শেরপুরে এনসিটিএফ এর অংশগ্রহণে বাল্য বিবাহ নিরোধে সোশ্যাল মিডিয়া সংলাপ

অরিত্র্য চন্দ্র ঝলক : গত ০১ সেপ্টেম্বর,২০১৫ শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল বাল্যবিবাহ নিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোশ্যাল মিডিয়া সংলাপ । মঙ্গলবার দুপুর ৩টায় শেরপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সংলাপ।
ঊক্ত সংলাপে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল । এছাড়াও উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরাও তাদের মতামত ব্যক্ত করেন । উক্ত আলোচনা সভায় এনসিটিএফ  এর  সাধারন সম্পাদক  অরিত্র্য চন্দ্র ঝলক ও শিশু সাংবাদিক রজত সাহা অন্তু  উপস্থিত ছিলেন ।এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যোগ দেন । আরও বক্তব্য দেন ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর) মেয়র মো. আনিসুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহা-পরিদর্শক (ডিআইজি) মো. নূরুজ্জামান  উক্ত আলোচনা সভায় বাল্য বিবাহ নিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহনের পাশাপাশি দ্রুত পদক্ষেপ গ্রহন ও জনসচেতনতা বৃদ্ধি গড়ে তোলার বিষয় নিশ্চিত করা হয় ।