সম্পন্ন হলো শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ-শুনানী।

হাসান মাহমুদঃ মেহেরপুর সদর উপজেলার ‘বুড়িপোতা’ ইউনিয়নের মাধ্যমে শেষ হলো  সদর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ার ম্যানসহ নীতি-নির্ধারনি মহোল প্রধান শিক্ষকদের সাথে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ-শুনানি। এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর ২০১৫ তারিখে বুড়িপোতা ইউনিয়নের শিশুদের বর্তমান পরিস্থিতি নিয়ে নীতি-নির্ধারনি মহোলের সাথে ঐ ইউনিয়নের এনসিটিএফ সদস্যরা

এক গণ-শুনানির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মহোদয় ‘আব্দুর রউফ মুকুল’ মেম্বারগণ,স্কুল প্রধানগণ এবং সুসিল সমাজের ব্যক্তিবর্গ। গণ-শুনানিতে শিশুদের বিভিন্ন সমস্যার কথা উঠে আসে যেমন, কমিউনিটি ক্লিনিকের অনিয়ম,বাল্য-বিবাহের বর্তমান সমস্যা,ইভটিজিং,জন্ম সনদে বয়স না বাড়নোর আবেদন এবং স্কুলের বিভিন্ন সমস্যার কথা। বাল্য-বিবাহ বন্ধের ক্ষেত্রে ‘চেয়ারম্যান মহোদয়’ তাৎক্ষনিক কিছু গুরুত্বপুর্ণ পদক্ষেপ গ্রহণ করে।

যেমন :

১। প্রতিরোধের  ক্ষেত্রে সর্ব প্রথম  শিশুদের সচেতন হতে হবে তাই তিনি সকলকে তার ফোন নাম্বার দিয়ে বলেন যে, আপনারা যে কোনো সময় আমাকে যে কোনো তথ্য দিলে আমি তা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করব।
২। চেয়ারম্যান মহোদয় উপস্থিত প্রধান শিক্ষকদের বলেন বাল্য-বিবাহের কুফল সম্পর্কে সচেতন করার লক্ষে অতিরিক্ত ক্লাস নিতে হবে (সপ্তায় ১ দিন ১ প্রিয়ড)
৩। কমিউনিটি ক্লিনিকে ঔষাধ ঠিকভাবে পাচ্ছে কিনা এবং তা সময়মত খোলা-বন্ধ হচ্ছে কি না সে ব্যাপারে আমার ম্বোর সহ সদস্যগন নিয়মিত তা পরিদর্শন করবে।
৪। খুব শীঘ্রই আমার এলাকাকে/ইউনিয়নকে মাদকদ্রব্য হতে শিশুসহ সকলকে রক্ষা/প্রতিরোধ করার জন্য করার জন্য প্রত্যেক গ্রামের সুসিল সমাজের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করব।
পরিশেষে চেয়ারম্যান মহোদয় বলেন যে শিশুরা যে কোনো সমস্যায় পড়লে এবং আমাকে জানালে আমি তা সমাধানের সর্বাত্বক চেষ্টা করব।অনুষ্ঠানে মডারেটরের দায়ীত্ব পালন করেন, অত্র ইউনিয়নের সহ-সভাপতি স্বপ্না খাতুন। সার্বিক সহযোগিতা করেন এনসিটিএফ এর সিওয়াইভি শহিদুল ইসলাম শান্ত এবং ফরিদা আপা (সেভ দ্য চিল্ড্রেন)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসান মাহমুদ (চাইল্ড পার্লামেন্ট স্পীকার)।

শরীয়তপুরে বর্নাঢ্য অয়োজনের মধ্যদিয়ে শেষ হলো সমাপনী অনুষ্ঠান

 

program time

” শিশু গড়বে সোনার দেশ – যদি পায় সে পরিবেশ ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সমগ্র বাংলাদেশের ন্যায়  শরীয়তপুরেও গত ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ  শিশু একাডেমীর  আয়োজনে এবং  ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)  শরীয়তপুরের সহযোগীতায়   উদযাপিত হয়  শিশু অধিকার সপ্তাহ ২০১৫। তিনদিন ব্যপী  আয়োজন করা হয়েছিল বিভিন্ন প্রতিযোগিতার। প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয় ১৩ অক্টোবর শরীয়তপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান  উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  জনাব মো অহেদুজ্জামান ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান,  বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক সাবিনা ইয়াসমিন। এছাড়া মঞ্চে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ শরীয়তপুরের  শিশু সাংবাদিক সিরাজুল ইসলাম আসিফ ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো: শাহিন উদ্দীন । এনসিটিএফ শরীয়তপুরের  শিশু সাংবাদিক সিরাজুল ইসলাম আসিফ এর সাগত কথার মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় অতিথিবৃন্দ তাদের আলোচনার মধ্যে শিশুদের বিষয়ে অনেক গুরুত্বপৃর্ণ কিছু বিষয় তুলে ধরেন। সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক মহাদয় শিশু অধিকার নিয়ে কাজ করার জন্য এনসিটিএফ কে ধন্যবাদ জানায় এবং সর্বদা এনসিটিএফ কে তাদের কাজ চালিয়ে যেতে বলেন,  এবং এনসিটিএফ এর শিশুদের সকল কাজে তিনি সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন।সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহাদয়  মায়েদের অবদান এবং মায়েদের সচেতনতার বিষয়টি তুলে ধরেন।

এছাড়া সম্মানিত প্রশিক্ষক সাবিনা ইয়াসিন  শ্রমজীবী শিশুদের শিক্ষা সহ অন্যান্য মৌলিক  অধিকার নিশ্চিত করার জন্য সর্বসাধারণকে কাজ করে যেতে বলেছেন।  অনুষ্ঠানের সভাপতি জেলা শিশু বিষয়ক কর্মকর্তার বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।আলোচনা পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।  আর এরই মধ্যে দিয়ে শেষ হয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫।

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০১৫

গত ১১ই অক্টোবর থেকে শুরু হওয়া ৩দিন ব্যাপী জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০১৫ নানান কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে ।এনসিটিএফ বগুড়া এবং বাংলাদেশ শিশু একাডেমী বগুড়ার যৌথ আয়োজনে  এবং ওয়ার্ল্ড  ভিশন,বগুড়া এডিপির সহযোগিতায়  ১৩ অক্টোবর ২০১৫ বিকাল-৩টায় শিশু একাডেমী কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের  চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বগুড়া জিলা স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকাল-৪টায় জেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক   অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলী এর সঞ্চালনায় ও এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের  সম্মানিত প্রশাসক জনাব ডাঃ মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ হোসেন আলী, গবেষণা কর্মকর্তা ,জেলা শিক্ষা অফিস ,বগুড়া ফারজানা হক শারমিন ও সিনিয়র এডিপি ম্যানেজার ,ওয়ার্ল্ড ভিশন,বগুড়া জনাব লোটাস চিসিম।শুরুতেই বক্তব্য রাখেন এনসিটিএফ,বগুড়ার  সভাপতি জাওয়াদুল করিম জীসান।এসময় এনসিটিএফ কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান, সামিউল ইসলাম, পারমিতা ভট্টাচার্য্য স্বর্ণা, নূর জাহান পুস্প, মাইমুনা আক্তার রিমকি ,সাদিয়া আক্তার, আবীদ শাহরিয়ার, শাহরিয়ার আহমেদ সেতু, এবং জেলা ভলান্টিয়ার সোহরাব হোসেন সোহাগ ও মোহ্না আক্তার এরপর এনসিটিএফ এর শিশুরা মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশণ করে।

 

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আনন্দ অনুষ্ঠান ।

IMG_20151012_125218শামীম ইসলাম : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী খাগড়াছড়ি ৩ দিন ব্যাপী আয়োজনে শিশু সপ্তাহ এর দ্বিতীয় দিনে,কন্যা শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আজ সকাল ১০.৩০ ঘটিকায় বিভিন্ন বিষয়ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা দিয়ে শুরু হয়। উক্ত প্রতিযোগিতায় জেলা সদরের ৮টি স্কুলের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবী বড়য়া জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উষানু চৌধুরী-জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ারা বেগম-প্রধান শিক্ষক, খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাম্প্রা ত্রিপুরা-সভাপতি, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এনসিটিএফ খাগড়াছড়ি এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র-ছাত্রী, অভিভাবক, হ্যালোর শিশু সাংবাদিক।
আলোচনা সভার শেষে ছাত্র-ছাত্রী মিলিয়ে প্রায় ৮৫ জনকে পুরস্কার বিতরণ করা হয়।IMG_20151012_111158IMG_20151012_110256