সাতক্ষীরা জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা ২০১৭ অনুষ্ঠিত

২৯ জানুয়ারি ২০১৭ এনসিটিএফ সাতক্ষীরা জেলার উদ্দ্যোগে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা ২০১৭ অনুষ্ঠিত হয়। এনসিটিএফ জেলা সভাপতি শাহরিন দিশুর সভাপতিত্বে ও জেলা সাধারন সম্পাদক সাইব হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শেখ আবু জাফর মো: আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সাতক্ষীরা। জেলা কমিটির সদস্য ছাড়া ও জেলা এনসিটিএফ এর প্রায় শতাধিক শিশু অংশ গ্রহন করে। আগামী এক বছরের বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রফিকুল ইসলাম,নাসির উদ্দিন,জেলা ভলেন্টিয়ার আরিফুর রহমান জেমস,এনসিটিএফ এর হাসান, মামুন, রোকাইয়া, শেখ আল আকিব, সুমাইয়া, তরিকুল ইসলাম, অর্পিতা দাশ, মরিয়ম খাতুন, স্নেহা,পূাজা দাশ প্রমুখ।

এনসিটিএফ শেরপুর জেলার হাসপাতালে শিশু ওয়ার্ড পরিদর্শন

০৯ই জানুয়ারি রোজ সোমবার এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী সদস্যবৃন্দ তাদের মাসিক কর্ম পরিকল্পনা অনুযায়ী জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শনে যায়। জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে জানা যায় যে হাসপাতালের শিশু ওয়ার্ডে মাএ ১৪ টি বেড আছে এবং সবগুলোতেই মা ও শিশু রয়েছে এবং আরও দেখা যায় হাসপাতালের মেঝেতে আর ৬টি বেড রয়েছে । তবে এই বেডের অবস্থা অত্যন্ত শোচনীয় । হাসপাতালে রোগীদের নার্সেরা ঠিকমত সেবা দিচ্ছেন কী না জানতে চাইলে তারা বলেন যে নার্সেরা তাদের ঠিক মত সেবা দিচ্ছেন। রোগীদের মধ্যে অনেকেই অভিযোগ করেন যে হাসপাতালে ডাক্তার মাএ এক বেলা করে আসেন। কিন্তু নিয়ম অনুযায়ী ডাক্তার আসার কথা দুই বার করে । তাই  বিষয়টি কিছু নার্সেদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন এটাই এই হাসপাতালের নিয়ম যে, ডাক্তার শুধু একবারই আসবেন। পরিশেষে একজন মেডিকেল অফিসারকে এইসব বিষয় এবং নিচে বেডের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন হাসপাতালে মোট বেডের সংখ্যা ১০০টি কিন্তু রোগী ভর্তি আছে প্রায় ২৫০জন ।তিনি আরও বলেন যে হাসপাতালে একটি নতুন ভবন তৈরি করা হচ্ছে ২৫০ শয্যা বিশিষ্ঠ এবং সেটি তৈরি হয়ে গেলে আর এই সমস্যা গুলো থাকবে না। পরিশেষে বিষয়টি সঠিক গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।

মৌলভীবাজারে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার শিশু অধিকার পরিস্থিতি এবং এনসিটিএফ কার্যক্রম অবহিত করার লক্ষ্যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স, মৌলভীবাজার জেলা কমিটি ও স্কুল কমিটির সাথে আজ মৌলভীবাজার জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণের সাথে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এনসিটিএফ জেলা কমিটির সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে শিশু গবেষক জেনি রহমান। এরপর এনসিটিএফ’র কার্যক্রম সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনে ছিল জেলা ভলান্টিয়ার রোমেনা চৌধুরী ও কামরুল ইসলাম এবং এনসিটিএফ সদস্য মাহফুজুর রহমান মাহদী।

সাংবাদিকগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, প্রথম আলোর আকমল হোসেন নিপু, সাপ্তাহিক পাতাকুঁড়ি দেশ পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম শেফুল, দৈনিক ইত্তেফাকের নজরুল ইসলাম মুহিব, দেশ টিভি ও ভোরের কাগজের সালেহ এলাহি কুটি, দৈনিক খবরপত্রের শ ই সরকার জবলু, বাংলাদেশ সময় ও পূর্বদিকের মুজাহিদ আহমদ এবং ডিবিসি নিউজের পান্না দত্ত। এনসিটিএফের কার্যক্রমের সাথে আরো একাত্মতা পোষণ করেন বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, জিবি নিউজের মাহবুবুর রহমান রাহেল, দৈনিক সিলেট বাণীর মশাহিদ আহমদ, দৈনিক সংবাদ প্রতিদিনের আলী হোসেন রাজন, মোঃ আব্দুর রব, মাধুরী মজুমদার, ফরিদ আহমেদ প্রমুখ। পরিশেষে মৌলভীবাজার জেলাকে শিশু অধিকার লংঘনমুক্ত ও শান্তিপ্রিয় একটি জেলা প্রতিষ্ঠায় সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করে সভাপতি তারেক আজিজ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।