ইউনিয়ন ভিত্তিক এনসিটিএফ শিশুদের মাঝে জীবন দক্ষতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আজ ১৩ সেপ্টেম্বর ২০১৫ মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নে সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিন ব্যাপি ইউনিয়ন ভিত্তিক এনসিটিএফ এর শিশুদের মাঝে এক ওরিয়েন্টেশনের আয়োজন করে ‘সেভ দ্য চিল্ড্রেন’। এ ওরিয়েন্টেশনে ‘জীবন দক্ষতা’ এনসিটিএফ এর পূর্ণ ধারনা, কর্মকাণ্ড এবং এনসিটিএফ কয়টি স্তরে কাজ করে এবং কিভাবে কাজ করে এ বিষয়ে ইউনিয়ন কমিটির সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

বস্তুত আগামী মাসের শিশু সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলার সকল ইউনিয়ন কমিটির সদস্যরা তাদের ইউনিয়নের নীতি নির্ধারনি পর্যায়ে যারা আছে যেমন, চেয়ার ম্যান মহোদয়,মেম্বারগণ,ইউনিয়নের স্কুল প্রধানগণদের সাথে বসে ঔ ইউনিয়নের শিশুদের পরিস্থিতি নিয়ে ‘মুখো মুখি’ অনুষ্ঠানের পরিকল্পনা করে তাদের বার্ষিক কর্মপরিকল্পনাতে তারই পূর্ব প্রস্তুতির জন্য এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এ ওরিয়েন্টেশনকে আমরা ইউনিয়ন ভিত্তিক মিনি পার্লামেন্ট ও বলতে পারি। এ ওরিয়েন্টেশনে সার্বিক সহযোগিতা করেন সেন্ট্রাল ইয়ুথ ভলিন্টার ‘শাইদুল ইসলাম শান্ত’।