মহান শহিদ দিবসে গাইবান্ধা এনসিটিএফ এর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা

এনসিটিএফ গাইবান্ধা: ২১ ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে গত ২৪ ফেব্রুয়ারি, (সোমবার) সকালে গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিশু একাডেমি গাইবান্ধা ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতার মধ্যে ছিলো চিত্রাংকন, সুন্দর বাংলা হাতের লেখা ও সাধারণ জ্ঞান/কুইজ প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে শিশুদের নিয়ে শহিদ দিবস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয় এবং বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিশুর মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

আলোচনা সভায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫ম শ্রেণির শিক্ষার্থী সম্পা খাতুন বলেন, আমরা আগে জানতাম না গাইবান্ধা জেলার পূর্ব নাম কি জানতাম না। আজকের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তা জানতে পারছি। পরে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস শাহানাজ সুলতানা বলেন, এমন একটি আয়োজন তাদের বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য অনেক বড় পাওয়া। এই আয়োজনের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ঘটবে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তারা অনেক তথ্য জানতে পেরেছে যা তাদের সামনের দিনগুলোতে দেশের ইতিহাস ঐতিহ্য ও মেধার বিকাশে ভুমিকা রাখবে। পরবর্তী বছর গুলোতে তিনি নিজ উদ্যোগে এমন প্রতিযোগিতার আয়োজন করবেন বলে জানান শিক্ষার্থীদের।
এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. ইসলাম, এনসিটিএফ এর সভাপতি মেহেদী হাসান অন্তর, সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা, কার্যনির্বাহী সদস্য আনাস আহমেদ, জেলা ভলান্টিয়ার মো. তাওহীদ তুষার প্রমুখ।