মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে মুন্সিগঞ্জ এনসিটিএফের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রলায়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি মহোদয় এর মুন্সিগঞ্জ আগমনে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), মুন্সিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সৌজন্য  সাক্ষাৎকালে মাননীয় প্রতিমন্ত্রী এনসিটিএফ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। তিনি এনসিটিএফ এর সকল কার্যক্রমের প্রশংসা করেন এবং এনসিটিএফ এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, শিশুতোষ বাংলাদেশ গড়তে এনসিটিএফ এর মত সংগঠন গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপরি মাননীয় প্রতিমন্ত্রী এনসিটিএফ এর সদস্যদের বিভিন্ন কিছু দিক নির্দেশনা দেন এবং এনসিটিএফ এর জন্য শুভকামনা জানান। উক্ত সময়ে এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যরা, জেলা শিশু একাডেমির কর্মকর্তা, ইয়ুথ ভলান্টিয়ার এবং সাংবাদিক কর্মীগণ উপস্থিত ছিলেন।

এনসিটিএফ নরসিংদী জেলার বাল্যবিবাহ এবং মাদক বিরোধী লাল কার্ড ক্যাম্পেইনের উদ্বোধন

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ে ০৪ মার্চ সকাল ১০টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নরসিংদী জেলার আয়োজনে বাল্যবিবাহ এবং মাদক বিরোধী লাল কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে উক্ত স্কুলের শিশু অংশগ্রহণ করে। শিক্ষায় প্রথম বাল্য বিবাহ এবং মাদককে লাল কার্ড এই শীর্ষক লাল কার্ড নিয়ে শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং এনসিটিএফ সদস্যবৃন্দ একসঙ্গে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করে। শিশুদের ডাকে সাড়া দিয়ে লাল কার্ড কর্মসূচির উদ্বোধন করেন জেলা ভলেন্টিয়ার এবং এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। স্কুলের সহকারী প্রধান শিক্ষক এনসিটিএফ কাজ কে স্বাগত জানিয়ে বলেন লাল কার্ড কর্মসূচি অবশ্যই শিশুদের মাদক এবং বাল্যবিবাহ থেকে দূরে রাখবে। এনসিটিএফ জাতীয় পর্যায়ে একটি সংগঠন যা শিশুদের নিয়ে কাজ করছে এছাড়া জেলা পর্যায়ে এনসিটিএফ কে সহযোগিতা করে আসছে শিশু একাডেমি ভবিষ্যতে সকল ধরনের সহযোগিতা করবে জেলা শিশু একাডেমি নরসিংদী৷ লাল কার্ড কর্মসূচি শেষে এনসিটিএফ স্কুলে একটি স্কুল কমিটি গঠন করে। উক্ত স্কুল কমিটিতে ১১ সদস্য বিশিষ্ট একটি এনসিটিএফ স্কুল কমিটি করে দেওয়া হয়। এনসিটিএফ নরসিংদী তাদের এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎতে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিশু এবং বড়দের বাল্য বিবাহ এবং মাদক বিরোধী কর্মসূচিতে সচেতন করতে পারবে বলে আশা করে। লাল কার্ড কর্মসূচি এবং স্কুল কমিটি গঠনের লাল কার্ড কর্মসূচির সহযোগিতায় ছিল বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল। চলতি বছরে জেলার ১৬ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার শিশুর অংশগ্রহণে লাল কার্ড ক্যাম্পেইন করার ইচ্ছা আছে বলে জানাই এনসিটিএফ।

গাইবান্ধায় এনসিটিএফ এর জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কার্যনির্বাহী কমিটির জানুয়ারি’ ২০১৯ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ জানুয়ারি, ২০১৯ বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এনসিটিএফ এর সভাপতি মো. মেহেদী হাসান অন্তর এর সভাপতিত্বে জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রধান ও জেলা ভালান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও শ্রাবনী রহমান, সাবেক সভাপতি মনির হোসেন মিলন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সকলে জেলা পর্যায়ে এনসিটিএফ এর কার্যক্রমকে আরো বেগবান করার জন্য গুরুত্বারোপ করেন। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এনসিটিএফ এর কার্যক্রম সম্প্রসারণের মতামত দেন সদস্যরা।

পরে সভায় উপস্থিত কার্যনির্বাহী সদস্যগণের মতামতের ভিত্তিতে উল্লেখযোগ্য সিদ্ধান্ত গৃহীত হয়।

১। এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারণ সভা-২০১৯।
০৪ ফেব্রুয়ারি, ২০১৯.
২। জেলার শিশু অধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান।
২৩ জানুয়ারি, ২০১৯.
৩। হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন।
২৩ জানুয়ারি, ২০১৯.
৪। জানুয়ারি-ফেব্রুয়ারি/১৯ মাসে মোট ১০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং।

শরিয়তপুর জেলায় শিশু বন্ধু প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা সম্পন্ন

শরিয়তপুর জেলার শিশু অধিকার প্রতিষ্ঠায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শরিয়তপুর জেলার আয়োজনে “শিশু অধিকার বাস্তবায়নে লড়বো মোরা ঐকতানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১২ই ডিসেম্বর ২০১৮ সদর উপজেলা অডিটোরিয়াম এ শিশুদের আহবানে আগত জেলার শিশু বান্ধব বিভিন্ন ব্যক্তিদের নিয়ে শিশু বন্ধু প্ল্যাটফর্ম গঠন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।

জেলা এনসিটিএফ কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাহেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ। আয়োজনের শুরুতে এনসিটিএফ ও শিশু বন্ধু প্ল্যাটফর্ম বিষয়ক বিস্তারিত আলোচনা করেন সেভ দ্যা চিলড্রেনের চাইল্ড রাইটস প্রমোটার মমতাজুল ইসলাম রুমন। পরবর্তীতে জেলার স্থানীয় শিক্ষক, আইনজীবি, চিকিৎসক, সমাজসেবী, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, অভিভাবক সহ শিশুদের উন্নয়নে শিশু বান্ধব বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি মহোদয় যারা আগামীতে শিশু বান্ধব জেলা গঠনে এনসিটিএফ এর দক্ষতা উন্নয়ন ও সার্বিক সহযোগিতা করে পাশে থাকবেন।

কমিটির সদস্যরা হলেনঃ

১. জনাব,মজিবর রহমান – সভাপতি

২.জনাব, ফাতেমা আক্তার শিল্পী- সম্পাদক

৩. জনাব,জিয়া উদ্দিন আহমেদ- সদস্য

৪. জনাব,মোঃ মানিক মোল্যা – সদস্য

৫.জনাব, বিজয় কৃষ্ণ পাল- সদস্য

৬.জনাব, মোঃ মাহবুবুর রহমান- সদস্য

৭.জনাব, মিজানুর রহমান চৌধুরী-সদস্য

৮. জনাব,রোকনুজ্জুমান পারভেজ- সদস্য

৯. জনাব,সত্যজীৎ ঘোষ- সদস্য

১০. জনাব,মোঃ আব্দুর রব কোতোয়াল- সদস্য

১১. জনাব,শহীদুল ইসলাম পাইলট- সদস্য

এছাড়াও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

নির্বাচিত কমিটির সভাপতি জনাব মজিবর রহমান এর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয় যেখানে এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সাথে পরিচয় এবং সকল সদস্যদের আগামী কর্মসূচিতে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

সভায় বাংলাদেশ শিশু একাডেমীর প্রতিনিধি ও বিভিন্ন সরকারী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও এনসিটিএফ কার্যনির্বাহী সদস্যগণ, উপদেষ্টাগণ, জেলা ভলান্টিয়ারদ্বয় উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় বিজয় দিবসে সুবিধাবঞ্চিত ও হরিজন শিশুদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

৪৮ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সুবিধা বঞ্চিত, বিহারী ও হরিজন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় গত (১৬ ডিসেম্বর), রবিবার বিকেলে স্থানীয় জুম বাংলাদেশ স্কুলের সুবিধাবঞ্চিত এসব শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা সম্পন্ন হয়।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে উল্লেখ যোগ্য ছিলো ছেলে শিশুদের অংশগ্রহণে ‘কে মানিক আনতে পারে’, ‘বুদ্ধি যাচাই’ ও ‘দেশের গান’, মেয়ে শিশুদের অংশগ্রহণে বিস্কুট দৌড়, বুদ্ধি যাচাই ও কবিতা-আবৃত্তি। এছাড়াও অভিভাবকদের জন্য ছিলো বালিশ বর্জন ও জুম ভলান্টিয়ার্স ও এনসিটিএফ সদস্যদের অংশগ্রহণে হাড়ি ভাঙা খেলা।
প্রতিযোগিতায় সর্বমোট ৬৫ জন শিশু অংশগ্রহণ করে।
পরে এনসিটিএফ সভাপতি মেহেদী হাসান অন্তরের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন গাইবান্ধা শহীদ স্মৃতি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোঃ শামসুজ্জোহা আলম। এসময় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সাবেক সভাপতি, মোঃ তাওহীদ তুষার, মনির হোসেন মিলন, রকিবুদ্দৌলা রনি, এনসিটিএফ জেলা ভলান্টিয়ার শ্রাবনী রহমান, জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য আবিদ হাসান পলক, বিদ্রোহ সরকার, মনিরা ফেরদৌস, জুম বাংলাদেশ স্কুল, গাইবান্ধা শাখার মেহেদী হাসান, আলিফ রহমান বিজয়, নিশাদ বাবু, এনটি স্বরণ, রিয়ামনি, সাকু মিয়া প্রমুখ।

“ব্রাহ্মণবাড়িয়া এনসিটিএফ’র সাংবাদিক এবং শিশু গবেষকদের দ্বিমাসিক মিটিং অনুষ্ঠিত “

গত ৯ ই নভেম্বর ২০১৮, রোজ শুএবার বেলা ৩ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ এর সাংবাদিক এবং শিশু গবেষকদের দ্বিমাসিক মিটিং অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা এনসিটিএফ সভাপতি মোঃইফতেখারুল ইসলাম প্রত্যাশা,শিশু গবেষক তৌহিদুল ইসলাম ইনাম,সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার জ্যেতিসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের উপ কমিটির সাংবাদিক এবং শিশু গবেষকগণ। এসময় আরো উপস্থিত ছিলেন ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস,সেতারা সুলতানা সেতু।

আলোচ্যসূচিঃ

১/বিভিন্ন বিদ্যালয়ে গবেষণামূলক কার্যক্রম এর উদ্যোগ

২/বাল্যবিবাহ নিরোধ করার জন্য সচেতনা তৈরি,আইনি বিষয় সম্পর্কে তথ্য প্রদান

৩/শিশুদের চিন্তাভাবনা নিয়ে নতুন ধারার বিতর্কের আয়োজন

৪/এনসিটিএফ সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য সাংবাদিকতা,গবেষণা এবং বিভিন্ন বিষয়ে কর্মশালার আয়োজন।

সিদ্ধান্তসমূহঃ

১/অদ্য ১২-১৩ ডিসেম্বর সদস্যদের দুই দিন ব্যাপি কর্মশালা প্রদান

২/প্রতিটি বিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে প্রতিবেদন তৈরি এবং মাসের শেষে তা নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষদের সাথে আলোচনা।

৩/অনুষ্ঠিত হতে যাওয়া শিশু গবেষকদের ট্রেনিং এর জন্য শিশু গবেষককে পাঠানো বিষয়ে সিদ্ধান্তগ্রহণ।

কার্যক্রমের শেষে সকলের মতামত অনুসারে আগামী দ্বিমাসিক মিটিং এর তারিখ নির্ধারণ করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন সভার  সভাপতি।

সমস্যা চিহ্নিত করবে তোমরা, সমাধানে কাজ করবো আমরা ………অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

গত ১৯ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল সাড়ে তিনটায় এনসিটিএফ এর আয়োজনে জেলা পর্যায়ে শিশুবন্ধু প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। জেলায়  শিশু অধিকার বাস্তবায়ন এবং জেলাকে শিশুবান্ধব জেলা হিসেবে রূপান্তরে এনসিটিএফ এর সাথে কাজ করার লক্ষে উক্ত কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ত্ব করেন এ. বি. এম সাদেকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাইবান্ধা। সভার শুরুতেই এনসিটিএফ এবং শিশুবন্ধু প্ল্যাটফর্ম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে চলে মুক্ত আলোচনা। মুক্ত আলোচনায় শিশুদের নিকট থেকে শোনা হয় বর্তমানে জেলায় কোন অধিকারের উপর শিশুদের সমস্যা আছে। শিশুরা শিক্ষার কথা তুলে ধরে।  এনসিটিএফ এর স্কুল পরিদর্শনের কথা তুলে ধরে তারা। হরিজন শিশু , চরাঞ্চলের শিশু এবং বিশেষ চাহিদাসম্পূন্ন শিশুদের শিক্ষা থেকে পিছিয়ে পরা উঠে আসে এছাড়া পারিববারিক বৈষম্যতা এবং বাল্য বিবাহ বিষয়ে আলোচনা হয় । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এনসিটিএফ’র কাজ সমস্যা চিহ্নিত করে আমাদের কাছে বলা বা জানানো আর আমরা সেই সমস্যা সমাধানে কাজ করবো। এছাড়া তোমাদের সহযোগিতা করতে এখন থেকেই শিশুবন্ধু প্ল্যাটফর্ম কাজ করবে। আলোচনা শেষে জেলায় সাদুল্লাপুর সরকারি কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুমকে সভাপতি এবং মোঃ মোশাররফ হোসেন প্রধান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তাকে সদস্য সচিব করে ১১জনের একটি কমিটি নির্বাচন করা হয়। যেখানে জেলার সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়িক এবং এনজিও প্রতিনিধিবৃন্ধ রয়েছেন। পরে নির্বাচিতদের ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানানো হয়। শিশুবন্ধু প্ল্যাটফর্মের নিবনির্বাচিত সভাপতি বলেন, আপনারা যে দায়িত্ব আমাকে দিলেন তা পালনে আমি যথাযথ চেষ্টা করবো এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে আমাকে এই দায়িত্ব দেবার জন্য।  এনসিটিএফ এর সাথে শিশুবন্ধু প্ল্যাটফর্ম এখন থেকে সম্বনয় করে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করবে। জেলা পর্যায়ে শিশুবন্ধু প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভায় সহযোগিতায় ছিল বাংলাদেশ শিশু একাডেমী এবং সেভ দ্য চিলড্রেন। সভায় এনসিটিএফ কার্যনিবার্হী কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার  এবং চাইল্ড রাইট’স প্রমোটর মোঃ  মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 

উন্নতির পথে শিশু ওয়ার্ডসহ পুরো গাইবান্ধা সদর হাসপাতাল

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার আধুনিক সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেছে। গত ২৬ সেপ্টেম্বর, দুপুরে এনসিটিএফ সদস্যরা এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে। পরিদর্শনকালে শিশু ও নবজাতক ওয়ার্ডের ২৬ টি বেডের বিপরীতে ১৮ জন শিশু রোগী ভর্তি ছিল। যাদের অধিকাংশই শিশু টাইফয়েড, জ্বরে আক্রান্ত। এছাড়াও হাসপাতালের বহিঃ বিভাগে প্রতিদিন প্রায় ২০০ জন শিশু রোগী চিকিৎসা সেবা নেয় বলে জানান দায়িত্বরত মেডিকেল অফিসার।

পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা শিশু ওয়ার্ডের প্রতিটি কক্ষে যান এবং টয়লেটসহ ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পান, পরে এনসিটিএফ সদস্যরা রোগীর স্বজনদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা জানতে চান। এ সময় তারা জানান হাসপাতালের পরিবেশ একটু ভালো হয়েছে। প্রতিদিন সকালে ও বিকেলে দুইবার ওয়ার্ড পরিস্কার করা হয়, কিছু ঔষধ হাসপাতাল থেকে দেয় আবার কিছু বাহির থেকে কিনতে হয়। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা আরো বৃদ্ধির দাবি জানান তারা।

পরিদর্শনের সময় এনসিটিএফ সদস্যরা রোগীর স্বজনদেরকে নির্ধারিত জায়গায় ময়লা ফেলার জন্য এবং পরিবেশ সুন্দর রাখার অনুরোধ জানায়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ সভাপতি মেহেদী হাসান অন্তর, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, শিশু সাংবাদিক রিফাইত হোসেন বিদ্রোহ, চাইল্ড পার্লামেন্ট সদস্য মেহেদী হাসান, জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার ও শ্রাবনী রহমান প্রমুখ।

অনুষ্ঠিত হয়ে গেল ১৭ তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশন

শিশু হত্যা, ধর্ষণ, শিশুর প্রতি মানসিক ও শারীরিক নির্যাতন, বাল্যবিবাহ, রাজনৈতিক কর্মকান্ডে শিশুদের ঝুকিপূর্ণ ব্যবহার, মাদকাশক্তি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে শিশুরা তাদের মতামত ও সুপারিশমালা তুলে ধরে চাইল্ড পার্লামেন্টের ১৭তম অধিবেশনে।

গত ২৫ অক্টোবর, ২০১৮ তারিখ ঢাকার গুলশানে ‘লা ভিটা হল’, হোটেল লেকশোরে ‘শিশু সুরক্ষায় রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক এই ১৭ তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে অংশ নেন দেশের ৬৪ জেলা  থেকে আসা ৮৭জন শিশু সাংসদ এবং প্যানেল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন, এমপি, মন্ত্রী, সমাজকল্যান মন্ত্রনালয় ও সভাপতি, ওয়ার্কাস পার্টি, নূহ আলম লেনিন , সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটি সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ, ড. মঈন খান, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,মুয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ব্যারিস্টার শা্মিম হায়দার পাটোয়ারী, সভাপতি মন্ডলী সদস্য, জাতীয় পার্টি।

আমন্ত্রিত অতিথিবৃন্দ তারা তাদের দলীয় নির্বাচনী ইশতেহারে শিশু সুরক্ষার বিষয়টি আনার জন্য শিশুদের প্রশ্ন ও সুপারিশগুলো লিখিত ভাবে দেয়ার জন্য অুনরোধ জানায়।

জেলা প্রসাশকের সাথে নব-নির্বাচিত মেহেরপুর এনসিটিএফ এর সৌজন্য সাক্ষাৎ

৬ জুন ২০১৮ তারিখ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনসিটিএফ, মেহেরপুর এর ৩০ জনের একটি টিম নতুন জেলা প্রশাসক, জনাব আনোয়ার হোসেন এর সাথে সার্বিক কর্মকান্ড নিয়ে সাক্ষাৎ করে। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, জনাব শেখ ফরিদ, নির্বাহী মেজিট্রট, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলে সদর উপজেলার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান।সাক্ষাতকালে শিশুরা এনসিটিএফ এর স্থানীয় এবং জাতীয় কর্মকান্ড নিয়ে বিস্তারিত ভাবে জেলা প্রশাসক কে অবগত করেন। এনসিটিএফ এর গ্রঠনপ্রণালী, লক্ষ-উদ্দেশ্য, এবং নব-নির্বাচিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাত শেষে শিশুরা এক একজন বিভিন্ন বিষয় নিয়ে ঘন্টাব্যাপি আলোচনা করে। আলোচনার মধ্যে অন্যতম বিষয়গুলো ছিলো।

  • শিশু বাজেট, এখানে উল্লেক্ষ যে, মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিয়ন এ ইতমধ্যে বাজেট সভায় শিশুরা অংশগ্রহণ করেছে এ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় হয়।
  • ইউনিয়ন থেকে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে শিশুদের একাউন্টিবিলিটি সেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
  • শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়নে এনসিটিএফ মেহেরপুর এর অগ্রগতি এবং সার্বিক কর্মকান্ড নিয়ে আলেচনা করা হয়।
  • এসকল কর্মকান্ডের পাশাপাশি শিশুরা স্বউদ্যোগী ভাবে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে যেমন, দরিদ্র শিশুদের ঈদবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মকান্ড নিয়ে জেলা প্রশাসকের সাথে শিশুরা বিস্তারিত আলোচনা করে।
    সাক্ষাতের ২য় পর্বে জেলা প্রশাসক মহোদয় উপস্থিত সকল শিশুর সাফল্য কামনা করে শিশুদের এ ধরনের কর্মকান্ডের সাথে একাত্বতা প্রকাশ করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেইসাথে এসকল কর্মকান্ড বাস্তবায়নের জন্য সকল প্রকার সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে নব-নির্বচিত কমিটর সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

উক্ত অনুষ্ঠনের সার্বিক সহযোগিতায় ছিলেন হাসান মাহমুদ।