উপযুক্ত পারিশ্রমিক পায় না শিশু শ্রমিকরা

 জাওয়াদুল করিম জীসান: সকাল ৯টা থেকে দীর্ঘ ১২ ঘন্টা পরিশ্রম করেও উপযুক্ত পারিশ্রমিক পায় না বগুড়ার প্রেস পট্টির শিশু প্রেস শ্রমিকরা।বড়দের মত একই পরিশ্রম অথবা কখনো অধিক পরিশ্রম করেও শিশু শ্রমিকরা পায় না সম পরিমান পারিশ্রামিক।

সরেজমিনে ঘুরে বেশ কিছু শিশু শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, শহরের শাপলা মার্কেট ও প্রেস পট্টির শিশু প্রেস শ্রমিক প্রায় দু’শো।এদের অধিকাংশের বয়স ১২-১৬ বছর।এরা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সপ্তাহে মাত্র ৭০টাকা,মাসে ২৫০ টাকায় শ্রম দেয়।অথচ একই পরিশ্রম ও সময়দানকারী বড় শ্রমিকরা পায় এদের তুলনায় ৫-৭ গুন পারিশ্রমিক।ফলে উপযুক্ত পারিশ্রমিক থেকে অমানবিক ভাবে বঞ্চিত হচ্ছে এসব শিশু শ্রমিকরা।

সুদূর গাইবান্ধা থেকে এসে কাজ করা শিশু শ্রমিক রনি(১২)জানায় তার সাপ্তাহিক বেতন ৭০ টাকা।এক কাগজের দোকানে কাজ করে সে।একই দোকানে একই কাজের বড় এক শ্রমিকের মাসিক বেতন ২,৫০০ টাকা।শুধুমাত্র ছোট বা শিশু হবার কারনে তাকে এত অল্প পারিশ্রমিক দিয়ে থাকেন মহাজন।অথচ তাকে কাজ করতে হয় তুলনামুলক বেশি।

শাপলা মার্কেটের  শিশু শ্রমিক মিলন(১১) জানায় প্রতিদিন সকালে এসেই মেশিন ও ঘর পরিষ্কার,সারা দিন মেশিন চালকের সহযোগি হয়ে কাজ,দুপুরের রোদে প্রেস পট্টি থেকে চারমাথা এলাকার মহাজনের বাড়ীতে গিয়ে খাবার আনা সহ সার্বক্ষণিক ব্যস্ত এ শিশুটির মাসিক বেতন মাত্র ৩৫০ টাকা।অথচ অন্যান্য বড় শ্রমিকদের মাসিক বেতন ২০০০/৩০০০টাকা।এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রেস শ্রমিকের কাছে জানা যায় ছোট শিশু শান্ত ও অল্পেই তুষ্ট থাকায় শিশু শ্রমিকরা এর কোন প্রতিবাদ করেনা।ফলে এমন অসম পারিশ্রমিক ব্যবস্থা থেকেই যাচ্ছে।“এত অল্প টাকায় কেন কাজ কর বা অন্যান্যদের মত বেশি টাকা দাবি করোনা কেন?”এমন প্রশ্নের উত্তরে শিশু শ্রমিক মাসুদ(১৩) জানায়,“বেশি চাইলেই মহাজন ক্ষেইপা যাবি,কাজেত্থেকা বাদ দিবি বলে ভয় দেখায়।মহাজন কয়,না পোষালে চলে যা।কিন্তু কাজ তো করা লাগবিই,তাই করি।” শাপলা মার্কেটের  এই শিশু শ্রমিক আরও জানায়,বেশি কাজ থাকলে রাতে অভারটাইম কাজ হয়।কখনও রাত ১-২টা পর্যন্ত মেশিন চলে।কিন্তু অতিরিক্ত কাজ করলে বড় শ্রমিকদের বেশি টাকা দেয়া হলেও তারা পায় না।মহাজনকে বললে কাজে ভুল করা,কাজ না করা,এক দিন না আসা,দেরিতে আসা,ছোটখাটো ক্ষতি সহ নানান দোহাই দিয়ে পার করে দেয়।তাই পরবর্তীতে আর কোনদিন চাওয়ার সাহস পাওয়া যায় না।

এদিকে ১৮ বছরের কম বয়সী হওয়ার কারনে প্রেসপট্টি শ্রমিক সমিতির সদস্য না হওয়ায় এরা কোন দাবি ,প্রতিবাদ বা চাহিদা জানাতে পারে না।ফলে সমপরিমাণ পারিশ্রমিক পায় না।আর বড় শ্রমিকরাও অসচেতন থাকায় এদের জন্যে কোন দাবিও ওঠে না।তৈরি হয় না কোন নীতি নির্ধারনী।অপর দিকে শ্রমিক সংগঠনের সদস্য হওয়া শ্রমিকরা আহত বা অসুস্থ হওয়া ও অন্যান্য প্রয়োজনে সমিতি থেকে আর্থিক সহযোগিতা পেলেও এরা তা থেকেও বঞ্চিত।অথচ তুলনামুলকভাবে শিশু শ্রমিকরাই বেশি অসুস্থ বা আহত হয়ে থাকে।এত কম পারিশ্রমিকের ব্যাপারে কথা বললে বেশ ক’জন বড় শ্রমিক জানায়,“ছোটদের বেতন বাড়ানো তো দূরের কথা ,বেশির ভাগ মালিকই শিশু শ্রমিক নিতেই বেশি আগ্রহী হয় কম বেতন দেওয়ার জন্যে।তারা দেখেনা সে কতটুকু পরিশ্রম করল,দেখে তাদের বয়স।”

প্রেস শ্রমিক সমিতির নব নির্বাচিত সভাপতিকে শ্রমিকদের এমন বৈষম্যের কথা জানালে তিনি তা স্বীকার করে বলেন,সত্যিই শিশু শ্রমিকরা বড়দের সমান অথবা কখনও বেশি পরিশ্রম ও সময় দেয়,কিন্তু মহাজনরা তাদের উপযুক্ত টাকা দেয় না।আর সমিতির সদস্য না হওয়ার কারণে তাদের অধিকারের ব্যাপারেও কেউ কোন মুখ খুলেনা।তাদের মজুরি সমান হওয়া উচিত।তিনি আরও জানান,শিশু শ্রমিকদের এ ব্যাপারে অচিরেই তারা ব্যবস্থা নেবেন এবং শিশু শ্রমিকদেরও সমিতির সদস্য পদ দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।তাঁর সাথে কথা বলে জানা যায়,শ্রমিক সমিতির নিবন্ধনকৃত সদস্য সংখ্যা প্রায় ৫’শ।সকল বিভাগ মিলে মোট শ্রমিক সংখ্যা প্রায় ১৫০০ জন।এর মধ্যে শিশু শ্রমিকের সংখ্যা চার ভাগের এক ভাগেরও বেশি।এই শিশু শ্রমিকরা কি তাহলে পাবে না তাদের ন্যায্য পারিশ্রমিক?

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ

11903742_742513792524575_2100604920638894212_n

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। ঈদে বড়দের পাশাপাশি ছোটরা সবচেয়ে বেশি ঈদের আনন্দ করে থাকে। আর তাদের আনন্দের প্রথম বিষয়টি হচ্ছে নতুন জামা। কিন্তু আথিকভাবে অনেক পরিবার অসচ্ছলতার কারনে অনেকেই তাদের শিশুদের নতুন জামা কিনে দিতে পারেনা। তাই ঐ সব পরিবারের শিশুদের কিছুটা ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জাতীয় শিশু টাস্কফোস (এনসিটিএফ) ভোলা জেলা কমিটির উদ্যোগে এবং পৌর মেয়র মনিরুজ্জামান মনির এর সহযোগিতায়“একটি জামা একটি হাসি’ স্লোগান নিয়ে ঈদ বস্ত্র বিতরন করা হয়।

আজ শুরু হলো বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিফ্রেশার প্রশিক্ষন।

১১সেপ্টেম্বর,  আদাবর,  ঢাকা :

শিমুল আহমেদ তরঙ্গ : আজ থেকে শুরু হলো এনসিটিএফ বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিেফ্রশার প্রশিক্ষন। মনসুরাবাদ SPED-RRTC প্রশিক্ষন কেন্দ্র ২ দিন ব্যাপি এই প্রশিক্ষনের আয়োজন করে ম্যাসলাইন মিডিয়া সেন্টার ( এম এম সি)  ; প্ল্যান বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং সেভ দ্য চিলড্রেন। সাতটি বিভাগের বিগত আইসিটি এন্ড ডকুমেন্টেশন প্রশিক্ষনের বাছাইকৃত ১৪ জন অংশগ্রহণকারীদের  এডভান্স প্রশিক্ষনের জন্য আয়োজন করা হয়।
সকাল ৯:০০ টায় ম্যাসলাইন এমএমসি এর প্রকল্প সমন্নয়কারী  মৃন্ময় মহাজন , এমএমসি এর প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী এবং সেভ দ্য চিলড্রেন এর আইসিটি, মিডিয়া ও ললেজ ম্যানেজমেন্টের ম্যানেজার শারমিন আফরোজা  অংশগ্রহণকারীদের  পরিচয় পর্বের মাধ্যমে প্রশিক্ষনের সূচনা করেন।

এরপর প্রধান প্রশিক্ষক ‘ সাদমান সাকিব সর্ব ‘ প্রশিক্ষনের মূল পর্ব শুরু করেন।  প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের ওয়েবসাইট , ওয়েবপেজ এর উপর আলোচনা করা হয় । এরপর এনসিটিএফ ওয়েবসাইট (www.nctfbd.org)  এর ম্যানেজমেন্ট এর উপর আলোচনা করা হয় । আজকে প্রশিক্ষনের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল সন্ধ্যায় প্রশিক্ষন শেষ হবে।

মেহেরপুরের গাংনী উপজেলার এনসিটিএফ সদস্যদের শিশু অধিকার লইফ স্কীলস ও নিউজলেটার প্রকাশনা বিষয়ক ৪ দিন ব্যাপি প্রশিক্ষন

আগামীকাল 11/9/15 তাং শেষ হবে ৪ দিন ব্যাপি মেহেরপুরের গাংনী উপজেলার এনসিটিএফ সদস্যদের ‘লাইফ স্কীল্স ও নিউজলেটার প্রকাশনা বিষায়ক প্রশিক্ষণ।

মেহেরপুরের গাংনী উপজেলার এনসিটিএফ সদস্যদের শিশু অধিকার লইফ স্কীলস ও নিউজলেটার প্রকাশনা বিষয়ক ৪ দিন ব্যাপি প্রশিক্ষন শেষ হবে আগামীকাল।প্রশিক্ষণে অংশগ্রহন করেগাংনী উপজেলার এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির সদস্যরা প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করে পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি।গত ০৮-০৯-২০১৫ ইং তারিখে শুরু হয় ০৪ দিন ব্যাপি প্রশিক্ষন।প্রশিক্ষক হিসাবে ছিলেন, সেন্ট্রাল ইউথ ভোলিন্টিার ‘শান্ত মুহাম্মদ শহিদুল ইসলাম’ উদ্বোধনী অনুষ্ঠানের দিনে উপস্থিত ছিলেন নারগিস পারভীন মুক্তি(ডেপুটি প্রজেক্টর), মৃদুল সরকার (সিনিয়ার টেকনিকাল অফিসার), শুনীল কুমার রায় (প্রজেক্ট ডাইরেক্টর)।

এনসিটিএফ টাঙ্গাইল এর মাসিক সভা অনুষ্ঠিত

কাজী ফারহানা রাহা : আজ টাঙ্গাইল এনসিটিএফ এর মাসিক সভা  অনুষ্ঠিত হয়েছে । আজ সকাল ১০ টায় টাঙ্গাইল শিশু একাডেমী তে মাসিক সভা টি অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সভাপতি কাজী ফারহানা রাহা শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সভা শুরু করেন।  সভার শুরুতেই সদ্য শিশু গবেষক প্রশিক্ষন প্রাপ্ত সানজিদা ও রাহিম তাদের অভিজ্ঞতা,  অর্জন এবং তাদের প্রশিক্ষনের বিষয়ে আলোচনা করেন।

আজকের সভার আলোচ্যবিষয় সমুহ ছিলো :

১. শিশুঅধিকার সপ্তাহ উদযাপন

২.নতুন সদস্য সংগ্রহ

৩.স্কুল কমিটি গঠন

৪.হাসপাতাল পরিদর্শন

৫.মায়ানমার সমুদ্রপথ থেকে উদ্ধারকৃত শিশু পরিদর্শন।

১নং আলোচ্য বিষয়ানুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় যে,শিশু অধিকার সপ্তাহে এন সি টি এফ,টাংগাইল একটি পাবলিক হিয়ারিং এর আয়োজন করবে।২ও৩ নং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় যে,পুলিশ লাইনস স্কুল, টাংগাইল থেকে নতুন সদস্য সংগ্রহ করা হবে এবং স্কুল কমিটি গঠন করা হবে। ৪নং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় সেপ্টেম্বর ১৪,২০১৫ তারিখে হাসপাতাল পরিদর্শন করতে যাওয়া হবে।৫নং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় ঈদের পর উদ্ধারকৃত শিশুকে দেখতে যাওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন- এন সি টি এফ,টাংগাইলের সভাপতি কাজী ফারহানা তাসমিন, সাধারণ সম্পাদক মোঃ সাকিব,যুগ্ম সা: সম্পাদক আনিকা,সাংগঠনিক সম্পাদক কেয়া,শিশু গবেষক সানজিদা ও রাহিম,শিশু সাংবাদিক ফাহিম ও জেমী,চাইল্ড পার্লামেন্ট মেম্বার রাফি এবং সাধারণ সদস্য প্রান্ত,সানিয়া,আবিদ,আরাফাত। আরও উপস্থিত ছিলেন- সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার শামীম আহমেদ এবং জেলা ভলান্টিয়ার আরাফ আল জামান ও নাজমা আক্তার।
পরিশেষে,সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।সকলের সার্বিক সহায়তায় এবং অংশগ্রহণে সভা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।