এনসিটিএফ রংপুর এর জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২৬ জুলাই সকাল ১০ টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রংপুর এর জুলাই মাসের মাসিক সভা  অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ এর  সভাপতি মোঃ আবিদ আল মারুফ এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন রংপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইমরান আলী মিঞা, মিঠাপুকুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা, সেভ দ্য চিলড্রেন এর সিওয়াইভি মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত এবং এনসিটিএফ রংপুর এর জেলা ভলান্টিয়ার। সভায় আগামী ০২ আগষ্ট জেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেয়ে শিশুদের বিনোদন ব্যবস্থার উপর  মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তার উপর যথাযথ কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করার বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিটি।

জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ – ২০১৭ এ এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার অংশগ্রহণ

২৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশ আয়োজিত ‘জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ – ২০১৭” এ জেলার শিশুদের প্রতিনিধিত্বকারী একমাত্র শিশু সংগঠন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমাবেশ উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে এনসিটিএফ ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্বকারী সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা গুলো অংশগ্রহণ করে। জেলা পুলিশ আয়োজিত বিশাল এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার এর মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি।

গাইবান্ধায় এনসিটিএফ সদস্যদের হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা:  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার আধুনিক সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছে।

গত (২৩ জুলাই) রোববার দুপুরে এনসিটিএফ সদস্যরা এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে। পরিদর্শনকালে শিশু ও নবজাতক ওয়ার্ডের ২৬ টি বেডের বিপরীতে ২২জন শিশু রোগী ভর্তি ছিল। যাদের অধিকাংশই জ্বর ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত।

পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা শিশু ওয়ার্ডের প্রতিটি কক্ষে যান এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা জানতে চান। এসময় তারা জানান হাসপাতালের নার্সরা রোগীর স্বজনদের সাথে খারাপ আচারণ করেন, অধিকাংশ ঔষধ বাহির থেকে কিনতে হয়। এছাড়া তারা আরও জানান দিনে একবার মাত্র ডাক্তার ভিজিট করেন।

এ ব্যাপারে হাসপাতালের নবাগত তত্বাবধায়ক (উপ-পরিচালক) মোসতে আরা বেগম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের এখানে এ ধরনের সমস্যা নেই।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ সভাপতি জান্নাতুল মাওয়া সোমা, সহ সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার।

রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সাথে এনসিটিএফ রায়েরবাজারের এর সভা অনুষ্ঠিত

২৬ জুলাই ২০১৭ সকাল ১১ ঘটিকায় রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের সাথে এনসিটিএফ রায়েরবাজার কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ রাযের বাজার কমিটির সভাপতি আমির হোসেন আরিফ, কার্যকরী সদস্য সুজনসহ আরো ৫ সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব মোসাম্মৎ মেহেরুননেসা, জনাব আবুল বাশার জনি  এবং বিদ্যালয়ের অনান্য শিক্ষকবৃন্দ। এই সভায় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু জাফর মোহাম্মদ হুসেইন এবং মানবিক সাহায্য সংস্থার প্রোগ্রাম অফিসার মাহবুব। উক্ত সভাটি আয়োজন করেন এনসিটিএফ রায়েরবাজার ও সমন্ধিত শিশু উন্নয়ন কর্মসূচী মানবিক সাহায্য সংস্থা । সভার অন্যতম আলোচ্য বিষয় ছিলো বিদ্যালয়ে এনসিটিএফ এর কার্যক্রম শুরু করা, সেই সাথে বিদ্যালয়ে এনসিটিএফ এর একটি স্কুল কমিটি গঠন করা। রায়েরবাজার সরকারী বিদ্যালয়ে সর্বমোট ১০০ জন সাধারণ সদস্য সংগ্রহ করা হবে এবং এই সাধারণ সদস্যদের মধ্যে থেকে নির্বাচনের মাধ্যমে এনসিটিএফ স্কুল কমিটি গঠন করা হবে। সভায় সভাপতির দায়িত্ব পালন করেন চাইল্ড কেবিনেটের সভাপতি সাকিব। আগামী ১৪ই সেপ্টেম্বর ২০১৭ বিদ্যালয়ে এনসিটিএফ কমিটি নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়। 

এনসিটিএফ শরীয়তপুর এর স্কুল ভিজিট ও ক্যাম্পেইন

পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৪-০৭-২০১৭ তারিখে সম্পূর্ণ হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুর আয়োজিত স্কুল ভিজিট ও ১ দিনের স্কুল ক্যাম্পেইন।

উক্ত অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয় এনসিটিএফ এর পরিচয়, এনসিটিএফ এর কাজ এবং শিশু অধিকার রক্ষার্থে এনসিটিএফ এর গুরুত্ব। এছাড়া নানা রকম শিক্ষনীয় গল্প এবং স্বল্প সময়ের নাটক দিয়ে সকল শিক্ষার্থীদের কাছে অনুষ্ঠানটি করে তোলা হয় মজাদার এবং আকর্ষণীয়, এর সাথে জানা হয় এনসিটিএফ নিয়ে তাদের মন্তব্য এবং দেয়া হয় এনসিটিএফ নিয়ে তাদের সকল প্রশ্নের উত্তর। 

অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন ঝুমুর আক্তার তন্নি, আসিফ ইকবাল, সাইদুল ইসলাম শুভ, আমিনুল ইসলাম, সাজেদুল ইসলাম সাহেদ।

দুটি অধিবেশন মিলিয়ে প্রায় ১৫০ শতাধিক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডি.ভি-ঝুমুর আক্তার তন্নি, সভাপতি-আসিফ ইকবাল, সাধারন সম্পাদক-সাইদুল ইসলাম শুভ, শিশু সাংবাদিক-আমিনুল ইসলাম ও শামিমা কালাম শিলা, শিশু গবেষক-সাজেদুল ইসলাম সাহেদ, শিশু সংসদ সদস্য-মারিয়া আফরিন শিমলা, সাধারন সদস্য-লামিয়া সানজিদা ও শ্রাবণী আক্তার রাণী। 

[আমিনুল ইসলাম,
শিশু সাংবাদিক, এনসিটিএফ শরীয়তপুর]

কিশোরগঞ্জ এনসিটিএফ এর জুলাই মাসের মাসিক সভা সম্পন্ন

২৩-০৭-১৭ রোজ রবিবার অনুষ্ঠিত হয়ে গেল কিশোরগঞ্জ এনসিটিএফ এর জুলাই মাসের মাসিক মিটিং। মিটিংয়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এনসিটিএফ কমিটির সকল সদস্য ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাসিনা। আরো উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার ফারুক ভাই এবং ইয়ুথ ভলান্টিয়ার শামিম ভাই। এনসিটিএফ এর সকল কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা করার জন্য উনারা আমাদের অনেক দিক নির্দেশনা দেন।

এনসিটিএফ মাদারীপুরের জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত

মুহিত ভুইয়া: গত ৫ই জুলাই এনসিটিএফ মাদারীপুর জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিশু একাডেমি কার্যালয়ে। 

সভাপতি মুহিত ভূইয়ার পরিচালনায় মাসিক সভায় আলোচ্য বিষয় সমূহ ছিল সদস্য সংগ্রহ বৃদ্ধি, স্কুল পরিদর্শন, স্কুল ক্লাব কমিটি গঠন, হাসপাতাল পরিদর্শন, জেলা প্রশাসক মহোদয় এর সাথে মতবিনিময় সহ সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজন। 

সভায় জেল কার্যনির্বাহী কমিটির সদস্য সহ জেলা ভলান্টিয়ার এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার উপস্থিত ছিলেন। এছাড়াও গ্রন্থাকার মো: রফিক উপস্থিত ছিলেন।

আলোচিত বিষয় গুলোর মধ্যে স্কুল কমিটি গঠনের সিদ্ধান্ত সহ বিবিধ বিষয় গৃহীত হয়।

সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।

এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২১ জুলাই ২০১৭ তারিখে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ কেন্দ্রীয় সভাপতি সাফায়েত জামিল। সভায় এনসিটিএফ এর কার্যক্রম বেগবান করার জন্য কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় ।
আলোচ্যসূচি :
১. ৫ টি পদের কো অপ্ট
২. প্রেস কনফারেন্স
৩. পত্রিকা প্রকাশ

সিদ্ধান্ত :
১. শিশু গবেষক দুইজন, সাংবাদিক একজন (মেয়ে) এবং চাইল্ড পার্লামেন্ট (ছেলে)  পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে জেলা কমিটির সিদ্ধান্ত ই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য হবে।
২. আগামী ১৫ আগস্ট এর ভেতরে প্রেস কনফারেন্স এবং পত্রিকা প্রকাশ সম্পন্ন হবে।

গাইবান্ধায় এনসিটিএফ এর জুলাই মাসের মাসিক সভা সম্পন্ন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা এর জুলাই মাসের মাসিক সভা সম্পন্ন হয়েছে।
গত ২০ জুলাই, বৃহস্পতিবার বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এনসিটিএফ এর সভাপতি আশিকুর রহমান শাওনের এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সাবেক সভাপতি মোঃ মনির হোসেন মিলন, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, মারফিয়া সিলভী।

সভায় উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

১. “জেলার দায়িত্ব বাহক কর্মকর্তাগণের সাথে শিশুদের অধিকার বিষয়ক মত বিনিময় সভা ২০১৭” তারিখঃ আগামী ৩১ জুলাই, ২০১৭খ্রীঃ (সম্ভাব্য সময়)
স্থানঃ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ, গাইবান্ধা।

২. স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ শিশুর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ। (২৫-০৭-২০১৭ইং)
৩. সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন ও নবাগত হাসপাতাল তত্বাবধায়কের সাথে সাক্ষাত। (২৩-০৭-২০১৭ইং)
৪. জেলা প্রশাসকের সাথে সাক্ষাত। (২৩-০৭-২০১৭ইং)
৫. ইয়ুথ ফোরাম, গাইবান্ধা ও এনসিটিএফ, গাইবান্ধা এর যৌথ উদ্যোগে ১২০০ জন শিশুর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। (১৫ আগস্ট ২০১৭ইং তারিখের মধ্যে)

এছাড়াও সভায় সভাপতি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল ও নির্বাচন করা হয়।

মুন্সিগঞ্জ এনসিটিএফ এর জুলাই মাসের মাসিক সভা সম্পন্ন

১৬-০৭-২০১৭ রোজ সোমবার বাংলাদেশ শিশু একাডেমির এনসিটিএফ সচিবালয়ে জুলাই মাসের মাসিক সভা সম্পন্ন হল।

উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন সভাপতি সজিব আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন, সহ-সভাপতি সুমাইয়া হোসেন এলিজা, ভলান্টিয়ার মহাদয় সহ সাধারন সদস্যগণ। 

সভাপতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভা শুরু করেন। উক্ত সভায় কিছু সিন্ধান্ত গ্রহন করা হয়।

যেমন, হাসপিটাল পরির্দশন, স্কুল কমিটি এবং ক্লাব গঠন, ও জেলা প্রশাসক মহাদয়ের সাথে সাক্ষাত। এবং সম্ভাব তারিখ ঘোষণা করা হয়।

পরিশেষে সভাপতি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সভা শেষ করেন।