Posts

এনসিটিএফ নোয়াখালির মে মাসের মাসিক মিটিং

এনসিটিএফ নোয়াখালি জেলা কমিটির মাসিক সভা গত ০২/০৫/২০১৬ তারিখে বিকাল ০৪.৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমী নোয়াখালি এ অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ নোয়াখালি এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃমুসলে উদ্দিন ও ভলেন্টিয়ার।উক্ত সভার আলোচ্য বিষয় ছিল সদস্য সংগ্রহ. সভায় গৃহত সিধান্ত আনুযায়ী আগামী ১৮ই মে ২০১৬ রোজ বুধবার নোয়াখালী সরকারী বালিকা বিদ্যলয় পরিদর্শনে যাবে এনসিটিএফ সদস্যরা ।

No More Corporal Punisment in School

“We need to encourage and motivate our children for education but not with physical punishment ” said Mr Devdash Vottacharia Additional Police Commissioner in a awareness raising discussion session on 22 November 2015. He also requested the parents to avoid the traditional belief of bookish education.Local organization’ INCIDIN Bangladesh’ organized a open discussion among children,youth, Government actors and Parents to stop Corporal Punishment at school level. In addition a study recommendation on corporal punishment presented by  Jakia Rehena Professor of Chittagong University .


                                          স্কুল পর্যায়ে শারীরিক ও মানসিক নিযার্তন সকলের বন্ধে সচেতনতা প্রয়োজন।

শাহরিয়ার তামিম সৌরভ: চট্টগ্রাম মেট্টোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব, দেবদাস ভট্টাচার্য্য বলেন, শিশুদের শিক্ষা ক্ষেত্রে শারীরিক ও মানসিক নির্যাতনের ক্ষেত্রে সকলের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। এক্ষেত্রে অভিবাবক ও শিক্ষাকদের যে বিষয়টি মাথায় রাখা উচিত তা হল কেবল শারীরিক শাস্তি দিয়ে কোনভাবে শিশুদের সংশোধন করা সম্ভব নয়। শাস্তি দিয়ে কোন বিষয়ই শিশুদের উপর চাপিয়ে দেয়া কারো কাম্য নয়। শাস্তি নয় মানসিক উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের পড়াশোনা ও অন্যান্য কাজে উৎসাহী করে তুলতে হবে।

গত ২২ নভেম্বর রবিবার সকাল ১০টায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) চট্টগ্রাম জেলার সহযোগীতায় ইনসিডিন বাংলাদেশ এর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত “স্কুল পর্যায়ে শিশুদের শারীরিক শাস্তরি প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শাস্তি নয় স্নহেরে মাধ্যমেই শিশুদের কাছে বিষয়বস্তু উপস্থাপন করতে হবে। শাস্তি প্রদানের ক্ষেত্রে অভিবাবকদের মধ্যে ভ্রান্ত ধারণা, পুস্তক নির্ভর শিক্ষা ব্যবস্থা, জোর করে শিশুদের কাছ থেকে কোন বিষয় আদায় এর রীতি বন্ধ করতে হবে। বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রভাষক জনাব আব্দুর রহমান বলেন, মাদ্রসার প্রেক্ষাপটে এই বিষয়টি যথেষ্ট গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। এক্ষেত্রে পাঠদান ও তা আদায়ের ব্যাপারে শিক্ষকরা মহানবী (স:) আদর্শ শিক্ষা ব্যবস্থা মেনে চলছেন। দি ডেইলি স্টার এর ব্যুরো ইনচার্জ দৈপায়ন বড়–য়া রনি বলেন, শিক্ষা মধ্যে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে তাদের মধ্যে পাঠ্যভীতি দূর করতে হবে।

মুশফিকুর রহিমের সঞ্চালনায় ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এইচ.এ.এম মুশতাক আলী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবিদা আজম (কাউন্সিলর, ৪ নং ওয়ার্ড), মোবাশ্বেরা বেগম (প্রধান শিক্ষিকা, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়) আবদুল রহমান (প্রভাষক, বায়তুশ শরাফ আর্দশ কামিল মাদ্রাসা), জি.এম.আব্দুর সালাম (জেলা শিশু বিষয়ক কর্মকর্তা চট্টগ্রাম) দৈপায়ন বড়–য়া রনি (ব্যুরো ইনর্চায, দি ডেইলি ষ্টার), সহ এন.সি.টি এফ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে খাইরুন্নেছা, শাহরিয়ার তামিম সৌরভ, জান্নাতুল ফেরদৌস মমি, শাহ ইমরান, ফরিদা চৌধুরী হ্যাপি, শরীফুর কাদের রাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ গ্রুপ। শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি উক্ত মতাবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাকিয়া রেহেনার নেতৃত্বে পরিচালিত গবেষনার ফলাফল পর্যালচনা করা হয়।

Sports help children to grow up properly

To keep in mind the proper mental growth of children a sports competition including football, Kabadi held On 4th, November 2015 in Noakhali organised by NCTF  at Sisisu Academy premises. At the end of the competition NCTF members described the children about child right, UN child rights law to make them aware about their rights.


বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা আয়োজনে এনসিটিএফ নোয়াখালী।

আবদুল্লাহ আল মুহাইমিনঃ ৪ নভেম্বর ২০১৫ নোয়াখালী শহরের প্রাণকেন্দ্র মাইজদীর সার্কিট হাউজ রোড সংলগ্ন বাংলাদেশ শিশু একাডেমি নোয়াখালীর প্রাংগ্নণে সুবিধা বঞ্চিত শিশুদের মানসিক উৎকর্ষের জন্য তাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স নোয়াখালী। ক্রীড়া প্রতিযূগীতার মূল আকর্ষণ ছিল ফুটবল খেলা। তার সংগে আরো ছিল হা-ডু-ডু, কানামাছি,বালিশ খেলা,রুমাল চুরি। উক্ত অনুষ্ঠান পরিচালিত হয় জেলা ভলান্টিয়ার শিমুল মজুমদার ও দিবা রানী নাথ এর সঞ্চালনায়। এনসিটিএফ সভাপতি কাশপিয়া রহমান তনিমার অনুপস্থিতি তে শিশু সাংবাদিক আবদুল্লাহ আল মুহহাইমিন এর সভাপতিত্বে পরিচালিত হ্য়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দীন।

ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুবিধা বঞ্চিত শিশুদের তাদের মৌলিক অধিকার ও জাতিসংঘ শিশু অধিকার আইন সম্পর্কে সচেতন করেন সহ-সভাপতি আবু নাছের মোঃ নাঈম। এবং সংসদ সদস্য মোঃ ইমরান এনসিটিএফ কি, এনসিটিএফ কাদের নিয়ে ও কি কি নিয়ে কাজ করে সে সম্পর্কে জানায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিল শিশু গবেষক নুসরাত, সাধারন সদস্য রুপাস, ইয়াসিন, ঐশী, তানহা।

শিশু পার্কের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করলো এনসিটিএফ কক্সবাজার।

তাহমিনা আলম : ২৮ অক্টোবর,কক্সবাজারে শিশু পার্ক স্থাপণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ),কক্সবাজার।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কক্সবাজার এনসিটিএফ এর পত্রিকা ‘ দরিয়া নগর’ প্রথম সংখ্যায় ২০০৭ সালে শিশু পার্ক স্থাপণের গুরুর কথা তুলে ধরা হয়েছিলো।এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন মহলের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে এবং কক্সবাজারের সরকারি বেসরকারি সুধীজন শিশুদের সাথে একাত্মতা প্রকাশ করেন ।কিন্তু দুঃখের বিষয়,কক্সবাজারের শিশুসহ সর্বস্তরের মানুষের এই দাবিটি পূরণে দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি ।কক্সবাজারের জেলা প্রশাসক আলি হোসাইন বলেন,সীমাবদ্ধতা নয় বরং সঠিক দৃষ্টিভঙ্গির অভাবে এতদিন কক্সবাজারে শিশু পার্ক নির্মাণে উদ্যোগ নেয়া হয় নি ।ইতোমধ্যে কক্সবাজারে শিশু পার্ক স্থাপণের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি ।গত ২৮ অক্টোবর, বিকাল ০৪ টায় এনসিটিএফ কক্সবাজার জেলা কমিটি কক্সবাজার জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ কক্সবাজার সভাপতি বশির উল আলম ইয়ূথ ভলান্টিয়ার নার্গিস আকতার রনি এবং হালিমা বেগম,শাহিন,তাহমিনা আলম,সাঈদ হোসাইন হৃদয় প্রমুখ।

এনসিটিএফ লক্ষ্মীপুর জেলার স্কুল কমিটি গঠন।

আজ ২৮-১০-২০১৫ তারিখে  এন.সি.টি.এফ এর সদস্য বৃন্দ লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে  এনসিটিএফ এর স্কুল কমিটি গঠন করার জন্য কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিয়ে মোট ১০ টি ক্লাসে এনসিটিএফ কী?এর উদ্দেশ্য, শিশু অধিকার,বাল্য বিবাহ ও শিশুদের মানবাধিকার সম্পরকে ধারনা দেয় হয় কলেজিয়েট  স্কুলের শিক্ষাত্রিদের মধ্যে।এর পর ২১৩ জন সদস্যদের  মাঝে  নির্বাচন করে এবং ১১ জনের স্কুল কমিটি গঠন  করা হয়।বিদ্যলয়ের সবাই এনসিটিএফ সম্পরকে খুব উৎসাহি  ছিল, এবং উপস্থিত প্রায় সবাই এনসিটিএফ এর সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ উদযাপনে এনসিটিএফ নোয়াখালী.

NCTF Nokahali 002

আবদুল্লাহ আল মুহাইমিনঃ আজ ১৭অক্টবার২০১৫  অনুষ্ঠিত হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ । প্রথম বারের মত নোয়াখালীতে ন্যশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্সের (এনসিটিএফ) উদ্দ্যেগে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিশু বিষক কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন ‘আজকের শিশু আগামি দিনের ভবিষৎ তাই আজ থেকেই শিশুদের গড়ে তুলতে হবে প্রকৃত মানুষ হিসেবে, না হলে আগামিতে আমাদের ভবিষ্যত প্রজন্ম দেশের হাল ধরতে পারবে না আর যার বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতি সহ সর্বক্ষেত্রে’।

NCTF Nokahali 001

ভিন্নধর্মী অনুষ্ঠনের অংশ হিসেবে ছিল সুবিধা বঞ্চিত শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান,ব্যাং লাফ, চকলেট লাফ, বালিশ খেলা। খেলার বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেয় ডিষ্ট্রিক ভলানটিয়ার ও শিশু বিষয়ক কর্মকর্তা। বাকিদের হাতে সান্ত্বনা পুরষ্কার তুলে দেয় এনসিটিএফ সদস্যরা। পরে শিশুদের নিয়ে আনন্দ অনুষ্ঠান করে ও তাদের চাওয়া-পাওয়া অপূর্ণতা নিয়ে কথা জানতে চায় এনসিটিএফ নোয়াখালী কমিটির সদস্যরা।

 

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আনন্দ অনুষ্ঠান ।

IMG_20151012_125218শামীম ইসলাম : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী খাগড়াছড়ি ৩ দিন ব্যাপী আয়োজনে শিশু সপ্তাহ এর দ্বিতীয় দিনে,কন্যা শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আজ সকাল ১০.৩০ ঘটিকায় বিভিন্ন বিষয়ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা দিয়ে শুরু হয়। উক্ত প্রতিযোগিতায় জেলা সদরের ৮টি স্কুলের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবী বড়য়া জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উষানু চৌধুরী-জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ারা বেগম-প্রধান শিক্ষক, খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাম্প্রা ত্রিপুরা-সভাপতি, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এনসিটিএফ খাগড়াছড়ি এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র-ছাত্রী, অভিভাবক, হ্যালোর শিশু সাংবাদিক।
আলোচনা সভার শেষে ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রায় ৮৫ জনকে পুরস্কার বিতরণ করা হয়।IMG_20151012_111158IMG_20151012_110256

রাংগামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ইং উপলক্ষে তিনদিন ব্যাপি কর্মসূচি পালন।

মোঃ ছালেহ্ আহমদ : গত ১১ই অক্টোবর ২০১৫ইং তারিখে “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ” উদ্যাপন উপলক্ষে এনসিটিএফ রাংগামাটি ও বাংলাদেশ শিশু একাডেমি রাংগামাটি শাখার যৌথ উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা ও বিভিন্ন আনুষ্ঠানের আয়োজন করা হয়।“বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ইং” উপলক্ষে, বাংলাদেশ শিশু একাডেমী রাংগামাটি মিলনায়তনে গত ১১ই অক্টোবর শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের উদ্ভোধন করেন মাননীয় জেলা প্রশাসক, জনাব সামসুল আরেফিন। ১১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত শিশু একাডেমীতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে এনসিটিএফ রাংগামাটি ও বাংলাদেশ শিশু একাডেমী, রাংগামাটি। শিশু অধিকার সপ্তাহ ২০১৫ইং উপলক্ষে এনসিটিএফ রাংগামাটি জেলার বিভিন্ন বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। তাছাড়া ১২ তারিখে কন্যা শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং ১৩ তারিখে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া পারভিন ও বিটিভি জেলা প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিশু সংগঠক মিসেস অর্চনা চাকমা। অনুষ্ঠানের উপস্থাপনা করেন এনসিটিএফ রাংগামাটির সহ-সভাপতি অশ্র“ মুৎসুদ্দী (মনি)। শিশু সমাবেশ ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যের পর কুইজ, চিত্রাংকন ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

বান্দরবান সরকারি শিশু পরিবার পরিদর্শণে এনসিটিএফ

CYMERA_20150921_112617

তামান্না আক্তার : শিশু অধিকার বাস্তবায়নে ঠিক কতটা শক্ত পদেক্ষেপ গ্রহণ করা হয়েছে সে সন্ধানে এবার বান্দরবান সরকারি শিশু পরিবারে পাড়ি জমালো বান্দরবান জেলা এনসিটিএফ কমিটি ।শিশুরা আদৌ তাদের অধিকার ও মৌলিক চাহিদা পূরণে সক্ষম হচ্ছে কিনা সেই খোঁজেই ২১-০৯-১৫ ইং তারিখে সকাল ১০ টায় শিশু পরিবার পরির্দশনে যায়। বান্দরবান সরকারি শিশু পরিবার পরিদর্শণে ছিল এনসিটিএফ কমিটির সদস্যরা । এতিম ও অনাথ এসব শিশুরা কতটা সহানুভূতি পায় তা জানা ও ছিল পরিদর্শনের মূল লক্ষ্য।বান্দরবান, লামা,আলীকদম,থানছি ,রুমা,রোযাংছড়ি,নাইক্ষ্যংছড়ি প্রভৃতি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা অনাথ শিশুরা কি পাচ্ছে তাদের যোগ্য প্রাপ্য ? এনসিটিএফ কমিটির এই প্রশ্নের জবাবে শিশু পরিবারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মং এচিং (ছদ্মনাম) জানান “শিশুরা তাদের যোগ্য প্রাপ্যটাই পাচ্ছে। অন্ন ,বস্ত্র,শিক্ষা ,চিকিৎসা বাসস্থান ইত্যাদি বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে কোনো সংকটে নেই তাদের জীবনে ”বান্দরবান এনসিটিএফ কার্যকারী কমিটি শিশু পরিবার সংলগ্ন স্কুল পরির্দশন করে। সেখানে কাঠামোগত ত্রুটি পরিলক্ষিত হয়। স্কুলের ২য় তলায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন থাকলে ও রয়েছে পানির সংকট। আর পানিবিহীন টয়লেট ব্যবহার করে স্বাস্থ্যকর টয়লেট হয়ে পড়ছে অস্বাস্থ্যকর। শ্রেণিকক্ষে পাঠদানের সময় বেতের ব্যবহার লক্ষ্য করা হলে পাঠদানকারী শিক্ষিকা জানান বাচ্চাদের নিয়ন্ত্রণে ব্যবহার রাখার জন্যই রাখা হয়েছে। অন্যথা বেত দিয়ে শারীরিক শাস্তি দেয়ার প্রশ্ন ই উঠে না।

CYMERA_20150921_112550মানসম্মত ক্লাসরুম এবং পাঠদানে মনযোগী বৃদ্ধির ফলে শীঘ্রই অসহায় এসব শিশুরা অর্জন করবে সাফল্যের বিজয় মুকুট, এমন আশা ও ব্যক্ত করেন তিনি ২য় শ্রেণিতে পড়ুয়া ছাত্র যেন তারই একটি উদাহারণ পিতৃহারা মংমং (ছদ্মনাম) কে তার ভবিষ্যত পরিকল্পনা সর্ম্পকে জিজ্ঞাসা করা হলে নির্ভিকচিত্তে সে উত্তর দেয় “আমি বড় হয়ে শিক্ষক হতে চাই” ।বান্দরবান এনসিটিএফ কার্যকারী কমিটির সদস্যদের পরির্দশনের এই ছোট্র পদক্ষেপ জাতিকে জানাতে চায় একটি বৃহৎ সত্য আর তা হলো “প্রত্যেক শিশুই অন্তরে লালন করে একাট নির্দিষ্ট স্বপ্ন, কিন্তু তারা কতটা সফল হতে পারবে তা নির্ধারণ করে নিখুত চাওয়া,সত্যি তো এটাই যে আমরা চাই দারিদ্র্য অশিক্ষা এবং পশুত্ববিহীন মানবতার সোনার বাংলা,যা দেবে ভবিষ্যতের নাগরিক শিশুরা ” আসুন আমরা অনাথ সেসব শিশুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই ।আমাদের ক্ষুদ্র প্রায়াস তৈরি করবে ভবিষ্যতের নাগরিক সেই শিশুদের জীবন, যারা অন্তরে লালতি করে ।দেশকে এগিয়ে নেযার লুক্কায়িত স্বপ্ন

 

এনসিটিএফ এর আই.সি.টি.ট্রেনিং চট্টগ্রাম ডিভিশন

আবদুল্লাহ আল মুহাইমিনঃ ১৫ আগষ্ট চ্ট্টগ্রাম চট্টগ্রাম,চাদগাঁও আবাসিক এলাকার এনজিও ফরাম অফিসে চট্টগ্রাম ডিভিশনের এনসিটিএফ মেম্বারদের সেভ দি চিলড্রেন,বাংলাদেশ শিশু একাডেমী,এমএমসি ও এনসিটিএফ এর উদ্দগে শিশুদের আই.সি.টি. ট্রেনিং দেয়া হয়।ন্যাশেনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স চট্টগ্রাম ডিভিশানের শিশুদের কমপিউটার,সামাজিক যোগাযোগ মাধ্যম,www.nctfbd.org ওয়েব সাইট সহ ইন্টারনেটের উপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।এছাড়া ও রিপোট লিখা,পত্রিকার লিখার কৌশল,ওনলাইন নিরাপত্তার কোশল ইত্যাদি শিখানো হয়। ইয়ত ভলেনটিয়ার আবদুল্লাহ জোবাইর,নারগিস আক্তার রনি, জান্নাতুল ইসলাম রাহাদ এবং এমএমসির প্রজেক্ট করডিনেটর মৃন্ময় মহাজন প্রশিক্ষকের দায়িত্ব পালনকরে।সেভ দি চিলড্রেন মিডিয়া এবং আই.সি.টি. মেনাজার আফরজা সারমিন অনুষ্ঠান পরিদর্শন করেন এবং শিশুদের আই.সি.টি বিষয় সচেতনা বৃদ্ধির জন্য উপদেশদেন।”

প্রশিক্ষকগন

কাজ শেষে অনুসিলনীর সময় এনসিটিএফ সদস্যরা