গাইবান্ধা শিশু অধিকার বিষয়ে শিশুদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আজ ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধার আয়োজনেএবং জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে শিশু পরিস্থিতি বিষয়ে শিশুদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাবিবা খাতুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা পারভীন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রমোতোশ সাহা, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার মোঃ আফতাব আহম্মেদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাহ আহমেদ, আবু সুফিয়ান, এনসিটিএফ সভাপতি, মোঃ তাওহীদ-উল ইসলাম তুষার প্রমুখ।

সভায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিশু ও অভিভাবক বৃন্দ অংশ গ্রহণ করে। শিশুরা এসময় তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যার উল্লেখযোগ্য হল ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, শিশু শ্রম, বিদ্যালয়ে শারীরিক শাস্তি, বিদ্যালয় কম্পিউটার ল্যাব, লাইব্রেরী সহ, হাসপাতালের আরও পারিপার্শ্বিক বিষয় উত্থাপিত হয়। জেলা প্রশাসক শিশুদের সকল কথা গুরুত্বসহ কারে শোনেন এবং তাদের প্রস্তাব ও দাবী গুলো পর্যায় ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া ও উপজেলা পর্যায়ে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস্ত করেন।

মেহেরপুর উপজেলা কমিটির সাথে জেলা কমিটির মতবিনিময় সভা

হাসান: আজ ১০ই সেপ্টেম্বর  মেহেরপুর উপজেলা এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির সদস্যরা বাংলাদেশ শিশু একাডেমী মেমতবিনিময় সভা ছবি-২হেরপুর কার্যালয়ে জেলা কার্যনির্বাহি কমিটির সাথে এক মত বিনিময় সভার আয়োজন করে। সভা চলাকালিন সময়ে ‘সেভ দ্য চিল্ড্রেনের’ গ্লোবাল স্পন্সরশীপ রিভিউ দলের প্রতিনিধি সেভ ইউএস থেকে জ্যাকুইলিন মনোজ ও বৃটানীমস্কস এবং সেভ কোরিয়া থেকে অলিভিয়া চো আসেন। এনসিটিএফ কমিটির সদস্যরা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সভাতে উপজেলা এবং জেলা কার্যনির্বাহি কমিটির সদস্যরা এনসিটিএফ এর পূর্ণ ধারনা এবং কর্মকান্ড অতিথিদের সাথে শেয়ার করে।

আগত প্রতিনিধিবৃন্দ এনসিটিএফ কমিটির সদস্যদের বিভিন্ন প্রশ্ন করেন, যেমনঃ এনসিটিএফ শিশুদের কোন কোন বিষয় নিয়ে কাজ করে,বাল্য বিবাহ প্রতিরোধে এনসিটিএফ-এর ভূমিকা কি,বাল্যবিয়ের কারণসমুহ কি,শিশু বিকাশে কি কি বাধা তোমরা মনে কর,কাজের ক্ষেত্রে আমরা প্রশাসনিক সহযোগিতা ও অভিভাবকের সহযোগিতা পাচ্ছি কিনা এবং কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়ি কিনা ইত্যাদি। এরপর এনসিটিএফ সদস্যরা ইউনিয়ন,উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকাণ্ড ও অর্জনসমুহ তুলে ধরে। সভা শেষে মেহেরপুর জেলার সদস্যরা অতিথিদের সাথে গ্রুপ ছবি তোলে এবং সবশেষে অতিথিবৃন্দরা Visitor Book এ তাদের মুল্যবান মন্তব্য লিখেন

ময়মনসিংহ এন.সি.টি.এফ এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

মেহেদীঃ  আজ ১০ই সেপ্টেম্বর ২০১৫ বিকাল ৩.০০ টায় ময়মনসিংহ শিশু একাডেমি কার্যালয়ে ময়মনসিংহ এন.সি.টি.এফ এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে এন.সি.টি.এফ এর কার্য নির্বাহির সকল সদ্যসরা উপস্থিত ছিলেন । এবং মাসিক সভায় যে সব বিষয়ে আলোচনা করা হয় : ১. শিশু অধিকার সপ্তাহ পালন ২.নতুন সদস্য সংগ্রহন ৩.আইডি কার্ডের জন্য ছবি দেওয়া। ৪.স্কুল কমিটি গঠন। ৫.আগামী মাসের সভার দিন নির্ধারন করা।