ময়মনসিংহ এন.সি.টি.এফ এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

মেহেদীঃ  আজ ১০ই সেপ্টেম্বর ২০১৫ বিকাল ৩.০০ টায় ময়মনসিংহ শিশু একাডেমি কার্যালয়ে ময়মনসিংহ এন.সি.টি.এফ এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে এন.সি.টি.এফ এর কার্য নির্বাহির সকল সদ্যসরা উপস্থিত ছিলেন । এবং মাসিক সভায় যে সব বিষয়ে আলোচনা করা হয় : ১. শিশু অধিকার সপ্তাহ পালন ২.নতুন সদস্য সংগ্রহন ৩.আইডি কার্ডের জন্য ছবি দেওয়া। ৪.স্কুল কমিটি গঠন। ৫.আগামী মাসের সভার দিন নির্ধারন করা।

এনসিটিএফ ঢাকা জেলার রায়ের বাজার কমিটি গঠন

ন্যশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) ঢাকা জেলার অধীনে রায়ের বাজার কমিটি গঠন। আজ ৯ই সেপ্টেম্বর রাজধানীর রায়ের বাজারে সেভ দ্যা চিলড্রেন এর ‘শিশুদের জন্য’ কর্মসুচির অধীনে শিশুদের অংশগ্রহনে সকাল ১০টা থেকে দিন ব্যাপী এনসিটিএফ রায়েরবাজার কমিটি গঠন এর জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

এনসিটিএফ রায়বাজার কমিটির নির্বাচন পরিচালনায় ছিলেন এনসিটিএফ ঢাকা জেলা কার্যনির্বাহি কমিটির সভাপতি ফাতেমা সিদ্দিকা রীমা এবং সাধারন সম্পাদক সৈকত হাসান শাওন এবং তাদের সার্বিক সহযোগিতায় ছিলেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার জান্নাতুল ইসলাম রাহাদ এবং মমতাজুল ইসলাম রুমন। এছাড়াও নির্বাচন পরিদর্শক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের ব্যবস্থাপক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) ও সেভ দ্যা চিলড্রেন এর কর্মকর্তাগন।এনসিটিএফ রায়েরবাজারের ১১ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটিকে শপথ গ্রহন ও দায়িত্ব অর্পন অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সভাপতি ফাতেমা সিদ্দিকা রীমা। নব-নির্বাচিত কমিটি আগামী দুই বছরের মেয়াদে কাজ করবেন।

শিশু অধিদপ্তর করার দাবীতে কিশোরগঞ্জে স্মারকলিপি প্রদান

তনিমা রব তোড়া : গত ৮ সেপ্টেম্বর রোর বুধবার শিশু একাডেমীকে শিশু বিষয়ক অধিদপ্তরে রুপান্তরের দাবীতে  কিশোরগঞ্জে জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মহোদয়ের নিকট শিশু ও অভিবাবকদের সম্মতি সরুপ শিশুদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করে ৷এ সময় সেখানে উপস্থিত ছিল এনসিটিএফ কার্যকরী  কমিটির শিশু সাংবাদিক, শিশু গবেষক, ভলান্টিয়ার এবং সদস্য সহ আরো অনেকে ৷ স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের সাথে সৌজন্য আলোচনা করা হয় ৷

শিশু একাডেমিকে শিশু অধিদপ্তর করার অনুরোধ জানিয়ে এনসিটিএফ মাদারীপুর কর্তৃক জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান

গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমীকে “ শিশু বিষয়ক অধিদপ্তর ” এ রুপান্তর করনের দাবী জানিয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্র্রনালয়  বরাবর জানিয়ে জনাব মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, জেলা প্রশাসক মাদারীপুর মহোদয়ের কাছে শিশু ও অভিভাবকদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি করা হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক এর কার্যালয়ে এনসিটিএফ মাদারীপুরের কার্যনির্বাহি কমিটির সদস্য ও জেলা ভলান্টিয়ার উপস্থিত থাকেন।

শিশু ও অভিভাবকদের মানববন্ধন কর্মসূচি পালন-মানিকগঞ্জ জেলা এনসিটিএফ

বাংলাদেশ শিশু একাডেমীর ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ের ভবন ও ভূমি সংরক্ষনের দাবীতে ০৪- ই সেপ্টেম্বর ১৫- এ সকাল ১০:০০ ঘটিকার সময় মানিকগঞ্জের শহীদ রফিক সড়কে মানববন্ধন করে মানিকগঞ্জের সর্বস্তরের শিশু ও অভিভাবকবৃন্দ। একই দাবীতে এর আগেও মানিকগঞ্জে অনুরুপ কর্মসূচী পালন করে তারা।

বাংলাদেশ শিশু একাডেমীকে শিশু বিষয়ক অধিদপ্তরে রূপান্তর করার দাবীতে এনসিটিএফ নাটোর এর স্মারকলিপি পেশ

আমরা দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে, র্বতমান শিশুবান্ধব গণতান্ত্রিক সরকার শিশু বিষয়ক অধিদপ্তর গঠন করতে যাচ্ছনে। এ সংবাদটি দেশের প্রায় ৪৮ শতাংশ শশিুদরে জন্য কি যে আনন্দরে ও গৌরবরে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটি বাস্তবায়তি হলে আমরা মনে করি শিশু অধিকার বাস্তবায়নরে নতুন দিগন্ত  উন্মোচিত হবে।  আমাদরে প্রত্যাশা হলো বাংলাদশে শশিু একাডমেীকে ‘শিশু বিষয়ক অধিদপ্তর’ এ রূপান্তরকরণ।

কারণ, বাংলাদেশ শিশু একাডেমীর সাথে শিশুদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাঁরা শিশুদের নিয়ে নানা আঙ্গিকে নানা বিষয়ে প্রায় চার দশক ধরে কাজ করছেন। তাঁরা দক্ষ, অভিজ্ঞ এবং পরীক্ষিত। শিশু-অভিভাবকগণের সাথে একাডেমীর আন্তঃ সম্পর্কও চমৎকার। অপরপক্ষে, নতুন অবকাঠামো ও নতুন জনবল নিয়ে যদি অধিদপ্তর গঠিত হয়, তাহলে আমরা তথা শিশুরা অনেক সমস্যার সম্মুখীন হব। যেমন : সম্পর্কের উন্নয়ন, কাজ শেখা, দক্ষতা-অভিজ্ঞতা অর্জন ও পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই অনেক সময় অপচয় হবে বলে আমরা মনে করি। সেই কারণে বাংলাদেশ শিশু একাডেমীকে আইনের মাধ্যমে শিশু বিষয়ক অধিদপ্তরে পরিণত করলে সব শিশু একই ছাতার নিচে আসবে, শিশুরা বেশি উপকৃত হবে এবং শিশুর সকল অধিকার বাস্তবায়ন ত্বরান্বিত হবে বলে আমরা বিশ্বাস করি।

এমতাবস্থায়, জাতীয় সম্পদ সুরক্ষা ও শিশুদের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় রেখে বাংলাদেশ শিশু একাডেমীকে ‘শিশু বিষয়ক অধিদপ্তর’ এ রূপান্তরকরণের দাবিতে অদ্য ০২ সেপ্টেম্বর ২০১৫ খ্রিঃ তারিখ রোজ বুধবার বেলা ১১.০০টায় বিষয়টি মাননীয় প্রতিমন্ত্রী,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-কে অবহিত করার জন্য নাটোরের সকল শিশুর পক্ষ থেকে ন্যাশনাল চিলড্রেন টাক্সফোস(এনসিটিএফ),নাটোর জেলা শাখা জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি পেশ করে।

এনসিটিএফ ঠাকুরগাঁও এর সরকারি বালিকা শিশু সদন পরিদর্শন

গত ৩ সেপ্টেম্বর এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার সরকারি বালিকা শিশু সদন পরিদর্শনে যায়। এনসিটিএফ ঠাকুরগাঁও পরিকল্পনা অনুযায়ী উক্ত মাসে শিশু সনদের পরিদর্শনের জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় সরকারি বালিকা সদনে যায়। শিশুদের সাথে কথা বলে এনসিটিএফ। শিশুদের সাথে কথা বলে জানা যায়, এখানের পরিবেশ বেশ ভাল। এখন পর্যন্ত কোন সমস্যা কারো চোখে পড়ে নাই। এখানকার শিশুরা পড়াশুনা করে জীবনে অনেক বড় হতে চায়। পরিদর্শন সময়ে জেলা এনসিটিএফ এর কার্যনিবার্হী কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার এবং জেলা শিশু বিষয়ক কর্মকত

বাংলাদেশ শিশু একাডেমী’র কেন্দ্রীয় ভবন স্থানান্তরের জন্য সুপ্রীম কোর্টের আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে আজ নরসিংদীতে মানব-বন্ধন করেছেন শিশু অভিভাবক ও সংগঠক ফোরাম

শিমুল আহমেদ তরঙ্গ : বাংলাদেশ শিশু একাডেমী’র কেন্দ্রীয় ভবন স্থানান্তরের জন্য সুপ্রীম কোর্টের আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে আজ ৪ঠা সেপ্টেম্বর নরসিংদীতে মানব-বন্ধন করেছেন শিশু অভিভাবক ও সংগঠক ফোরাম ; জেলা শিশু একাডেমী’র প্রশিক্ষনার্থী শিশুরা ও নরসিংদী এনসিটিএফ সদস্যগন। নরসিংদী প্রেস- ক্লাব এর সামনে এ মানব-বন্ধন করা হয়।

মানব-বন্ধনে অংশগ্রহনকারীরা বলেন,  শিশু একাডেমীকে বর্তমান স্থানটি ছেড়ে দিতে হলে সুপ্রিম কোর্টের এই আদেশ শিশুদের এই বিচরন ক্ষেত্রটিকে নষ্ট করে দিবে।  এনসিটিএফ এর শিশু গবেষক কেয়ারাম হোসেন পাপ্পু তার বক্তৃতায় বলে,   শিশু – কিশোরদের সুস্থ ও শান্তি পূর্ন পরিবেশে সংস্কৃতি চর্চার সুযোগ অবারিত রাখার জন্য এ স্থানের বিকল্প নেই।

জানা যায়,  ১৯৭৬ সালে ৩দশমিক ৬৯ একর জায়গায় শিশুদের শিল্পকলার নানা বিষয়ে প্রশিক্ষনে দিতে প্রতিষ্ঠিত হয় শিশু একাডেমী।  প্রায় চার হাজার শিশু সপ্তাহের তিন দিন প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষন গ্রহন করে। ৪০ হাজার বইয়ের বিশাল গ্রন্থাগার সহ নিজস্ব প্রকাশনা সংস্থা ও জাদুঘর রয়েছে।

জানা যায়,  এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালে শিশু একাডেমীর সম্পত্তি সুপ্রিম কোর্টের মর্মে রায় ঘোষনা করেন হাইকোর্ট।  পরে এ রায় বহাল রাখেন আপিল বিভাগ।  চলতি বছরের ৪ আগষ্ট হাইকোর্ট শিশু একাডেমী কর্তৃপক্ষের কাছে সুপ্রিম কোর্টের সম্পত্তি হস্তান্তরের কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চায়।

এদিকে, এ  রায়ের প্রতিবাদে ৬৪ জেলা শিশু একাডেমী মানব-বন্ধনের আয়োজন করে ।

সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুর এর সেপ্টেম্বর মাসের মাসিক সভা

সিরাজুল ইসলাম আসিফ: আজ ৩রা সেপ্টেম্বর বিকাল ৪টায় এনসিটিএফ শরীয়তপুরের কার্যালয়ের এনসিটিএফ শরীয়তপুরের সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুরের সহ-সভাপতি আফরিন সুলতানা সিথী । সভায় আরো উপস্থিত ছিলেন :
সাধারণ সম্পাদক : মিতু আক্তার  ।
সাংগঠনিক সম্পাদক : রিমন মল্লিক ।
শিশু সংসদ  সদস্য : মাসুদ হাওলাদার ।
শিশু সংসদ  সদস্য : আলিজা আলী  জেরিন ।
শিশু সাংবাদিক : সিরাজুল ইসলাম আসিফ ।
শিশু সাংবাদিক : ঝুমুর আক্তার তন্নী ।
শিশু গবেষক : দেলোয়ার হোসেন সিফাত ।
শিশু গবেষক : লিজা আক্তার ।
জেলা ভলান্টিয়ার : সুমাইয়া শারমিন ।
জেলা ভলান্টিয়ার : মিঠুন খান সাগর ।
সাধারণ সদস্য : শুভ, আমিনুল এবং আসিফ ইকবাল . এবং
এনসিটিএফ শরীয়তপুরের সাবেক সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা : শহীদুল ইসলাম তানভীর ।

মাসিক সভায় গ্রহণকৃত সিদ্ধান্ত সমুহ :
*১* সভা জেলা কমিটির অন্যান্য সদস্যদের সম্মতি সাপেক্ষে দেলোয়ার হোসেন সিফাত এবং লিজা আক্তার কে শিশু গবেষক হিসেবে জেলা কমিটিতে নেওয়া হয়েছে ।
*২* আগামী রবিবার থেকে  এনসিটিএফ শরীয়তপুর , জেলার ৬টি স্কুলে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা এবং স্কুল ক্লাব কমিটি গঠন কার্য শুরু করবে ।
*৩* ঈদুল আযহা উপলক্ষে এনসিটিএফ শরীয়তপুরের পক্ষ থেকে পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ।
*৫* বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এনসিটিএফ শরীয়তপুর এর উদ্দ্যোগ এ আন্ত স্কুল শিশু ক্লাব কমিটির বিতর্ক প্রতিযোগিতা ।

*৬* স্কুলে শিশুদের শারীরিক এবং মানসিক শাস্তি বন্ধের জন্য জেলা প্রশাসক এবং স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ।
*৭* শিশু অধিদপ্তর করার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ।
*৮* শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে এনসিটিএফ শরীয়তপুরের জেলা কমিটির সদস্যদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা ।
বিতর্কের বিষয় “শিশু অধিকার রক্ষার্থে পরিবারই মুখ্য ভুমিকা পালন করে” ।

এছাড়াও আরো অন্যান্য বিষয়েও সিধান্ত নেওয়া হয় ।

[ সিরাজুল ইসলাম আসিফ,
শিশু সাংবাদিক,
এনসিটিএফ শরীয়তপুর. ]

“Children raise voice for Quality Education and to Stop Child Labor”

“If the state can ensure good educational environment for children then no more child will dropout from school as well as life “For the lack of basic rights most importantly food (empty Stomach)Pushes them towards child labor “I think Government should Scale up “A MEAL IN SCHOOL “policy across the under develop area.

                                                                   Said Jaoudul Karim Jisan (President NCTF Bogra)

On 12, June 2015 National Children Task Force (NCTF) Bogra celebrated the world child labor day 2015. “Say yes to quality education and say no to child labor.” with this oath, NCTF Bogra organized a child rally and sports competition with five hundred children included child labor.

Through a general meeting, NCTF Bogra committee members planned for the celebration of upcoming Child Labor Day 2015 and they invited World Vision and Shisu Academy to discuss about their plan to organize a rally and sports competition with the working children of Bogra District.2

Aiming the child participation on child labor day NCTF committee visited a primary school (Shisu Kollan a child well fare school) of working children and led a campaign there to encourage them (children) for advocacy and make them aware.

The chief Guest Shufia Nazim, Additional Deputy Commissioner (ADC) inaugurated the rally and sports competition. Mr.Palash Crueze from World vision, the Chief news editor of Corotoya and BSA officer Bogra also present there. Around two hundred and fifty children joined the daylong event.  Finally the chief guest gave award among the children. ADC appreciates NCTF for their advocacy and promised to be with NCTF. BSA officer Bogra, Shah MD Isahaq Ali co-ordinate the whole program and it led by NCTF members.