শিশু বান্ধব ইউনিয়ন গড়ব

আজ ০৮ অক্টোবর-২০১৫ তারিখে মেহেরপুর জেলার ‘পিরোজপুর’ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শিশু-বান্ধব ইউনিয়ন গড়ে তোলার লক্ষে, স্থানীয় পর্যায়ের নীতি-নির্ধারকদের (চেয়ার ম্যান,মেম্বারগণ,স্কুল প্রধানগণ) সাথে ঐ ইউনিয়নে শিশুরা এক ‘গণ শুনানী’ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিশুরা তাদের সুবিধা-অসুবিধার কথা অথিতিদের মাঝে তুলে ধরে । শিশুদের চাওয়ার মধ্যে অন্যতম,(বাল্য-বিবাহ ,ইভটিজিং ,শিশু নির্যাতন ,শিশু শ্রম বন্ধ, সহ জন্মনিবন্ধন করার সময় বয়স না বাড়ানো একাধিক জন্ম সনদ ইস্যু না করা। রেজিষ্ট্রি বিহীন বিয়ে বন্ধ, দরিদ্র শিশুদের আর্থিক সহায়তা) সব শেষ দাবি শিশু-বান্ধব ইউনিয়ন।

এনসিটিএফ- শিশুরা পিরোজপুর ইউনিয়নের বর্তমান বাল-বিবাহের পরিস্থি এবং এর একটা সম্ভাব্য তালিকা অথিতিদের সামনে তুলে ধরে। গত জানুয়ারী গত জুন-সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত ২৩ বাল্য বিয়ে হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ মেয়ের বয়স ১৩-১৫ বছর, এবং দারীদ্রতাও বাল্য-বিয়ের এর অন্যতম কারন বলে আক্ষায়িত করে শিশুরা, আলোচনায় উঠে মেয়েরা পরিবার,সমাজের বোঝা, আমাদের উন্নয়নের পথে বাঁধা।

শিশুদের এমন বক্তব্যের প্রেক্ষিতে চেয়ার ম্যান মহোদয় ‘’সামছুল আলম খান’’ তাৎক্ষনিক কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেন। ১) অনুষ্ঠানে উপস্থিত এক প্রতিবন্ধি শিশুকে প্রতিবন্ধি কার্ড প্রদান করেন এবং ঐ ইউনিয়নের সকল প্রতিবন্ধি শিশুকে এর আওতায় আনার আশ্বাস দেন। ২) পিরোজপুর ইউনিয়রে সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে (ফাষ্টএইড) প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ইউউনিয়ন পরিষদ থেকে (জুনের আগে) একটি প্রকল্প হাতে নেওয়া হবে। চেয়ার ম্যান সাহেব আরও বলেন, ইভটিজিংসহ যে কোনো সমস্যায় আমাদেরকে জানালে আমরা তাৎক্ষনিক তার প্রদক্ষেপ নেব। ইভটিজিং এর জায়গাগুলো আমাদের জানালে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রতিরোধ করব।

চেয়ারম্যান মহোদয় শিশুদের জানান আমরা সকলে (সেভ দ্য চিল্ড্রেন,ইউনিয়ন পরিষদ,নীতি নির্ধারক মহোল) পিরোজপুর ইউনিয়নকে শিশু বান্ধব ইউনিয় হিসাবে গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছি খুব শীঘ্রই আমরা তার সফলতা পাবো। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জনাব মোঃ শামসুল আলম খান সহ ইউনিয়ন মেম্বার,স্কুল প্রধান শিক্ষক এবং সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি শহিদুল ইসলাম শান্ত এবং মোছাৎ মৌসুমী প্রমুখ।