গাইবান্ধা শিশু অধিকার বিষয়ে শিশুদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আজ ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধার আয়োজনেএবং জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী গাইবান্ধার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে শিশু পরিস্থিতি বিষয়ে শিশুদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাবিবা খাতুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা পারভীন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রমোতোশ সাহা, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, গণ উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার মোঃ আফতাব আহম্মেদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাহ আহমেদ, আবু সুফিয়ান, এনসিটিএফ সভাপতি, মোঃ তাওহীদ-উল ইসলাম তুষার প্রমুখ।

সভায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিশু ও অভিভাবক বৃন্দ অংশ গ্রহণ করে। শিশুরা এসময় তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যার উল্লেখযোগ্য হল ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, শিশু শ্রম, বিদ্যালয়ে শারীরিক শাস্তি, বিদ্যালয় কম্পিউটার ল্যাব, লাইব্রেরী সহ, হাসপাতালের আরও পারিপার্শ্বিক বিষয় উত্থাপিত হয়। জেলা প্রশাসক শিশুদের সকল কথা গুরুত্বসহ কারে শোনেন এবং তাদের প্রস্তাব ও দাবী গুলো পর্যায় ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া ও উপজেলা পর্যায়ে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস্ত করেন।