শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আনন্দ অনুষ্ঠান ।

IMG_20151012_125218শামীম ইসলাম : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী খাগড়াছড়ি ৩ দিন ব্যাপী আয়োজনে শিশু সপ্তাহ এর দ্বিতীয় দিনে,কন্যা শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আজ সকাল ১০.৩০ ঘটিকায় বিভিন্ন বিষয়ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা দিয়ে শুরু হয়। উক্ত প্রতিযোগিতায় জেলা সদরের ৮টি স্কুলের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবী বড়য়া জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উষানু চৌধুরী-জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ারা বেগম-প্রধান শিক্ষক, খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাম্প্রা ত্রিপুরা-সভাপতি, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এনসিটিএফ খাগড়াছড়ি এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র-ছাত্রী, অভিভাবক, হ্যালোর শিশু সাংবাদিক।
আলোচনা সভার শেষে ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রায় ৮৫ জনকে পুরস্কার বিতরণ করা হয়।IMG_20151012_111158IMG_20151012_110256