মসূচি না থাকলেও যেন শিশু বান্ধব স্থানীয় সরকার গঠনে শিশুদের কথা শোনার মত এমন আয়োজন চলমান রাখার আহবান জানান। এছাড়াও শিক্ষক ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিগণ শিশুদের দাবির সাথে একাত্বতা প্রকাশ করে প্রশাসনকে সমাধান কল্পে ব্যবস্থা নেয়ার আহবান জানান। শিশুদের উত্থাপিত উল্লেখযোগ্য সমস্যা ও সুপারিশ গুলো ছিলো বিদ্যালয়গুলোর কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানার থাকলেও তার জন্য শিক্ষক, উপকরণ এবং নিয়মিত ক্লাস আয়োজন করা। বিদ্যালয়গুলোর বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা, কিছু কিছু স্কুলের স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা, হাসপাতালের পরিচ্ছন্নতা ও চিকিৎসক সংকট দূর করা, শিশুদের মাদক থেকে রক্ষা করতে চিহ্নিত স্থানগুলোতে আইনি ব্যবস্থা নেয়া, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও আইনের বাস্তবায়ন নিশ্চিত করা, মেহেরপুর পৌর শিশু পার্ক নির্মান করা, বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার শিক্ষক ও উপকরণ নিশ্চিত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান অতিথি সম্মানিত মেয়র তার বক্তব্যে শিশুদের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিশুদের উত্থাপিত সমস্যাগুলোর কিছু কাজ ইতোমধ্যে বাস্তবায়নাধীন তা উল্লেখ করে শিশু পার্ক নির্মানে তার ব্যাকুল ইচ্ছা পোষন এবং বাল্যবিবাহ প্রতিরোধে কঠিন অবস্থান সহ অন্যান্য উন্নয়নযোগ্য দিকগুলো সমাধানে প্রতুশ্রুতি ব্যাক্ত করেন। শিশুদের এমন আয়োজনে মেহেরপুর পৌরসভা আগামীতেও পাশে থাকবে এবং শিশুবান্ধব পৌরসভা গঠনে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। আয়োজনের শেষ পর্বে সভাপতি তার সমাপনী বক্তব্যে উত্থাপিত শিশুদের সমস্যাগুলো এবং অতিথিদের দেয়া প্রতুশ্রুতিগুলো বাস্তবায়ন করার আকুল আবেদন জানিয়ে গণ-শুনানীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন।

গাইবান্ধায় জেলার দায়িত্ব বাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে জেলার দায়িত্ব বাহক কর্মকর্তাদের সাথে শিশুদের অধিকার বিষয়ক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।
গত বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা এর আয়োজন ও জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি, গাইবান্ধা ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় দায়িত্ব বাহকদের সাথে শিশুদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পর্যায়ে এনসিটিএফ এর স্কুল মনিটরিং, শিশুদের নিকট জরিপ ও স্থানীয় প্রত্রিকার প্রতিবেদনের আলোকে উঠে আসা সমস্যা এবং সুপারিশেগুলো তুলে ধরে এনসিটিএফ সদস্যরা।
এসময় শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও বিনোদন এই চারটি বিষয়ের উপর ১৭টি সমস্যা ও তার বিপরীতে ৩৫টি সুপারিশ উপস্থাপন করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ জন এনসিটিএফ সদস্য।
শিশুদের দাবির প্রেক্ষিতে সভার প্রধান অতিথি ও জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন বলেন, ইতোমধ্যে শিশুদের এসব দাবি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আমরা শিশুদের কথা, চাওয়া গুলো পূরণে চেষ্টা করবো।
এনসিটিএফ গাইবান্ধা জেলার সভাপতি মো. মেহেদী হাসান অন্তর এর সভাপতিত্বে ও চাইল্ড পার্লামেন্ট সদস্য মেহেদী হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার নাজমুল হোসেন, গাইবান্ধা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী সরকার, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা সুরাইয়া মুম তাহানা আখতার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মো: আল মাহমুদুল আলম, জেলা প্রাথমিক অফিসের মনিটরিং কর্মকর্তা মো. জাকিউজ্জামান মিয়া, বাংলাদেশ শিশু একাডেমি, গাইবান্ধা এর লাইব্রেরিয়ান রেবেকো পারভীন, জেলা মহিলা বিষয়ক দপ্তরের হিসাব কর্মকর্তা মুক্তা বানু, শিশু পরিবার এতিমখানার শিক্ষক চৌধুরী ফরিদা ইয়াসমিন, সেভ দ্য চিলড্রেন এর চাইল্ড রাইটস প্রমোটর মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, রেডিও সারাবেলার সহকারি নিউজ প্রডিউসার আফসানা আক্তার মিমি প্রমুখ।

পরে সভায় উপস্থিত কর্মকর্তারা শিশুদের উপস্থাপিত সমস্যা গুলো তাদের সুপারিশের আলোকে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।

জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে শিশুদের সাথে বড়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৭ আগস্ট রোজ মঙ্গলবার এনসিটিএফ মাদারীপুর জেলা কার্যনির্বাহী কমিটি জেলা পর্যায় শিশু অধিকার বিষয়ক মতবিনিময় সভা “শিশু সংলাপ – ২০১৯” আয়োজন করে।
মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ওয়াহিদুল ইসলাম মহোদয় এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের সম্মানিত কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় জেলা এনসিটিএফ কমিটিসহ সাধারণ সদস্য উপস্থিত থেকে তাদের সমস্যাগুলো এবং সুপারিশমালা তুলে ধরে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিশুদের পক্ষ থেকে আসা সমস্যার সমাধানের আশ্বাস দেন।

জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশুদের সাথে বড়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৮ আগষ্ট এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে বিকাল ৩টায় জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশুদের সাথে বড়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, কবীর মাহমুদ, জেলা প্রশাসক, পাবনা। সভায় জেলা এনসিটিএফ কমিটিসহ ২৩ জন সাধারণ সদস্য উপস্থিত থেকে তাদের সমস্যাগুলো এবং সুপারিশমালা তুলে ধরে। মোট চারটি বিষয়ের উপর ১১ টি সমস্যার বিপরীতে ২৫ টি সুপারিশ তুলে ধরে শিশুরা। অনুষ্ঠানের প্রধান অতিথি শিশুদের পক্ষ থেকে আসা কিছু সমস্যার তাৎক্ষণিকভাবে করে দেন। বাকিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, তাৎক্ষণিক ভাবে ফোন দিয়ে সরকারি বালিকা বিদ্যালয়ের মাঠে বাহিরাগতদের প্রবেশ বন্ধ এবং প্রোগাম শেষে পরিদর্শন। এনসিটিএফ পাবনার সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য স্বাস্থসম্মত টয়লেট নির্মানসহ স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন। স্কুল গুলোর সামনে জেব্রা ক্রসিং তৈরিতে ব্যবস্থা গ্রহণ। তাৎক্ষণিক ভাবে জেলা শিক্ষা অফিসারকে ফোন দিয়ে প্রোগামে ডেকে শিশুদের শিক্ষা বিষয়ে সমম্যাগুলো নিজে শুনে ব্যবস্থা গ্রহণ। শিশু পার্কের দাবী পূরণ। ডিসি অফিস এনসিটিএফ এর জন্য উম্মুক্ত করা। শিশুরা চাইলে যে কারো সাথে সব সময় যোগাযোগ করতে পারবে। কোন প্রকার অনুমতির প্রয়োজন হবে না। যে সকল বিদ্যালয়ের সামনে এবং স্থানে বখাটেরা মেয়েদের উতক্ত করে সেইসকল স্থান এবং বখাটেদের আড্ডা দেবার সময় নোট করে তাৎক্ষণিক মোবাইল কোর্ট করার নির্দেশ। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে  অতি শীগ্রই  পুলিশ সুপারের সহযোগিতায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করার ব্যবস্থা গ্রহণ। স্কুলগুলোতে বিশেষ ক্লাসের নামে শিশুদের উপর চাপ সৃষ্টি করা যাবে না। তাৎক্ষণিক ভাবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট মডেল স্কুলে বিশেষ ক্লাস বন্ধের ঘোষণা করেন। আগামীতে শিশুদের নিয়ে কর্মসূচীতে এনসিটিএফ কে পাশে চান জেলা প্রশাসক।  শিশুদের সাথে বড়দের এই মুখমুখি সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),  এস এম মসলেম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার,  পাবনা, ডাঃ মোঃ রহিম উদ্দিন মেধা মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, পাবনা, সুরাইয়া সুলতানা, অধ্যক্ষ, ইমাম গাযয্লী স্কুল এন্ড কলেজ ও সভাপতি শিশুবন্ধু প্ল্যাটফর্ম, মোছাঃ হেলেনা খাতুন, প্রধান শিক্ষক, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত,  সিআরপি, সেভ দ্য চিলড্রেন, মিথিলা খাতুন জেলা ভলান্টিয়ার, সাংবাদিকবৃন্দ এনসিটিএফ এর উপদেষ্টাবৃন্দ। বাংলাদেশ শিশু একাডেমি এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় রেজোয়ান খান বোরহানের সঞ্চালনায়  পুরো আয়োজনটিতে সভাপতিত্ব করেন সামানিয়া জান্নাতী শান্তা, সভাপতি এনসিটিএফ পাবনা।