“ব্রাহ্মণবাড়িয়া এনসিটিএফ’র সাংবাদিক এবং শিশু গবেষকদের দ্বিমাসিক মিটিং অনুষ্ঠিত “

গত ৯ ই নভেম্বর ২০১৮, রোজ শুএবার বেলা ৩ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিটিএফ এর সাংবাদিক এবং শিশু গবেষকদের দ্বিমাসিক মিটিং অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা এনসিটিএফ সভাপতি মোঃইফতেখারুল ইসলাম প্রত্যাশা,শিশু গবেষক তৌহিদুল ইসলাম ইনাম,সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার জ্যেতিসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের উপ কমিটির সাংবাদিক এবং শিশু গবেষকগণ। এসময় আরো উপস্থিত ছিলেন ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস,সেতারা সুলতানা সেতু।

আলোচ্যসূচিঃ

১/বিভিন্ন বিদ্যালয়ে গবেষণামূলক কার্যক্রম এর উদ্যোগ

২/বাল্যবিবাহ নিরোধ করার জন্য সচেতনা তৈরি,আইনি বিষয় সম্পর্কে তথ্য প্রদান

৩/শিশুদের চিন্তাভাবনা নিয়ে নতুন ধারার বিতর্কের আয়োজন

৪/এনসিটিএফ সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য সাংবাদিকতা,গবেষণা এবং বিভিন্ন বিষয়ে কর্মশালার আয়োজন।

সিদ্ধান্তসমূহঃ

১/অদ্য ১২-১৩ ডিসেম্বর সদস্যদের দুই দিন ব্যাপি কর্মশালা প্রদান

২/প্রতিটি বিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে প্রতিবেদন তৈরি এবং মাসের শেষে তা নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষদের সাথে আলোচনা।

৩/অনুষ্ঠিত হতে যাওয়া শিশু গবেষকদের ট্রেনিং এর জন্য শিশু গবেষককে পাঠানো বিষয়ে সিদ্ধান্তগ্রহণ।

কার্যক্রমের শেষে সকলের মতামত অনুসারে আগামী দ্বিমাসিক মিটিং এর তারিখ নির্ধারণ করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন সভার  সভাপতি।