NCTF Sub Committee Organized in Bramanbaria.

National Children’s Task Force (NCTF) is chronologically being a giant child organization for children. NCTF continue its activity throughout the country to establish child rights in Bangladesh.

NCTF Bramanbaria visited two renowned schools name Bangladesh Gas Field School & college and Government Model Girls High School with a view to set up new school Sub-committee(NCTF) in order to keep continuing child rights advocacy in Bamanbaria district. On that day there was Additional Deputy Commissioner (Education and ICT) Mohammod Shamsul Houque as chief guest, Police Super Taposh Ronjon Ghos and the BSA officer. All NCTF members were present their including Md. Sayem Khandaker president NCTF Bramanbaria.

উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ উপ-কমিটি গঠন ও বরণ

ফুয়াদ হাসান: শিশু অধিকার বাস্তবায়নে অগ্রণী সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের অংশগ্রহণকারী শিশুদের একাংশ

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের অংশগ্রহণকারী শিশুদের একাংশ

সুনামের সাথেসারাদেশে শিশুদের নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় অদ্য ৩ অক্টোবর, ২০১৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজগভ. মডেল গার্লস হাই স্কুলে উদ্বুদ্ধ কর্মশালা শেষে এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটি বিদ্যালয় উপ-কমিটি গঠন করে।

গভ. মডেল গার্লস হাই স্কুলের উপ-কমিটি বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসেইন, গভ. মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত। পরে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ স্কুল উপ-কমিটি বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর মডেল

অংশগ্রহণকারী একাংশের মাঝে “বিড়াল-বাঘ” গেম পরিচালনা করছেন সভাপতি সায়েম খন্দকার

অংশগ্রহণকারী একাংশের মাঝে “বিড়াল-বাঘ” গেম পরিচালনা করছেন সভাপতি সায়েম খন্দকার

থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের এপিপি এড. মোহাম্মদ লোকমান হোসেন, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের প্রভাষক ওমর ফারুক মজুমদার। জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় উক্ত দুটি অনুষ্ঠানে

গভ. মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সেশন পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান এবং ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা

গভ. মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সেশন পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান এবং ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা

এনসিটিএফ সভাপতি সায়েম খন্দকার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড পার্লামন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা।

কর্মশালা ও নির্বাচন পরিচালনায় ছিলেন সহ-সভাপতি জারিয়াতুল্লাহ খানম, সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক তাহমিদ শাহরিয়ার, শিশু সাংবাদিক মাকসুদা চোধুরী পলি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার কানিজা খন্দকার চৈতি, সদস্য রাশেদুজ্জামান রিয়াদ।

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো নিউজ:

এনাসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী এবং মা সংবর্ধনা অনুষ্ঠিত

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

প্রত্যেক সাংবাদিককেই দেশ প্রেমিক হতে হবে