সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুর এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা

সিরাজুল ইসলাম আসিফ: আজ ৩রা সেপ্টেম্বর বিকাল ৪টায় এনসিটিএফ শরীয়তপুরের কার্যালয়ের এনসিটিএফ শরীয়তপুরের সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুরের সহ-সভাপতি আফরিন সুলতানা সিথী । সভায় আরো উপস্থিত ছিলেন :
সাধারণ সম্পাদক : মিতু আক্তার  ।
সাংগঠনিক সম্পাদক : রিমন মল্লিক ।
শিশু সংসদ  সদস্য : মাসুদ হাওলাদার ।
শিশু সংসদ  সদস্য : আলিজা আলী  জেরিন ।
শিশু সাংবাদিক : সিরাজুল ইসলাম আসিফ ।
শিশু সাংবাদিক : ঝুমুর আক্তার তন্নী ।
শিশু গবেষক : দেলোয়ার হোসেন সিফাত ।
শিশু গবেষক : লিজা আক্তার ।
জেলা ভলান্টিয়ার : সুমাইয়া শারমিন ।
জেলা ভলান্টিয়ার : মিঠুন খান সাগর ।
সাধারণ সদস্য : শুভ, আমিনুল এবং আসিফ ইকবাল . এবং
এনসিটিএফ শরীয়তপুরের সাবেক সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা : শহীদুল ইসলাম তানভীর ।

মাসিক সভায় গ্রহণকৃত সিদ্ধান্ত সমুহ :
*১* সভা জেলা কমিটির অন্যান্য সদস্যদের সম্মতি সাপেক্ষে দেলোয়ার হোসেন সিফাত এবং লিজা আক্তার কে শিশু গবেষক হিসেবে জেলা কমিটিতে নেওয়া হয়েছে ।
*২* আগামী রবিবার থেকে  এনসিটিএফ শরীয়তপুর , জেলার ৬টি স্কুলে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা এবং স্কুল ক্লাব কমিটি গঠন কার্য শুরু করবে ।
*৩* ঈদুল আযহা উপলক্ষে এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকে পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ।
*৫* বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এনসিটিএফ শরীয়তপুর এর উদ্দ্যোগ এ আন্ত স্কুল শিশু ক্লাব কমিটির বিতর্ক প্রতিযোগিতা ।

*৬* স্কুলে শিশুদের শারীরিক এবং মানসিক শাস্তি বন্ধের জন্য জেলা প্রশাসক এবং স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ।
*৭* শিশু অধিদপ্তর করার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ।
*৮* শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে এনসিটিএফ শরীয়তপুরের জেলা কমিটির সদস্যদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা ।
বিতর্কের বিষয় “শিশু অধিকার রক্ষার্থে পরিবারই মুখ্য ভুমিকা পালন করে” ।

এছাড়াও আরো অন্যান্য বিষয়েও সিধান্ত নেওয়া হয় ।

[ সিরাজুল ইসলাম আসিফ,
শিশু সাংবাদিক,
এনসিটিএফ শরীয়তপুর. ]