মৌলভীবাজারে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার শিশু অধিকার পরিস্থিতি এবং এনসিটিএফ কার্যক্রম অবহিত করার লক্ষ্যে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স, মৌলভীবাজার জেলা কমিটি ও স্কুল কমিটির সাথে আজ মৌলভীবাজার জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণের সাথে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এনসিটিএফ জেলা কমিটির সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে শিশু গবেষক জেনি রহমান। এরপর এনসিটিএফ’র কার্যক্রম সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনে ছিল জেলা ভলান্টিয়ার রোমেনা চৌধুরী ও কামরুল ইসলাম এবং এনসিটিএফ সদস্য মাহফুজুর রহমান মাহদী।

সাংবাদিকগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, প্রথম আলোর আকমল হোসেন নিপু, সাপ্তাহিক পাতাকুঁড়ি দেশ পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম শেফুল, দৈনিক ইত্তেফাকের নজরুল ইসলাম মুহিব, দেশ টিভি ও ভোরের কাগজের সালেহ এলাহি কুটি, দৈনিক খবরপত্রের শ ই সরকার জবলু, বাংলাদেশ সময় ও পূর্বদিকের মুজাহিদ আহমদ এবং ডিবিসি নিউজের পান্না দত্ত। এনসিটিএফের কার্যক্রমের সাথে আরো একাত্মতা পোষণ করেন বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, জিবি নিউজের মাহবুবুর রহমান রাহেল, দৈনিক সিলেট বাণীর মশাহিদ আহমদ, দৈনিক সংবাদ প্রতিদিনের আলী হোসেন রাজন, মোঃ আব্দুর রব, মাধুরী মজুমদার, ফরিদ আহমেদ প্রমুখ। পরিশেষে মৌলভীবাজার জেলাকে শিশু অধিকার লংঘনমুক্ত ও শান্তিপ্রিয় একটি জেলা প্রতিষ্ঠায় সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করে সভাপতি তারেক আজিজ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

খুলনা জেলার দায়িত্ব বাহকগণের সাথে শিশুদের অধিকার বিষয়ক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

স্কুলের সামনে বখাটে ছেলেদের উৎপাত, স্কুলে কম্পিউটার ল্যাব থাকলেও নাই সঠিক ব্যবহার, স্কুলে অস্খাস্থ্যকর বাথরুম এমন কিছু সমস্যা নিয়ে ১৭.১২.২০১৬ তারিখ মুক্ত আলোচনার  আয়োজন করেছিল খুলনা এনসিটিএফ। মুখোমুখি অনুষ্ঠানটি বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ গিয়াস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রসাসক, (শিক্ষা ও আইসিটি), খুলনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ. এন .এম ওয়াসিম ফিরোজ (অতিরিক্ত পুলিশ সুপার), খুলনা।  জেলা শিক্ষা অফিসার , খুলনা। জনাব ফেরদৌস ওয়াহিদ, সহকারী কমিশনার, খুলনা। জনাব মোঃ আবুল আলম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ এম লিটন হাওলাদার, সভাপতি, এনসিটিএফ, খুলনা । অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মিদুল ইসলাম মৃদুল। অনুষ্ঠানে শিশুরা ‍স্কুল পর্যায়ে সমসাময়িক‍ সমস্যাগুলো অথিতিদের সামনে তুলে ধরেন এবং এর প্রতিকারের উপায় জানতে চায়। অতিথিরা ধৈর্য সহকারে সকল প্রশ্ন শোনেন এবং প্রতিকারের উপায় শিশুদের  মাঝে তুলে ধরেন। এছাড়াও তারা আশ্বাস প্রদান করেন যে – এ সমস্যাগুলো   প্রতিকারে তারা দ্রুত পদক্ষেপ  গ্রহন করবেন। এছাড়াও আলোচনা করা হয় মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ কে অন্তরভূক্ত করা হবে। খুলনা এনসিটিএফ এর প্রস্তবনায় জেলা প্রশাসন হতে তাৎক্ষনিক 01778377577  নাম্বার প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে আশ্বস প্রদান করা হয় যে এই নাম্বারে ফোন করলে তাৎক্ষনিক ভাবে সমস্যার সমাধান করা হবে। আলোচনা শেষে এইচ.এস.সি পরিক্ষায় ভাল রেজাল্ট করার জন্য খুলনা এনসিটিএফের সৌজন্যে খুলনা এনসিটিএফের ৫ সদস্যকে ক্রেস প্রদান করেন  অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিরা।

এনসিটিএফ শেরপুর জেলায় আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

১৬ এবং ১৭ ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমীর, শেরপুর জেলা কার্যালয়ে ন‌্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শেরপুর এর আয়োজনে দুই দিনব‌্যাপি জেলা পর্যায়ে আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার সর্বস্তরের শিশুদের উপর সুষ্ঠ মনিটরিং ও সংবাদ লিখা এবং জেলার মূখপত্র প্রকাশ করার লক্ষে আয়োজিত এই প্রশিক্ষণে এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী ও সাধারণ সদস্য হিসেবে ১৫ জন শিশু অংশগ্রহণ করে। প্রশিক্ষণের মাধ‌্যমে শিশুরা সাংবাদিকতার নানা কার্যকর দিক, সংবাদ লিখার প্রক্রিয়া, ওয়েব সাইটে আইসিটি ভিত্তিক সংবাদ প্রকাশ, নিউজলেটার প্রকাশ ইত্যাদি সম্পর্কে সুষ্ঠ ধারণা লাভ করে। প্রশিক্ষণ শেষে এনসিটিএফ শেরপুর জেলা কমিটি আগামী নিউজলেটার প্রকাশের যাবতীয় কার্যক্রমের সূচনা করে। পরিশেষে প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আসলাম খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং প্রশিক্ষণ প্রদান করেন ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন ।

অনুষ্ঠিত হলো বাগেরহাট এনসিটিএফ এর শিশু সংলাপ

স্কুলের সামনে স্পিডব্রেকার,ঋতুকালীন সময়ে মেয়েরা স্কুলে কোন সুযোগ সুবিধা পাবে কিনা? অনেক স্কুলে লাইব্রেরী থাকলেও তা তালাবদ্ধ থাকে, ল্যবরেটরি থাকলেও সেখানে পর্যাপ্ত পরিমান সরঞ্জাম থাকে না। স্কুলের সামনে অস্বাভাবিক হারে হর্ণ বাজানো। প্রতিবন্ধি শিশুরা যাতে সাধারণ শিশুদের সাথে এক সাথে বসে স্কুল এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারে, এ সব বিষয় নিয়ে ১৮ ডিসেম্বর ২০১৬ এনসিটিএফ বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রশাসন ও শিশুসমাজ এর সাথে  মুখোমুখি সংলাপ। বাংলাদেশ শিশু একাডেমী বাগেরহাট জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) জনাব মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জনাব আকরাম হোসেন-প্রধান শিক্ষক সরকারি উচ্চ বিদ্যালয় বাগেরহাট, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শেখ আসাদুর রহমান, সাংবাদিক-আজমল হোসেন। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকমন্ডলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শাফিকুর রহমান এলিন-সভাপতি বাগেরহাট জেলা এনসিটিএফ বাগেরহাট। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সেভ দ্য চিলড্রেনের মৃদুল ইসলাম মৃদুল। অনুষ্ঠানে শিশুরা তাদের বর্তমান সমস্যাগুলি অতিথিদের সামনে তুলে ধরে। উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের সমস্যাগুলি ধৈর্যসহকারে শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধানের আশ্বাসদেন। অবশিষ্ঠ সমস্যাগুলি উর্ধতন পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্তকরেন। এক পর্যায়ে প্রধান অতিথি এনসিটিএফ সভাপতি সাধারণ সম্পাদককে জেলা উন্নয়ন ও সমন্নয় কমিটি এবং জেলা আইন শৃংখলা কমিটির সভায় সদস্য করার আশ্বাস প্রদান করেন। আলোচনার এক পর্যায়ে প্রধান অতিথি এনসিটিএফ এর কর্মকান্ডে সন্তোশ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে এনসিটিএফ নির্বাহী কমিটির সকল সদস্য এবং বিভিন্ন বিদ্যালয়ের সাধারণ সদস্যসহ অর্ধ শতাধিক শিশু অংশ গ্রহণ করে।

গাইবান্ধায় এনসিটিএফ এর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে ও এনসিটিএফ এর কার্যক্রম অবহিতকরণ শীর্ষক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর সকালে শিশু অধিকার বাস্তবায়নকারী জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখা গাইবান্ধার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রেস কনফারেন্সের আয়োজন করে।
জেলা পর্যায়ে স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের আলোকে জেলার শিশু অধিকার তুলে ধরা হয় কনফারেন্সে।
এছাড়াও জেলায় এনসিটিএফ এর কার্যক্রম উপস্থিত সাংবাদিকদের কাছে তুলে ধরা হয়। এ সময় লিখিত প্রেস রিলিজ পরে শুনান এনসিটিএফ সভাপতি আশিকুর রহমান শাওন। এনসিটিএফ এর প্রেক্ষাপট তুলে ধরেন সাধারণ সম্পাদক কন্দকার ওমর আল সানি মুগ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, এনসিটিএফ কার্যনির্বাহী সদস্য শাহজালাল সৌরভ, ফারিয়া আক্তার, হাবিবা খাতুন, রকিবুদ্দৌলা রনি, খুশবু আক্তার, জান্নাতুল মাওয়া, নাওশিন আলভী রক্তিম, হুমায়ুন ইসলাম, মেহেদী হাসান, এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, মারফিয়া মাহফুজ সিলভী, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি কে এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি গোবিন্দ লাল দাশ, সাংবাদিক উত্তম সরকার, শেখ হুমায়ুন হক্কানী, উজ্জল চক্রবর্তী, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, সময় টিভির হেদায়েতুল ইসলাম বাবু, আরটিভির ফেরদৌস জুয়েল, এটিএন বাংলার ইদ্রিসউজ্জামান মোনা, মাছরাঙ্গা টিভির সিদ্দিক আলম দয়াল সহ জেলার বিভিন্ন দৈনিক পত্রিকার প্রায় ২০ জন সাংবাদিক।

এনসিটিএফ শেরপুর জেলায় আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

১৬ এবং ১৭ ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমীর, শেরপুর জেলা কার্যালয়ে ন‌্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শেরপুর এর আয়োজনে দুই দিনব‌্যাপি জেলা পর্যায়ে আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার সর্বস্তরের শিশুদের উপর সুষ্ঠ মনিটরিং ও সংবাদ লিখা এবং জেলার মূখপত্র প্রকাশ করার লক্ষে আয়োজিত এই প্রশিক্ষণে এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী ও সাধারণ সদস্য হিসেবে ১৫ জন শিশু অংশগ্রহণ করে। প্রশিক্ষণের মাধ‌্যমে শিশুরা সাংবাদিকতার নানা কার্যকর দিক, সংবাদ লিখার প্রক্রিয়া, ওয়েব সাইটে আইসিটি ভিত্তিক সংবাদ প্রকাশ, নিউজলেটার প্রকাশ ইত্যাদি সম্পর্কে সুষ্ঠ ধারণা লাভ করে। প্রশিক্ষণ শেষে এনসিটিএফ শেরপুর জেলা কমিটি আগামী নিউজলেটার প্রকাশের যাবতীয় কার্যক্রমের সূচনা করে। পরিশেষে প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আসলাম খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং প্রশিক্ষণ প্রদান করেন ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন ।

এনসিটিএফ আয়োজিত আনন্দঘন লার্ণিং ক্যাম্পে মেতে উঠলো দুই শতাধিক শিশু

গত ১৯ শে ডিসেম্বর এনসিটিএফ মেহেরপুর এর আয়োজনে শিশুদের সাথে কর্মসূচি, সেভ দ্য চিলড্রেন মেহেরপুর এর সহযোগিতায় লার্ণিং ক্যাম্প ২০১৬ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান কালে জনাব মো: খাইরুল হাসান, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, মেহেরপুর বলেন শিশু অধিকার বাস্তবায়নে মেহেরপুর এর মত সারা বাংলাদেশে অতন্দ্রপ্রহরী হিসাবে কাজ করছে এনসিটিএফ। এই শিশু সংগঠন শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এনসিটিএফ এর প্রতি অনেক অভিনন্দন জানাচ্ছি।

সারাদিন ব্যাপি অনুষ্ঠানে এনসিটিএফ এর বিভিন্ন পর্যায়ের কমিটি সদস্যবৃন্দ, এডি সেন্টার, স্পন্সর চাইল্ড লিডার, সিবিএইচই, টিএফডি গ্রুপের ২০০ জন শিশু অংশগ্রহণ করে। যেখানে শিশু নেতৃবৃন্দ ২০১৬ নিজ নিজ দলের কর্মকান্ড উপস্থাপন অভিজ্ঞতা বিনিময় করে। তাছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় (চাচা আপন প্রাণ বাঁচা, চেয়ার সিটিং, কুইজ, একক অভিনয়,  নৃত্য, কৌতুক) অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এই লার্ণিং ক্যাম্পের মাধ্যমে মেহেরপুর জেলার প্রতি স্কুল থেকে একজন এবং এনসিটিএফ ইউনিয়ন ও উপজেলা কমিটির মাধ্যমে প্রত্যেক শিশু সংগঠন কার্যক্রম শেয়ারিং করা হচ্ছে এটা অনেক ভালো কাজ। তোমরা শিশু অধিকার নিয়ে যেমন কাজ করো তেমনি বাল্য বিবাহ নিয়েও কাজ করছো এজন্য আমি তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি এনসিটিএফ সদস্যদের আগামী ২০ ডিসেম্বর ও ২৪ ডিসেম্বর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুইটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। তিনি বলেন এনসিটিএফ এ কর্মসূচিতে অংশগ্রহণ করলে উক্ত দুটি অনুষ্ঠান জমজমাট ও আনন্দময় হবে।

আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মঈনুল হাসান বলেন এনসিটিএফ এর কার্যক্রম আমার কাছে অনেক ভালো লাগে। কারণ এই সংগঠন শিশুদের কথা বলে, শিশুদের সার্থেও কথা বলে, শিশু নির্যাতনের কথা বলে। এনসিটিএফ টিম এপ্রোচে কাজ করে এটা আমার ভাল লাগে। তোমরা সুন্দরভাবে এনসিটিএফ এর কাজে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছ, এটা খুবই চমৎকার। আমি তোমাদের আছি থাকবো তোমরা শিশু সংক্রান্ত যে কোন ব্যাপারে আমাকে জানাবে আমি তোমাদের সহযোগিতা করবো।

এনসিটিএফ মেহেরপুর এর আয়োজনে লার্ণিং ক্যাম্প ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: রশিদুল মান্নাফ কবির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি জনাব মো: ফারুক হোসেন সিনিয়র ম্যানেজার সেভ দ্য চিলড্রেন এছাড়াও এনসিটিএফ সদস্য সহ শিশুদের জন্য কর্মসূচি সেভ দ্য চিলড্রেন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর মাসের মাসিক সভা সম্পন্ন

অদ্য ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে এনসিটিএফ মৌলভীবাজারের  মৌলভীবাজার শিশু একাডেমী তে অনুষঠীত হয়।
মাসিক সভায় দি ফ্লাউয়ার্স হাই স্কুলে স্কুল কমিটি গঠন, শিক্ষাসফর , সদস্য সংগ্রহ, “শিশু দর্পণ” পত্রিকা প্রকাশনা নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের মাননীয় সচিব কামাল আহমেদ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন, শিশু একাডেমী লাইব্রেরিয়ান ফরিদ আহমেদ, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অপরাজিতা দে, এনসিটিএফ জেলা কমিটির ভলান্টিয়ার কামরুল ইসলাম ও রোমানা আক্তার চৌধুরী। এছাড়াও উক্ত সভায় এনসিটিএফ মৌলভীবাজারের জেলা কার্যনির্বাহী কমিটির সাথে উপস্থিত ছিল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কাশিনাথ আলাউদ্দীন স্কুল এন্ড কলেজ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর এনসিটিএফ স্কুল কমিটি সদস্যবৃন্দ ।
আলোচনা শেষ হওয়ার পর সভাপতি তারেক আজিজ, সবাইকে ধন্যবাদ জানিয়ে মাসিক সভার সমাপ্ত ঘোষনা করেন।img_2182

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

মতবিনিময় সভা

গত ৬ডিসেম্বর ২০১৬খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় শিশু আধিকার কমিশন প্রতিষ্ঠা ও অপশনাল প্রটোকল থ্রি স্বাক্ষর বিষয়ে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সাথে নাগরিক সমাজের মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার জনাব মোঃ ফজলে রাব্বী মিয়া, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস এর মাননীয় সভাপতি জনাব মীর শওকত আলী বাদশা; ১৫জন সম্মানীত সংসদ সদস্য সহ নাগরিকসমাজের সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশীদ, ম্যানেজার, পিআরজি, সেভ দ্য চিলড্রেন; ফারুক আলম খাঁন, সিনিয়ার ম্যানেজার-অপারেশন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ; হুমাইরা জামান সুমনা, ইয়ুথ ভল্যান্টিয়ার, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ; শোভন শাহরিয়ার, জেলা ভল্যান্টিয়ার, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, ঢাকা। আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ ঢাকা জেলার সভাপতি জুয়েল আরমান, সহ-সভাপতি বৈশাখী আক্তার মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশিক রানা।
মতবিনিময়কালে বক্তারা শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা, পাঠ্য বইয়ে শিশু অধিকার বিষয়ক তথ্য অন্তর্ভুক্তকরণ, শিশুদের জন্য আলাদা টিভি চ্যানেল সম্প্রচার, পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিতকরণ, গ্রাম্যাঞ্চলে যেয়ে শিশু অধিকার বিষয়ক সেমিনার এর আয়োজন করা সহ বিভিন্ন প্রস্তাবনা পেশ করা হয়।
প্রধান অতিথি এর বক্তব্যে মোঃ ফজলে রাব্বী মিয়া স্কুল-কলেজের শিক্ষকদের নিয়ে শিশু অধিকার বিষয়ক সেমিনার আয়োজন এর উপর তাগিদ দেন।
তিনি তার বক্তব্যে বলেন শিশু অধিকার কমিশনের কোন প্রয়োজন নেই কারণ শিশু সুরক্ষা আইন এবং সচেতনতা শিশু অধিকার রক্ষার জন্য যথেষ্ঠ। সেমিনার এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন তিনি।
অপশনাল প্রটোকল থ্রি বিষয়ে তিনি তার বক্তব্যে বলেন যদি অপশনাল প্রটোকল থ্রি বাংলাদেশের জন্য সুফল বয়ে আনে তাহলে আবশ্যই বাংলাদেশ সেটি স্বাক্ষর করবে।
শিশুদের পক্ষ থেকে মোঃ আশিক রানা বলেন আইন এর সঠিক প্রয়োগ এবং শিশু অধিকার কমিশন গঠন করলে শিশু অধিকার রক্ষা অনেক সহজ হয়ে যাবে।