খুলনায় এনসিটিএফ মিডিয়া দলের মিডিয়া মনিটরিং প্রশিক্ষণ শুরু !

21082014103427amfor_news_mediaন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) এর খুলনা বিভাগীয় পর্যায়ে আজ থেকে শুরু হয়েছে ২দিন ব্যাপি মিডিয়া মনিটরিং প্রশিক্ষণ। ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইতিমধ্যে ৬৪ জেলায় এনসিটিএফ শিশু সাংবাদিকদের শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত করেছে। মিডিয়া মনিটরিং বিষয়ক প্রশিক্ষণটি ঢাকা বিভাগীয় পর্যায়ে সমাপ্ত হয়েছে এবং খুলনা বিভাগীয় পর্যায়ে শুরু হয়েছে। খুলনা এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০ জন শিশু সাংবাদিকসহ খুলনা জেলার ৫ জন এনসিটিএফ সদস্য অংশগ্রহন করেছে। প্রশিক্ষণ সম্পর্কে এমএমসি এর প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী জানান এই ট্রেনিং এ শিশু সাংবাদিকদের মিডিয়া মনিটরিং এর বিষয়ে সামগ্রিক ধারণা প্রদান করা হবে। এছাড়াও তাদের মিডিয়া মনিটরিং প্রক্রিয়া অনুশীলন করানো হবে যাতে সকলে জেলা পর্যায়ে শিশু অধিকার বিষয়ক মিডিয়া মনিটরিং করতে পারে এবং কেন্দ্রীয় পর্যায়ে নিয়মিত রিপোর্ট প্রদান করতে পারে। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এমএমসি’র মিডিয়া মনিটরিং দলের সদস্য রুবেল হোসাইন, সেভ দ্য চিলড্রেন এর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক মিদুল ইসলাম মৃদুল এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ।