জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, শিশু গবেষণা ও শিশু সাংবাদিকতা বিষয়ক মিডিয়া ও ওয়েব সাইট বিষয়ক প্রশিক্ষণ

গত ১৩ ও ১৪ ই নভেম্বর ২০১৮ এনসিটিএফ মাদারীপুর জেলার আয়োজনে সম্পন্ন হ‌লো ২ দিন ব্যা‌পী জেলা পর্যা‌য়ে শিশু অ‌ধিকার প‌রি‌স্থি‌তি ম‌নিট‌রিং, ‌শিশু গ‌বেষনা ও শিশু সাংবা‌দিকতা, মি‌ডিয়া ও এন‌সি‌টিএফ ও‌য়েব সাইট বিষয়ক প্র‌শিক্ষণ কর্মশালা।

সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বাংলা‌দেশ শিশু একা‌ডেমীর সহযোগিতায় দু‌ই দিন ব্যা‌পি এই প্রশিক্ষন  কর্মশালার সার্বিক সমন্বয় ক‌রেন মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শহীদুল ইসলাম মুন্সী। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ ক‌রে মাদারীপুর জেলা এন‌সি‌টিএফ এর কার্য‌নির্বাহী ক‌মি‌টি, স্কুল কমিটি ও সাধারন সদস্য সহ মোট ৫৬ জন। প্রশিক্ষনটিতে সহ‌যো‌গীতা ক‌রেন মাদারীপু‌রের বিশিষ্ট সাংবাদিক জনাব শাহজহান খান (দৈ‌নিক ইত্তেফাক) ও জনাব জ‌হিরুল ইসলাম খান (এটিএন নিউজ),  জনাব  আ‌তিকুর রহমান আতিক এবং এন‌সি‌টিএফ মাদারীপুর জেলা ভ‌লা‌ন্টিয়ার দিপা আক্তার মুন্নী।
উক্ত আয়োজনটির সঞ্চালনা করেন মাদারীপুর জেলা কার্য‌নির্বাহী ক‌মি‌টির চাইল্ড পার্লামেন্ট সদস্য ফাহ‌মিদা মেহবুবা নয়না।
দুই দিন ব্যা‌পী প্রশিক্ষণ কর্মশালায় শিশু‌দেরকে সাংবা‌দিকতা, শিশু অধিকার পরিস্থিতি গ‌বেষণা ও এনসিটিএফ ও‌য়েবসাইট সহ বি‌ভিন্ন বিষ‌য়ে আলোচনা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

প্রশিক্ষনের সমা‌প্তি‌তে মাদারীপুর জেলা এন‌সি‌টিএফ কার্যনির্বাহী ক‌মি‌টির সভাপতি অংশগ্রহনকারী ও সহযোগী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অংশগ্রহনকারীরা স্বতঃস্ফর্ত ভাবে প্রশিক্ষনটিতে অংশগ্রহন করে এবং অংশগ্রহনমুলক প্রশিক্ষণ সার্টিফিকেট অতিথিদের নিকট থেকে গ্রহন করে। তারা এ ধরনের উন্নয়ন মুলক আয়োজন আরো প্রত্যাশা করেন।

শুরু হতে যাচ্ছে বিভিন্ন বিষয়ের উপর জেলা ভলান্টিয়ারদের ToT প্রশিক্ষণ

আগামী ২৩ ও ২৪ নভেম্বর ২০১৮ এবং ২৬ ও ২৭ নভেম্বর ২০১৮ তারিখে ইউএসটি ট্রেনিং সেন্টার, আদাবর, মোহাম্মদপুর ঢাকায় জেলা ভলান্টিয়ারদের ২ দিন ব্যাপি ২টি পৃথক ব্যাচে প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশু অধিকার, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, রিপোর্টিং, এ্যাডভোকেসী, নিউজলেটার প্রকাশনা এবং এনসিটিএফ অপারেশন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে জেলা ভলান্টিয়ারবৃন্দ তার নিজ এলাকায় প্রশিক্ষণ প্রদানের জন্য পরিকল্পনা তৈরি করবে। সে মোতাবেক সংশ্লিষ্ট জেলার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও সেন্ট্রাল ইয়্যুথ ভলান্টিয়ার এর সহযোগিতায় নিজ জেলায় এনসিটিএফ সদস্যদের প্রশিক্ষণটি প্রদান করবেন এবং সেভ দ্য চিলড্রেন এর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। উল্লেখ্য সেভ দ্য চিলড্রেন এর পক্ষ থেকে জেলা পর‌্যয়ে প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরন সরবরাহ করা হবে।  

প্রশিক্ষণে বিশেষ প্রয়োজনে দায়িত্বে থাকবেন:  মো: মজিবুর রহমান তালুকদার, ম্যানেজার- প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র, উন্নয়ন সাহায্য টিম (ইউএসটি), বাড়ি নং- ৯৯২, রোড নং- ১৬, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭। মোবা: ০১৭১৬০৩৭০২০, ০১৯১২৫৪৮০১৫।

উন্নতির পথে শিশু ওয়ার্ডসহ পুরো গাইবান্ধা সদর হাসপাতাল

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার আধুনিক সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছে। গত ২৬ সেপ্টেম্বর, দুপুরে এনসিটিএফ সদস্যরা এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে। পরিদর্শনকালে শিশু ও নবজাতক ওয়ার্ডের ২৬ টি বেডের বিপরীতে ১৮ জন শিশু রোগী ভর্তি ছিল। যাদের অধিকাংশই শিশু টাইফয়েড, জ্বরে আক্রান্ত। এছাড়াও হাসপাতালের বহিঃ বিভাগে প্রতিদিন প্রায় ২০০ জন শিশু রোগী চিকিৎসা সেবা নেয় বলে জানান দায়িত্বরত মেডিকেল অফিসার।

পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা শিশু ওয়ার্ডের প্রতিটি কক্ষে যান এবং টয়লেটসহ ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পান, পরে এনসিটিএফ সদস্যরা রোগীর স্বজনদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা জানতে চান। এ সময় তারা জানান হাসপাতালের পরিবেশ একটু ভালো হয়েছে। প্রতিদিন সকালে ও বিকেলে দুইবার ওয়ার্ড পরিস্কার করা হয়, কিছু ঔষধ হাসপাতাল থেকে দেয় আবার কিছু বাহির থেকে কিনতে হয়। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা আরো বৃদ্ধির দাবি জানান তারা।

পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা রোগীর স্বজনদেরকে নির্ধারিত জায়গায় ময়লা ফেলার জন্য এবং পরিবেশ সুন্দর রাখার অনুরোধ জানায়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ সভাপতি মেহেদী হাসান অন্তর, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, শিশু সাংবাদিক রিফাইত হোসেন বিদ্রোহ, চাইল্ড পার্লামেন্ট সদস্য মেহেদী হাসান, জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার ও শ্রাবনী রহমান প্রমুখ।

গাইবান্ধায় স্ব-উদ্যোগে এনসিটিএফ সদস্যদের প্রশিক্ষণ

শিশু অধিকার বাস্তবায়নকারী জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে এনসিটিএফ সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
গত (৭ নভেম্বর) বুধবার বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা এর মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন এর চাইল্ড রাইটস্ প্রমোটর (সিআরপি) মোস্তাফিজুর রহমান সৈকত।
দিনব্যাপী প্রশিক্ষণে এনসিটিএফ সদস্যদের জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, শিশু অধিকার সনদ, গল্প/কেইস স্টোরি লেখা, শিশু সাংবাদিকতা, এনসিটিএফ বিষয়ক ও এনসিটিএফ ওয়েব সাইট বিষয়ক ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় এনসিটিএফ এর জেলা কার্যনির্বাহী কমিটি ও স্কুল কমিটির ১৮ জন সদস্য অংশগ্রহণ করে।

মাদারিপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির নভেম্বর মাসের মাসিক মিটিং

গত ৬-১১-২০১৮ ইং তারিখে মাদারিপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির নভেম্বর মাসের মাসিক মিটিং সম্পন্ন হয়। উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন মাদারিপুর জেলার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম মুনসী, এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন সভাপতি তাবাসসুম ইসলাম আনিকা এবং একই সাথে চাইল্ড পার্লামেন্ট সম্পর্কে অভিঙ্গতা শেয়ার করেন সহ-সভাপতি মেহেদী হাসান অপু। সভার আলোচ্য বিষয় সমূহ হলো:
*স্কুল কমিটি গঠন।
*স্কুল কমিটির সাথে সভা।
*পত্রিকা প্রকাশনা।
*চাইল্ড ফ্রেন্ডলি প্লাটফর্ম তৈরি।
সাংবাদিক ট্রেনিং এর ব্যবস্থা সিদ্ধান্ত সমূহ হলো: *আগামী ৮ই নভেম্বর আলজাবির হাই স্কুলে স্কুল কমিটি গঠন *১০ই নভেম্বর সামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ে স্কু্ল কমিটি গঠন *আগামি ১৯ই নভেম্বর চাইল্ড ফ্রেন্ডলি প্লাটফর্ম তৈরি এবং শিশু সাংবাদিকতার ট্রেনিং এর আয়োজন *৩০ ই নভেম্বর এর মধ্যে নিউজ জমা দেয়ার জন্য আহ্বান সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন সভাপতি।
তাবাসসুম ইসলাম আনিকা সভাপতি, এনসিটিএফ, মাদারিপুর।

শিশু বান্ধব প্লাটফর্ম’র অভিষেক এবং শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

মো. ইফতেখারুল ইসলাম প্রত্যাশা: গত ১৩ অক্টোবর ২০১৮ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ ও শিশু একাডেমীর যৌথ আয়োজনে শিশু বান্ধব প্লাটফর্ম এর অভিষেক এবং শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক হায়াৎ-উদ-দৌলা খাঁন, এসময় আরো উপস্থিত ছিলেন শিশুবান্ধব প্লাটফর্ম এর সভাপতি বীরমুক্তিযুদ্ধা আল-মামুন সরকার (সাধারন সম্পাদ, জেলা আওয়ামীলীগ ব্রাহ্মনবাড়িয়া),সমাজসেবক লায়ন ফিরোজুর রহমান ওলিও, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সাহেদুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক মোঃআবু সাইদ। অনুষ্ঠানের প্রথমেই প্রধান অতিথি নব নির্বাচিত শিশু বান্ধব প্লাটফর্ম এর সদস্যদের শপথ পাঠ করান। প্লাটফর্ম এর কার্যক্রম নিয়ে বক্তব্য তোলে ধরেন জেলা এনসিটিএফ সভাপতি মোঃইফতেখারুল ইসলাম প্রত্যাশা। আলোচনা শেষে শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী শিশু এবং এনসিটিএফ সদস্যবৃন্দ সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন।