হবিগঞ্জ এনসিটিএফ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২৮/০৯/২০১৬ তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ),হবিগঞ্জ জেলা শাখার দশম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করে (এনসিটিএফ) এর সদস্যরা। ২০০৬ সালের ২৮শে সেপ্টেম্বর  হবিগঞ্জ  জেলায় এনসিটিএফ যাত্রা শুরু করে।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী,হবিগঞ্জ জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব ইসরাত জাহান,শিশু বন্ধু বিশিষ্ট সাংবাদিক জিয়া উদ্দীন দুলাল।  আরো  উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ জেলার  ভলান্টিয়ার সামিয়া চৌধুরী  সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান আরিফ এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স,হবিগঞ্জ জেলার  সভাপতি আমিনুল ইসলাম সাকিল, এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটি ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কমিটির সদস্যরা।

 

এনসিটিএফ কিশোরগঞ্জ এর মাসিক সভা অনুষ্ঠিত

অাব্দুল্লাহ অাল অাসিফ : গত ২৩ সেপ্টেম্বর সকাল দশটায় এনসিটিএফ কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিং এ অামাদের পরবর্তী কার্যক্রম ২৯ তারিখে ডিসি অফিসের কনফারেন্স রুমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স ও মানববন্ধন বিষয়ে অালোচনা করা হয়।

বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন

বাল্য বিবাহ ও শিশুদের উপর নানা নির্যাতনের প্রতিরোধে জয়পুরহাটে শিশুদের সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) সোমবার এক সংবাদ সম্মেলন করে। জেলা শিশু একাডেমী মিলনায়তনে এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ফারজানা আক্তার লাবনী। সংবাদ সম্মেলনে এনসিটিএফ এর কার্যবিবরনি ছাড়াও জয়পুরহাটে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি বাল্য বিবাহ ও স্কুল শিক্ষক কর্তৃক দুইটি শিশু শিক্ষার্থী যৌন হয়রানির শিকারের বিষয়ে আলোচনা করা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ.দা) আখতারুল হায়দার, ওয়াল্ড ভিশন শিক্ষা প্রকল্পের কর্মকর্তা ড্যানিস তপ্ন, এনসিটিএফ এর সেন্ট্রাল ইউথ ভলান্টিয়ার নূসরাত জাহান বৃষ্টি, জেলা ভলান্টিয়ার তাপস কুমার খাঁ, বৃষ্টি দাস, সাবেক সভাপতি আল আমিন হিরা, সালেহুর রহমান সজিব প্রমুখ।

মানিকগঞ্জ জেলা এনসিটিএফ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেলো মানিকগঞ্জ জেলা এনসিটিএফ মানিকগঞ্জ জেলা কতৃক আয়োজিত এবং সেভ্য দি চিলড্রেন, প্লান ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় “শিশু অধিকার,জীবন দক্ষতা এবং এনসিটিএফ অপারেশন সম্পর্কিত দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী।”উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এবং বাংলাদেশ শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা। উক্ত প্রশিক্ষণ-এর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুমনা ইসলাম শিল্পী, সেন্টার ইউথ ভলেন্টিয়ার(CYV)। উক্ত প্রশিক্ষন কর্মসূচীতে অংশগ্রহণ করে এনসিটিএফ মানিকগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যগণ।

Manikganj NCTF committee received a capacity building training

NCTF Manikganj district committee was successfully received two days capacity building training in September 2016 on “Childs rights, Life skills, ICT, Newsletter publishing and regular NCTF operation”. The district Additional Deputy Commissioner and Children Affair Officer of Manikganj was present as the guest of the training. The Central Youth Volunteer (CYV) of Save the Children, Sumona Islam was present as an instructor of the training. NCTF Manikkganj district executive committee member and general member was participated in the training.

কুষ্টিয়া জেলার সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

 ২ সেপ্টেম্বর দুপুর ৩:৩০ টায় এনসিটিএফ, কুষ্টিয়া জেলার সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় নতুন কিছু আলোচ্য সূচী নেওয়া হয় । এ সময় সহ-সভাপতি প্রত্যেকের মতামতক্রমে কুষ্টিয়া জেলার বেশ কিছু মাধ্যমিক বিদ্যালয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেন । এছাড়াও সদস্যদের এনসিটিএফ এর প্রত্যেক মাসের কার্যক্রম সম্পর্কে অবগত করা হয় । এসময় সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ, কুষ্টিয়া জেলার সহ-সভাপতি লাইলা আদ্রিতা শবনম, সাধারণ সম্পাদক যুথিকা রাণী দাস, সহ সাধারণ সম্পাদক খন্দকার মুসাঈদ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইসরাত জাহান প্রীতি ও রিদয় আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, শিশু সাংবাদিক সুরাইয়া জান্নাত, শিশু গবেষক শাহারিয়ার রহমান ও জেরিন তাবাস্সুম এশা কার্যনির্বাহী সদস্য তানজির রহমান এবং জেলা ভলান্টিয়ার মো: শাকিল ইসলাম সহ আরো অনেকে।

The monthly meeting of NCTF Kushtia was held in September

September 2, at 3.30 pm,The monthly meeting of NCTF Kushtia was held in September. In the meeting was taken new some discussible subject. This time, the district NCTF committee member was decided to collect new members of several secondary school. NCTF committee members discuss the progress of NCTF every month’s activities. This time, NCTF committee members, Children journalist, Children researcher and District volunteer was present in the meeting.

মৌলভীবাজার এনসিটিএফ এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২৩ শে সেপ্টেম্বর ২০১৬ তারিখে এনসিটিএফ মৌলভীবাজারের মাসিক সভা মৌলভীবাজার শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়। মাসিক সভায় শিশু অধিকার সপ্তাহ উদযাপন, দি ফ্লাউয়ার্স হাই স্কুলে স্কুল কমিটি গঠন, শিক্ষাসফর ও সদস্য সংগ্রহ নিয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন, শিশু একাডেমী লাইব্রেরিয়ান ফরিদ আহমেদ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার, এনসিটিএফ জেলা কমিটির ভলান্টিয়ার জিল্লুর রহমান, রোমানা  আক্তার চৌধুরী, ভারপ্রাপ্ত ভলান্টিয়ার কামরুল ইসলাম, সভাপতি তারেক আজিজ, শিশু গবেষক শাহ সামিন সাদি ও অন্যান্যরা।

আলোচনা শেষ হওয়ার পর সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে মাসিক সভার সমাপ্ত ঘোষনা করেন।

The monthly meeting of NCTF Moulvibazar was held in September

The monthly meeting of NCTF Moulvibazar was held on Tuesday, September, 2016. All executive committee member was present in the meeting. In the meeting was taken new some discussible subject. This time, the district NCTF committee member was decided to Child Rights week celebration, Study tour & collect new members of several secondary school. Mr. Jasim Uddin, the District Children Affair Officer of Moulvibazar was present in the meeting.

পরিচয়পত্র পেল এনসিটিএফ নরসিংদীর কার্যকরী কমিটি

মোবারক হোসেনঃ গত ২২ সেপ্টেম্বর পরিচয়পত্র পেল জেলা কার্যকরী কমটির সদস্যগন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উপস্থিত সদস্যদের হাতে এই পরিচয়পত্র তুলে দেন। সম্পূর্ণ ডিজিটাল এই পরিচয়পত্রে আছে ডিজিটাল ম্যাট্রিক্স বারকোড। কার্ডটির ডিজাইন করেছেন এনসিটিএফ এর আইটি উপদেষ্টা শিমুল আহমেদ তরঙ্গ।

The monthly meeting of NCTF Narsingdi was held in September

7th September 2016, NCTF Narsingdi was enrolled new NCTF members and completed monthly meetings in September. NCTF Narsingdi executive members go to Brahmandi secondary school for collected new members. NCTF members conducted orientation session on NCTF for Brahmandi secondary school students. NCTF goal and objectives are highlighted in session by the NCTF members. Total 107 students fill up NCTF membership form.

 

নরসিংদী এনসিটিএফ এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

 ০৭-০৯-২০১৬ ইং সম্পন্ন হলো এনসিটিএফ নরসিংদী জেলার সেপ্টেম্বর মাসের মাসিক সভা এবং সদস্য সংগ্রহ। সদস্য সংগ্রহের জন্য এনসিটিএফ নরসিংদী জেলার কার্যনির্বাহী সদস্যরা নরসিংদী ব্রাহ্মন্দী মাধ্যমিক বিদ্যালয়ে যান। তার পর ব্রাহ্মন্দী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনসিটিএফ সম্পর্কে ধারনা দেওয়া হয় । এরপর এনসিটিএফ এর লক্ষ্য ও উদ্দেশ্যের কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। পরে ১০৭ জন শিক্ষার্থী স্ব-ইচ্ছাই এনসিটিএফ সদস্য ফরম পূরণ করে এনসিটিএফ এর সদস্য হন।

[ 7th September 2016, NCTF Narsingdi district was enrolled new NCTF members and completed monthly meetings on September. NCTF Narsingdi district executive members go to Brahmandi secondary school for collected new members. NCTF members conducted orientation session on NCTF for Brahmandi secondary school students. NCTF goal and objectives are highlighted in session by the NCTF members. Total 107 students fill up NCTF membership form. ]

Eid Festival – 2016

19 September 2016, NCTF Naogaon district arranged an Eid reunion and eid festival. The District Committee member invites around 20 underprivileged children in the festival. Main objective of the festival was to share the joy of Eid. The district former NCTF committee members were also invited in the festival. All NCTF members and invited children were so happy to be able to rejoice. NCTF former committee members have discussed the progress of NCTF Committee Work of the present committee activities.