এনসিটিএফ ঠাকুরগাঁও জেলায় শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশুদের সাথে বড়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ঠাকুরগাঁও এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার আয়োজনে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশুদের সাথে বড়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড: কেএম কামরুজ্জামান সেলিম। “শিশু করবে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ” এস্লোগানকে ধারণ করে এনসিটিএফ’র সভাপতি হাজেরা তানজিম’র সভাপতিত্বে এনসিটিএফ জেলা কমিটি শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং বিনোদন এই ৪ টি বিষয়ের উপর মোট ১০ টি সমস্যার বিপরীতে মোট ২৫ টি সুপারিশ তুলে ধরে শিশুরা। প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনসিটিএফ সদস্যদের বিভিন্ন মতামত ও সুপারিশ মালার প্রেক্ষিতে বক্তব্য দেন, জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিনুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক দৌলতুজ্জামান , এসআই ফিরোজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহা: জবেদ আলী, সিআরপি মোস্তাফিজুর রহমান সৈকত, শিশুবন্ধু প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। তানভীর হাসানের সঞ্চালনায় এনসিটিএফ সদস্যদের মধ্যে স্বাগত বক্তব্য দেন, এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মাহিন সরকার। এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন এনসিটিএফ’র কার্যক্রমের মাধ্যমে শিশুরা নিজের মেধা বিকশিত করার সুযোগ পেয়েছে। সেইসাথে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় এ কার্যক্রম চালানোর আহ্বান জানান। এবং সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে এনসিটিএফ শিশুরা ঠাকুরগাঁও জেলা প্রশাসক কর্তৃক তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র প্রদর্শনী ও মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্র বিষয়ক স্থাপিত “অদম্য বাংলাদেশ কর্ণার” পরিদর্শন করেন।

মেহেরপুরে জেলা প্রশাসনের সাথে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশু সংলাপ অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের সাথে জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশু সংলাপ অনুষ্ঠান অদ্য ২৬ শে সেপ্টেম্বর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজন করে এনসিটিএফ মেহেরপুর জেলা কমিটি। এনসিটিএফ জেলা সভাপতি এস.এম. মেহরাব হোসেনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক জনাব আতাউল গণি মহোদয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইবাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ মুস্তাফিজুর রহমান, গাংনী উপজেলা চেয়ারম্যান জনাব এম. এ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জনাব জিয়াউদ্দিন বিশ্বাস, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক জনাব মশাররফ হোসেন, সেভ দ্য চিলড্রেনের শিশুদের জন্য কর্মসূচির ডেপুটি ম্যানেজার জনাব হাবিবুর রহমান, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার জনাব আবু জাফর মুহাম্মদ হোসেন, জেলার শিক্ষা, স্বাস্থ্য, সমাজ সেবা সহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি, জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সিসিজি প্রতিনিধি, সিবিও প্রতিনিধি, এসএমসি প্রতিনিধি, সাংবাদিক এবং মেহেরপুর জেলার সকল ইউনিয়ন, উপজেলা ও জেলা এনসিটিএফ এর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এলিসা এবং রিয়াদের সঞ্চালনায় এনসিটিএফ এর মনিটরিং প্রতিবেদনের সংগৃহিত তথ্যের ভিত্তিতে জেলার  শিশুদের  প্রধান ৪টি ইস্যু যথা শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য এবং বিনোদন বিষয়ে ১২টি  উন্নয়নযোগ্য বিষয় এবং তার আলোকে সুনির্দিষ্ট সুপারিশ অতিথিদের মাঝে সমাধান কল্পে তুলে ধরেন। বিশেষ অতিথি গাংনী উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে শিশুদের বান্ধব জেলা গঠনে শিশু সংলাপ আয়োজনের উদ্যোগে জেলা প্রশাসন ও সেভ দ্য চিলড্রেনকে সাধুবাদবান জানান এবং আগামীতে সেভ দ্য চিলড্রেনের শিশুদের জন্য কর্মসূচি না থাকলেও যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে সে আহবান জানান। শিশুদের উত্থাপিত উল্লেখযোগ্য সমস্যা ও সুপারিশ গুলো ছিলো বিদ্যালয়গুলোর কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানার থাকলেও তার জন্য শিক্ষক, উপকরণ এবং নিয়মিত ক্লাস আয়োজন নিশ্চিত করা, বিদ্যালয়গুলোর বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা, কিছু কিছু স্কুলের স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা, হাসপাতালের পরিচ্ছন্নতা ও চিকিৎসক সংকট দূর করা, শিশুদের মাদক থেকে রক্ষা করতে চিহ্নিত স্থানগুলোতে আইনি ব্যবস্থা নেয়া, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও আইনের বাস্তবায়ন নিশ্চিত করা, মেহেরপুর জেলায় ও প্রতিটি উপজেলায় শিশু পার্ক নির্মান করা, বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার শিক্ষক ও উপকরণ নিশ্চিত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও শিশুরা সেভ দ্য চিলড্রেনের মেহেরপুর জেলায় কাজ সমাপ্ত করার পরবর্তী সময়ে এনসিটিএফকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য স্থানীয় সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আশা প্রকাশ করে।  প্রধান অতিথি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়  তার বক্তব্যে শিশুদের ভূয়সী প্রশংসা করেন।
তিনি শিশুদের উত্থাপিত সমস্যাগুলোর কিছু কাজ ইতোমধ্যে বাস্তবায়নাধীন তা উল্লেখ করে বলেন শিক্ষক ও চিকিৎসক নিয়োগ দেয়ার প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে, ইতোমধ্যে ৭০০ এর অধিক বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে এবং এর বিরুদ্ধে কঠিন অবস্থান সহ অন্যান্য উন্নয়নযোগ্য দিকগুলো সমাধানে প্রতুশ্রুতি ব্যাক্ত করেন। শিশুদের এমন আয়োজনে মেহেরপুর জেলা প্রশাসন আগামীতেও পাশে থাকবে এবং শিশুবান্ধব জেলা গঠনে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। আয়োজনের শেষ পর্বে সভাপতি তার সমাপনী বক্তব্যে উত্থাপিত শিশুদের সমস্যাগুলো এবং অতিথিদের দেয়া প্রতুশ্রুতিগুলো বাস্তবায়ন করার আকুল আবেদন জানিয়ে শিশু সংলাপ আয়োজনের  আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন।