মতবিনিময় সভা

সুইডেন ডেনমার্ক এর মেইল এ্যডভাইজর রেসমস এর সাথে এনসিটিএফ সাভার উপজেলা কমিটির মতবিনিময়। সভাতে এনসিটিএফ সাভার উপজেলার বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

তামাক শিল্পে অবৈধভাবে শিশু নিয়োগ বন্ধ সহ ১০ দাবীতে এনসিটিএফ রংপুর এর সংবাদ সম্মেলন

গত ১০ নভেম্বর বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী রংপুর কার্যালয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) রংপুর জেলার শিশু অধিকার পরিস্থিতি এবং সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলার লোকাল এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমে এনসিটিএফ এর প্রেক্ষাপট এবং এনসিটিএফ এর রংপুর এর বর্তমান কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন কাঙ্খিতা রয়, সহ-সভাপতি, এনসিটিএফ রংপুর। এরপর গত তিন মাসে জেলার শিশু অধিকার পরিস্থিতি এবং সুপারিশমালা তুলে ধরেন আবিদ আল মারুফ, সভাপতি, এনসিটিএফ রংপুর। জেলার শিশু গবেষনার মাধ্যমে গত তিনমাসের প্রতিবেদনে উঠে আসে বাল্য বিবাহ, শিশু নির্যাতন, শিশু মৃত্যু, শিশু শ্রমসহ বিভিন্ন তথ্যর পরিসংখ্যান। প্রাপ্ত প্রতিবেদনের উপর এবং জেলার শিশু অধিকারের উপর গুরুত্ব দিয়ে এনসিটিএফ ১০ টি দাবী উপস্থাপন করে। জেলায় শিশুদের জন্য পযাপ্ত বিনোদন ব্যবস্থা, প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে এবং সকল শিশুর জন্য সপ্তাহে একদিন বিনামূল্য চিড়িয়াখানা এবং শিশু পার্কে প্রবেশ, জেলার শিশু মামলাগুলো দ্রুত নিষ্পত্তী, মাদক থেকে শিশুদের রক্ষা, পথশিশু এবং ভিক্ষুক শিশুদের পুনর্বাসন, তামাক শিল্পে শিশুদের অবৈধ নিয়োগ বন্ধ সহ ১০টি দাবী রাখা হয় আয়োজিত সংবাদ সম্মেলনে। এনসিটিএফ এর কার্যক্রমগুলোকে স্বাগত জানিয়ে সাংবাদিকগণের মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বলে জানায় অনেকেই। দৈনিক বায়ান্নর আলো এর স্টাফ রিপোটার রেজাউল করিম জীবন বলেন, এনসিটিএফ বাল্য বিবাহ রোধে তার ভূমিকা রাখতে পারে। এ ধরনের কার্যক্রমে তার পত্রিকা সাথে থাকবে। বাংলাদেশ বেতার রংপুর এর স্টাফ রিপোটার সিদ্দিকুর রহমান বলেন, রংপুরের পার্কের বিষয়ে এনসিটিএফ এর দাবী যুক্তিগত। এই বিষয়ে যথাযথ কৃর্তপক্ষের নজর দেওয়া উচিত। তবে জেলা প্রশাসনের এই ব্যাপারে কার্যত কার্যক্রমের প্রশংসা করেন তিনি। দৈনিক নিউ ন্যাশন এর স্টাফ রিপোটার রবিউল ইসলাম বাবলু বলেন, রংপুরে শিশুদের জন্য চলাচল এখন অনেক কষ্টকর হয়ে পড়েছে আটোরিক্সার জন্য। এই বিষয়ে প্রশাসনের নিকট একটি দাবী রাখলে ভাল হয়। দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোটার আসাদ্দুজামান আফজাল বলেন, এনসিটিএফ চলমান কার্যক্রমগুলোকে সবার কাছে পৌছে দিতে তার পত্রিকা সবসময় পাশে থাকবে। সংবাদ সম্মেলনের শেষে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোঃ ইমরান আলী মিঞা, বাংলাদেশ শিশু একাডেমী, রংপুর। তিনি তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে এনসিটিএফ এবং সকল শিশুর অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান করেন।

Human chain by Child Rights Advocacy Coalition

Child rights activists said on Sunday that the government’s claim of a ‘Developed Bangladesh’ appeared unfounded when crimes against children kept on occurring.
At a human-chain formed in front of the National Press Club, the campaigners demanded comprehensive steps to uproot violence against children.
They said they were tired of analyzing statistics of such crimes in presence of a number of preventive laws.
Child Rights Advocacy Coalition in Bangladesh, a platform of 10 national and international non-government organizations, formed the human-chain.
The human chain programme was sponsored on the backdrop of recent waves of crimes, committed against the children across the country.
Attending the protest programme, Citizens for Good Governance secretary Badiul Alam Majumdar said a standard national development policy always focuses on marginalised communities, women and children and ensure protection of their lives.
Ain O Salish Kendra representative Nargis Akter demanded collaborative actions by the government and the rights bodies to protect women and children.
Activists Nasima Akhter, Mamunur Rashid, Sabrina Sultana, Ishaque Miah addressed the human chain, among others, while representatives from Save the Children, Action Aid Bangladesh, ASK, Child Rights Governance Assembly, Education and Development Foundation, National Girl Child Advocacy Forum, BSAF, Plan International Bangladesh and World Vision Bangladesh, were also present.

শিশুদের প্রতি সহিংসতা বন্ধ ও শিশুদের সুরক্ষার দাবিতে মানববন্ধন

শিশুদের প্রতি সহিংসতা বন্ধ ও শিশুদের সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ। রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ১০টি এনজিও থেকে কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ অংশ নেন। সেখানে শিশুনির্যাতনের বিরুদ্ধে অনেকেই বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিশু নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্লান ইন্টার‌ন্যাশনালের ট্রেইনিং ম্যানেজার সৈয়দা হুসনে কাদেরি বলেন, ‘শিশু নির্যাতনকারী কখনো কি ভাবেন, যে শিশুকে নির্যাতন করা হচ্ছে তার কেমন লাগে? তার নিজেরওতো শিশু আছে, নির্যাতিত শিশুর স্থানে নিজের শিশুকে রেখে কল্পনা করে দেখুন কেমন লাগে। তা ছাড়া নির্যাতিত শিশুকেও জিজ্ঞেস করা দরকার তার কেমন লাগে। কি ভীষণ কষ্টের অনুভূতি হয় তার। সারাজীবন শিশুটি সেই ভয়াবহ স্মৃতি নিয়ে বেড়ে ওঠে, বেঁচে থাকে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই প্রতিটি শিশুর নিরাপত্তা দেওয়া হোক। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটিই চাওয়া, যেন শিশু নির্যাতনকারীদের অন্তত একজনের হলেও কঠিন বিচার হোক। সেই বিচার দেখে শিশু নির্যাতনকারীরা ভয় পাবেন। তারা জানবেন, এই দেশে শিশু নির্যাতন বরদাস্ত করা হয় না।’

সেভ দ্যা চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার মামুনুর রশিদ বলেন, ‘আমরা দেখছি, সমাজের প্রতিটি পর্যায়ে বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্নভাবে শিশুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। শিশুদের অধিকার লংঘিত হচ্ছে, অনিরাপত্তা আর অনিশ্চয়তায় বেড়ে উঠছে শিশুরা। কোথাও শিশুগৃহকর্মী নির্যাতন, কোথাও শ্রমজীবী শিশুর নির্যাতন ও হত্যা করা হচ্ছে। এসব ঘটনায় আমাদের ঘৃণা প্রকাশের ভাষা নেই।’

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের ইয়ুথ ভলেন্টিয়ার আহসান হাবীব বলেন, ‘আমরা এনসিটিএফ এর পক্ষ থেকে সারাদেশে শিশুদের নিয়ে কাজ করে থাকি। সারাদেশে শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখতে পাই শিশুরা নানা পাশবিকতা, বিভৎস ও হিংসাত্বক ঘটনার শিকার হচ্ছে। আমরা এমনটা চাই না। শিশুদের জন্য দেশের সব স্থান নিরাপদ হয়ে উঠুক এটাই আমাদের চাওয়া।

এ সময় শিশু নির্যাতন বন্ধে বেশ কিছু দাবি তুলে ধরেন বক্তারা। তা হলো, শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রতিটি এলাকায় শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করা। শিশু নির্যাতনের শাস্তি সম্পর্কে সবাইকে অবহিত করা। ঘটনা ঘটার সাথে সাথ দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করা। দ্রুত বিচারের মাধ্যমে শিশু হত্যা ও নির্যাতন সংক্রান্ত মামলা গুলো নিষ্পত্তি করা। কেন এ ধরনের ঘটনা ঘটছে তার সামাজিক এবং প্রাতিষ্ঠানিক কারণসমূহ চিহ্নিত করা। নারী ও শিশু মন্ত্রনালয়ের অধীনে একটি মনিটরিং সেল গঠন করা।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- প্লান ইন্টারন্যাশনালের চাইল্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট শাহনাজ, এডুকো থেকে মতলুর রশিদ, ওয়ার্ল্ড ভিশন থেকে ইছহাক মিয়া, মহিলা পরিষদ থেকে নাজমা, সুজন থেকে বদরুল আলম প্রমুখ।

পাবলিক একাউন্টিবিলিটি সেশন অনুষ্ঠিত

৩০/০৯/২০১৬ ইং তারিখে  বাংলাদেশ শিশু একাডেমী ও এনসিটিএফ, মৌলভীবাজার-এর উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন হলে অনুষ্ঠিত হimg_0724য়ে গেলো বড়দের সাথে ছোটদের এক ব্যতিক্রমধর্মী পাবলিক একাউন্টিবিলিটি সেশন। সেশনের শুরুতেই জেলা ভলান্টিয়ার জিল্লুর রহমান ও এনসিটিএফ  এর সাবেক সাংগঠনিক সম্পাদক  মাহফুজুর রহমান মাহদীর পরিচালনায় ছিল মৌলভীবাজার জেলায় এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কিত চমৎকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন।

সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক জনাব মোঃ তোফায়েল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাবেক হুইপ জনাব আজিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফারুক আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব উৎপল সামন্ত, জেলা শিশু  বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন।

এ ছাড়াও এনসিটিএফ সদস্যদের প্রশ্নের মুখোমখি হন জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সাংবাদিক জনাব নজরুল ইসলাম মুহিব ও জনাব সালেহ এলাহি কুটি, ব্র্যাক প্রতিনিধি জনাব আরিফুর রহমান এবং সেইভ দ্য চিলড্রেন প্রতিনিধি জনাব নাদিরা আক্তার। এনসিটিএফ-এর পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য, শিশুপার্ক, যানজট, মাদকদ্রব্য,ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখে পারভীন আক্তার, মোঃ সামিন বক্স সাদি, সোমা আক্তার, ইমন পাল, জেনি রহমান, মোঃ কামরুল ইসলাম, রোমানা চৌধুরী, শমরিতা পাল ঐশী এবং সাদিয়া ওয়াসিমা লিলি।

CP Session Begins Tuesday

Daily Observer, Sunday, 29 May, 2016 : The Thirteenth Session of Child Parliament (CP) will begin on Tuesday in the Capital. National Children Task Force (NCTF), a child-led platform, is organizing the session like previous 12 sessions as advocacy wing of child rights organization.
The NCTF, mother organization of the CP, has been working on child-led advocacy on United Nations Convention on Rights of the Child (UNCRC) in association with Plan International Bangladesh, Save the Children and Bangladesh Shishu Academy across the country.
The introductory session of CP has started on Saturday at a training center in Ashulia, Dhaka, where child parliament members from 64 districts and 16 marginalised areas (tea garden, sea beach, hill tracks, haor, disaster-prone region etc) took part.
National Parliament Deputy Speaker Fazle Rabbi Miah is scheduled to present as chief guest at the opening session of CP here on Tuesday.
Education Minister Nurul Islam Nahid will also attend the closing session.
CP members will focus on two specific issues – Child Murder and Sanitation Situation of Secondary School at the session this year.

http://www.observerbd.com/2016/05/29/153669.php

চাইল্ড পার্লামেন্ট অধিবেশন বিষয়ক কর্মশালা

হুমায়ার হোসেন সারা (১৫), সাভার :শনিবার সাভারের আশুলিয়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়। এবারের চাইল্ড পার্লামেন্ট এর প্রতিপাদ্য বিষয় ‘শিশু হত্যা বন্ধ কর, শিশু সুরক্ষা নিশ্চিত কর’।

প্রস্তুতি কর্মশালায় শিশু সংসদ সদস্যরা নিজ এলাকার শিশুদের সমস্যাগুলো তুলে ধরবে এবং প্রস্তাবনা তৈরি করবে। এখানে বাংলাদেশের ৬৪ টি জেলার ও ১৬টি বিশেষ অঞ্চলের (চা বাগান, সি বিচ,পাহাড়ি অঞ্চল, দুর্যোগ প্রবণ এলাকা) নির্বাচিত সদস্যরা উপস্থিত আছে। চাইল্ড পার্লামেন্টের ১৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে ৩১ মে গুলশান ১ এর স্পেক্টা কনভেনশন সেন্টারে।

অধিবেশনের প্রথম পর্বের প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া (এমপি) এবং দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

http://hello.bdnews24.com/news/article10625.bdnews

মঙ্গলবার চাইল্ড পার্লামেন্ট অধিবেশন

দৈনিক ইত্তেফাক ২৮ মে, ২০১৬ : চাইল্ড পার্লামেন্টের ১৩তম অধিবেশন বসছে মঙ্গলবার। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
শিশু অধিকার সংগঠন জাতীয় শিশু টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর এডভোকেসি শাখা হিসেবে ২০০৩ সাল থেকে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে চাইল্ড পার্লামেন্ট।
শনিবার রাজধানীর অদূরে সাভারে একটি প্রশিক্ষণকেন্দ্রে শুরু হয়েছে চাইল্ড পার্লামেন্ট এর প্রাথমিক পর্ব।
দেশের ৬৪ জেলা থেকে নির্বাচিত ৬৪ জন এনসিটিএফ চাইল্ড পার্লামেন্ট সদস্য এবং ১৬ টি বিশেষ অঞ্চল( চা বাগান, সী বিচ,পাহাড়ী অঞ্চল, আদিবাসী শিশু, হাওরে বসবাস করা শিশু, দুর্যোগ প্রবন এলাকা) থেকে  শিশু সাংসদ যোগ দিচ্ছে এবারের অধিবেশনে।
রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার চাইল্ড পার্লামেন্টের  উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। বিকেলে সমাপনী পর্বে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
এবারের অধিবেশনে উদ্বোধনী পর্বে ‘শিশু হত্যা বন্ধ কর, শিশু সুরক্ষা নিশ্চিত করো’ এবং সমাপনী পর্বে ‘মাধ্যমিক বিদ্যালয়ে পানি ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে বরাদ্দ বৃদ্ধি’ শীর্ষক বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা করবেন শিশু সাংসদরা।
চাইল্ড পার্লামেন্টের স্পিকার হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের শিশুদের কথা শিশুদের মাধ্যমে আইনপ্রনেতাদের কাছে তুলে ধরার জন্যই চাইল্ড পার্লামেন্ট। গত একযুগের বেশি সময় জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে শিশুদের অংশগ্রহনের শিশু অধিকার রক্ষায় চাইল্ড পার্লামেন্টের অবদান রাখার চেষ্টা করছে দেশের ৬৪ জেলার শিশুরা।
চাইল্ড পার্লামেন্ট শিশুদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত শিশুদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের শিশুদের অধিকার কথাগুলো আইন প্রণেতাদের কাছে তুলে ধরছে। জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে শিশু অধিকার পরীবিক্ষন ও বাস্তবায়নে এনসিটিএফ সদস্যরা প্ল্যান ইন্টারন্যাশনাল  বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন  ও  বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় ৬৪ জেলায়  কাজ করে যাচ্ছে।

খুলনা এনসিটিএফ এর মুখোমুখি অনুষ্ঠান

 

অদ্য সাকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হয়ে গেলো খুলনা জেলা এনসিটিএফ এর মুখোমুখি গনজবারদিহিতা মূলক অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করা হয় বাংলাদেশ শিশু একাডেমী ‍খুলনা জেলা কার্যালয়ে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – জনাব শেখ হারুনুর রশীদ, প্রশাসক, জেলা পরিষদ, খুলনা। জনাব শেখ হাফিজুর রহমান হাফিজ, ভারপ্রাপ্ত মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা। জনাব মোঃ মনিরুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা। প্রফেসর ড. মুহাম্মদ মাসুদ অধ্যাপক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা। জনাব বিভূতি ভূষন ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা। জনাব মোঃ জাফর ইমাম, বিশিষ্ঠ শিক্ষাবিদ, খুলনা। জনাব মোঃ আবুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করে মোঃ লিটন হাওলাদার সভাপতি, খুলনা এনসিটিএফ। অনুষ্ঠানের প্রথম পর্বের সঞ্চালনা করে দীপন দে শিশু গবেষক, খুলনা এনসিটিএফ ও অনন্যা শীল সাধারন সদস্য খুলনা এনসিটিএফ এবং প্রশ্নোত্তর পর্বের সঞ্চালনা করে মৃদূল ইসলাম মিদুল । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন জিও , এনজিওর প্রতিনিধি সহ এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে খুলনায় শিশুদের নানা সমস্যা শিশুরাই সকলের সামনে তুলে ধরে এবং উপস্থিত সুধি বৃন্দ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বের করার চেষ্ঠা করে । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তিনি সমস্যাগুলো সম্পর্কে মন্ত্রনালয়ে কথা বলবেন এবং সেগুলো সমাধানের চেষ্টা করবেন। অনুষ্ঠানটি বেলা ১টা নাগাদ শেষ হয় ।

দীপন দে,
সাবেক শিশু গবেষক,
খুলনা, এনসিটিএফ।

খুলনা এনসিটিএফ এর মুখোমুখি অনুষ্ঠান

খুলনা এনসিটিএফ এর মুখোমুখি অনুষ্ঠান

Red Card to child marriage in Satkhira Sadar

Red Card to child marriage – in CFLG working area at Satkhira Sadar

In every week members of Child Forum of Satkhira Sadar were giving 2 to 3 information regarding child marriage to the Upazila Parishad. The age of the victims of child marriage were 13 to 15 years, reading in class six to eight. Most of the cases it was found that after marriage they were dropped-out from the school. Child marriage is the cause of marginalizing the children especially for female children in the area of health, education and social insecurity.

To overcome the situation BTS was initiating a discussion with UNO in the month of August 2015. UNO, Satkhira Sadar has requested to BTS to communicate with UNO of Kaligong Upazila and collect some information regarding the process of protecting child marriage as Kaligong Upazila has already been declared as Child marriage free Upazila. Red card 2

Accordingly Office in Charge of BTS has communicated with the UNO of Kaligong Upazial and collected some publication and poster regarding combating with child marriage.

Based on the document in the month of August 2015 UNO of Satkhira Sadar and BTS has developed a draft plan where list of activities and specific responsibilities of BTS, Union Parishad and Upazila Parishad has been fused. Thus BTS has developed a survey form to collect information regarding child marriage from primary-secondary school and Madrashas. Finally information has been received from 56 education institutes and it was found that 514 child marriage were conducted during January 2014 to June 2015.

BTS then developed a database based on the information and submited it to the Upazila authority. Therefore UNO has arranged series of dialog session with NGOs, journalist, Magistrate, Advocate, local public representatives, Government officials, Upazila Parishad, police and BGP members, especially with teachers and Kazi. Thus UNO requested to BTS to design a card including a motto as Education first-Read card for child marriage.

Besides BTS has developed and submitted a information management diagram including process of using software to Upazila Parishad. Moreover BTS are assigned for select hotline numbers for 14 Unions, 1 Powrashova and 1 Upazila and till now six digit numbers from Bangla link has been collected and distributed to Union Parishad.
The activities are now implemented as a pilot project for three months and then that will be implemented for 5 years through Upazila Parishad as well as will be included in the 5 years plan of Upazila Parishad.
Form 1

Planned Activities:

1. Arrange dialog session with stakeholders (public representative, journalist, NGOs, Upazila Parishad, Police officer, Executive magistrate, Notary public, teacher, Kazi, Women development forum)
2. Union Parishad will print 45000 cards for 14 Union and 1 Pawrashova, primarily each Union Parishad will receive 3000 cards. These card will be given to the female children who are dropout, irregular or never attend in the school, and/or due to poverty parents are going to arrange child marriage.
3. Formation of ward level child forum and parents committee (Existing child forum will be included). The parents committee will include children, guardian, freedom fighters, ward member, village police, teacher, Imam, Kazi, political leader, president of policing committee etc. Accordingly Union and Upazila committee will be formed.
4. Form school level committee with the participation of boys and girls
5. Publicity of the activities through miking
6. Arrange hotline number (16) and distribute it in the Union, Pawrashova, and Upazila.
7. Counseling support for the child marriage risk children and their family
8. Provide allowance and safety net facilities to the children who are in a risk position concerning child marriage due to family poverty
9. Publish different leaflet, billboard, booklet, Bangla and English books
10. Arrange seminar/meeting with the participation of much people in every ward, Union and Upazila to raise awareness regarding child marriage.
11. First three months this activities will be piloted in one ward of each Union then all wards of Union and Pawroshova of Shatkhira sadar will be covered.
12. Ensure technical support from Breaking the Silence (BTS) and Save the Children

Form 2

Matter of the Red Card:

1. UP/UZP-name and address
2. Motto- “Education first-Red card to Child Marriage”
3. Definition of Child Marriage
4. Children’s age determination according to state policy
5. Hot line numbers
5. Awareness issues- Effect of child marriage
 Mental and physical suffering
 Social and economic destruction
Application form
1. Personal information of children
2. Family information of children