মেহেরপুর উপজেলা কমিটির সাথে জেলা কমিটির মতবিনিময় সভা

হাসান: আজ ১০ই সেপ্টেম্বর  মেহেরপুর উপজেলা এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির সদস্যরা বাংলাদেশ শিশু একাডেমী মেমতবিনিময় সভা ছবি-২হেরপুর কার্যালয়ে জেলা কার্যনির্বাহি কমিটির সাথে এক মত বিনিময় সভার আয়োজন করে। সভা চলাকালিন সময়ে ‘সেভ দ্য চিল্ড্রেনের’ গ্লোবাল স্পন্সরশীপ রিভিউ দলের প্রতিনিধি সেভ ইউএস থেকে জ্যাকুইলিন মনোজ ও বৃটানীমস্কস এবং সেভ কোরিয়া থেকে অলিভিয়া চো আসেন। এনসিটিএফ কমিটির সদস্যরা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সভাতে উপজেলা এবং জেলা কার্যনির্বাহি কমিটির সদস্যরা এনসিটিএফ এর পূর্ণ ধারনা এবং কর্মকান্ড অতিথিদের সাথে শেয়ার করে।

আগত প্রতিনিধিবৃন্দ এনসিটিএফ কমিটির সদস্যদের বিভিন্ন প্রশ্ন করেন, যেমনঃ এনসিটিএফ শিশুদের কোন কোন বিষয় নিয়ে কাজ করে,বাল্য বিবাহ প্রতিরোধে এনসিটিএফ-এর ভূমিকা কি,বাল্যবিয়ের কারণসমুহ কি,শিশু বিকাশে কি কি বাধা তোমরা মনে কর,কাজের ক্ষেত্রে আমরা প্রশাসনিক সহযোগিতা ও অভিভাবকের সহযোগিতা পাচ্ছি কিনা এবং কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়ি কিনা ইত্যাদি। এরপর এনসিটিএফ সদস্যরা ইউনিয়ন,উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকাণ্ড ও অর্জনসমুহ তুলে ধরে। সভা শেষে মেহেরপুর জেলার সদস্যরা অতিথিদের সাথে গ্রুপ ছবি তোলে এবং সবশেষে অতিথিবৃন্দরা Visitor Book এ তাদের মুল্যবান মন্তব্য লিখেন