এনসিটিএফ ঢাকা জেলার রায়ের বাজার কমিটি গঠন

ন্যশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) ঢাকা জেলার অধীনে রায়ের বাজার কমিটি গঠন। আজ ৯ই সেপ্টেম্বর রাজধানীর রায়ের বাজারে সেভ দ্যা চিলড্রেন এর ‘শিশুদের জন্য’ কর্মসুচির অধীনে শিশুদের অংশগ্রহনে সকাল ১০টা থেকে দিন ব্যাপী এনসিটিএফ রায়েরবাজার কমিটি গঠন এর জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

এনসিটিএফ রায়বাজার কমিটির নির্বাচন পরিচালনায় ছিলেন এনসিটিএফ ঢাকা জেলা কার্যনির্বাহি কমিটির সভাপতি ফাতেমা সিদ্দিকা রীমা এবং সাধারন সম্পাদক সৈকত হাসান শাওন এবং তাদের সার্বিক সহযোগিতায় ছিলেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার জান্নাতুল ইসলাম রাহাদ এবং মমতাজুল ইসলাম রুমন। এছাড়াও নির্বাচন পরিদর্শক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের ব্যবস্থাপক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) ও সেভ দ্যা চিলড্রেন এর কর্মকর্তাগন।এনসিটিএফ রায়েরবাজারের ১১ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটিকে শপথ গ্রহন ও দায়িত্ব অর্পন অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সভাপতি ফাতেমা সিদ্দিকা রীমা। নব-নির্বাচিত কমিটি আগামী দুই বছরের মেয়াদে কাজ করবেন।

শিশু অধিদপ্তর করার দাবীতে কিশোরগঞ্জে স্মারকলিপি প্রদান

তনিমা রব তোড়া : গত ৮ সেপ্টেম্বর রোর বুধবার শিশু একাডেমীকে শিশু বিষয়ক অধিদপ্তরে রুপান্তরের দাবীতে  কিশোরগঞ্জে জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মহোদয়ের নিকট শিশু ও অভিবাবকদের সম্মতি সরুপ শিশুদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করে ৷এ সময় সেখানে উপস্থিত ছিল এনসিটিএফ কার্যকরী  কমিটির শিশু সাংবাদিক, শিশু গবেষক, ভলান্টিয়ার এবং সদস্য সহ আরো অনেকে ৷ স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের সাথে সৌজন্য আলোচনা করা হয় ৷