কন্যা শিশুকে অবহেলা নয়

মুসাব্বির হোসেন : কন্যা একটি জাতির প্রায় অর্ধেক জনগোষ্ঠী। কন্যা বা মেয়ে ছাড়া কোন জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার উদাহরন বলা বাহুল্য। সরকারের পাশাপাশি কন্যা শিশুর পূর্ণ অধিকার নিশ্চিত করা বাবা-মার দায়িত্ব। প্রতি বছর সেক্টেম্বর মাসের ৩০ তারিখে কন্যা শিশু দিবসের কথা মনে করে দেয়। এখনো বাস্তবতায় দেখা যায় আমাদের পারিবারিক গন্ডিতেই। আমাদের পরিবারে প্রায় এখনো কন্যা শিশুর থেকে ছেলের দিকে নজরটা অন্য রকমই রয়েছে ।

আর কন্যা পায় না তার সঠিক অধিকার যা তার প্রাপ্য। এর মূল কারণটা কি এ যুগ খারাপ না কি অন্যকিছু? কিন্তু কন্যা কে যদি তার সুযোগই না দেওয়া হয় তাহলে তার প্রতিভাই বলি বা প্রাপ্য বলি সে পাবে কিভাবে ? আর জাতি কিভাবেই বা মাথা উঁচুকরে পৃথিবীর বুকে দারাবে। মেয়েদের যদি সেই সুযোগটা পরিবার থেকে পুরোপুরি ভাবে পায় তারাও দেখিয়ে দেবে সফলতা। কন্যা শিশু আমাদের উন্নয়নশীল দেশে মধ্যবৃত্ত আর নিম্নবৃত্তের পরিবারেই বেশি। সেখানে কন্যা শিশু নিজ পরিবার থেকেই বঞ্চিত হতে হতে বড় হয় তবে সে সমাজ ও পরিবারে মাথা উঁচুকরে দাড়াবে কিভাবে ? আবার শুধু বাবা-মা বা পরিবারের দোষ দিলেই হয় না ।মনে করিয়ে দেয় বেগম রোকেয়ার কথা যে তার অধিকার না পাওয়ার সে ক্ষেত্রে কন্যারো অবহেলাও রয়েছে। কারণ নিজের অধিকার পাওয়ার জন্য তাকেও সচেতন হতে হবে। এছাড়া সবচেয়ে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা হল ছোট্ট শিশু ধর্ষনের মত ঘটনা ।

তাই আগে নিজের পরিবারকে সচেতন হতে হবে । ছেলে মেয়ে বিভেদ নয় । সকলের জন্য চাই অধিকার এবং বাস্তবতা নিয়ে সামনে এগিয়ে গেলে জাতির সমাজ উন্নত এবং একুশ শতকের চ্যালেঞ্জ তা বাস্তবায়ন হবে এটাই স্বাভাবিক । এছাড়া মানুষের নৈতিক চরিত্র,মূল্যবোধের উন্নতি আবশ্যক ।