মেহেরপুরের গাংনী উপজেলার এনসিটিএফ সদস্যদের শিশু অধিকার লইফ স্কীলস ও নিউজলেটার প্রকাশনা বিষয়ক ৪ দিন ব্যাপি প্রশিক্ষন

আগামীকাল 11/9/15 তাং শেষ হবে ৪ দিন ব্যাপি মেহেরপুরের গাংনী উপজেলার এনসিটিএফ সদস্যদের ‘লাইফ স্কীল্স ও নিউজলেটার প্রকাশনা বিষায়ক প্রশিক্ষণ।

মেহেরপুরের গাংনী উপজেলার এনসিটিএফ সদস্যদের শিশু অধিকার লইফ স্কীলস ও নিউজলেটার প্রকাশনা বিষয়ক ৪ দিন ব্যাপি প্রশিক্ষন শেষ হবে আগামীকাল।প্রশিক্ষণে অংশগ্রহন করেগাংনী উপজেলার এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির সদস্যরা প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করে পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি।গত ০৮-০৯-২০১৫ ইং তারিখে শুরু হয় ০৪ দিন ব্যাপি প্রশিক্ষন।প্রশিক্ষক হিসাবে ছিলেন, সেন্ট্রাল ইউথ ভোলিন্টিার ‘শান্ত মুহাম্মদ শহিদুল ইসলাম’ উদ্বোধনী অনুষ্ঠানের দিনে উপস্থিত ছিলেন নারগিস পারভীন মুক্তি(ডেপুটি প্রজেক্টর), মৃদুল সরকার (সিনিয়ার টেকনিকাল অফিসার), শুনীল কুমার রায় (প্রজেক্ট ডাইরেক্টর)।