সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

২০-০৫-২০১৮ তারিখ বিকেল ৩ টায় ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার এর উদ্যোগে এবং বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগীতায় শিশু একাডেমীর মিলনায়তনে ৭৬ জন সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাইব্রেরিয়ান মোঃ ফরিদ আহমদ, জেলা ভলান্টিয়ার মোঃ কামরুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চাইল্ড পার্লামেন্ট মেম্বার সাদিয়া ওয়াসিমা লিলি, এনসিটিএফ মৌলভাবাজার সভাপতি দীপ্র ধর অর্ঘ্য, সহ- সভাপতি নুসাইবা ইবনাত রুপন্তী, সাধারণ সম্পাদক পারভীন বেগম, কৃতিময় রায়, ইমাম আহমেদ সাহাবি, ফাহিম আহমেদ, সাহান মিয়া, সায়মা হোসেন অপি, সাবেক সভাপতি তারেক আজিজ, মোঃ ইস্মাইল, ইমন পাল দ্রুব, সমরিতা পাল ঐশী প্রমুখ।

গাইবান্ধায় জেলা শিক্ষা অফিসারের সাথে এনসিটিএফ সদস্যদের সাক্ষাত

১৩-০৫-১৮ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
সাক্ষাতকালে এনসিটিএফ সদস্যরা জেলা শিক্ষা অফিসারকে এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরে তাকে এনসিটিএফ এর মুখপত্র ও সহায়িকা বই প্রদান করা হয়। তিনি শিশুদের এই কার্যক্রমকে আরো প্রসারিত করার গুরুত্বারোপ করেন এবং এনসিটিএফ কে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি এনসিটিএফ এর কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, চাইল্ড পার্লামেন্ট সদস্য তনিমা হাবিব রুম্পা, কার্যনির্বাহী সদস্য মনিরা মনি, জিশা ও জেলা ভলান্টিয়ার শ্রাবনী রহমান।

এনসিটিএফ আমঝুপি ইউনিয়ন কার্যানর্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৬ মে ২০১৮ তারিখে আমঝুপি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এনসিটিএফ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন কার্যানর্বাহী কমিটির নির্বাচন অনষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ইউনিয়নের ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ কৈশর কেন্দ্র থেকে মোট ৩০ জন শিশু উপস্থিত ছিলো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সভাপতিত্বে নির্বাচন কমিশন হিসাবে উপস্থিত ছিলেন গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। উপস্থিত সকল শিশুর গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সভাপতি হিসাবে নির্বাচিত হয় মোছাঃ সুরোভী খাতুন সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয় সোহানুর রহমান। উক্ত নির্বাচনী অনুষ্ঠানে জেলা এনসিটিএফ কার্যনিবাহী কমিটির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরাব হোসেন (সভাপতি) এবং কানন আহমেদ (শিশু গবেষক)। সবশেষে নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়।
উক্ত নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন হাসান মাহমুদ, তপনবালা সুজা।  

গাইবান্ধায় এনসিটিএফ এর স্কুল পরিদর্শন ও কমিটি গঠন

জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
গত ৮ এপ্রিল, রবিবার সকালে এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা জেলার সদর উপজেলার দাড়িয়াপুর আমান উল্ল্যাহ উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সেখানে এনসিটিএফ এর সদস্য সংগ্রহ ও স্কুল কমিটি গঠন করেন। এসময় সর্বমোট ৮৬ জন ছাত্র-ছাত্রী এনসিটিএফ এর সাধারণ সদস্য হিসেবে ফরম পুরন করেন পরে তাদের মধ্য হতে ১১ সদস্য বিশিষ্ট স্কুল কমিটি গঠন করা হয়। যারা তাদের স্কুলে শিশু অধিকার বাস্তবায়ন, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী প্রচারনা, নিরাপদ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করবেন।
এছাড়াও নব-নির্বাচিত স্কুল কমিটির সাথে এনসিটিএফ এর বিভিন্ন কাযর্ক্রম নিয়ে আলোচনা করা হয় এবং জাতিসংঘের শিশু অধিকার সনদ ও দেশের বর্তমান শিশু অধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। পরে সকল শিক্ষার্থীদের মাঝে এনসিটিএফ মুখপত্র “শিশু ভাবনা” বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও সহকারি শিক্ষক মোঃ মাজেদুল হাসান প্লাবন এ সময় এনসিটিএফ জেলা কমিটির সদস্যদের সব ধরনের সহযোগিতা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা এনসিটিএফ এর সাবেক সভাপতি মোঃ মনির হোসেন মিলন, সাবেক সভাপতি ও জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও জেলা কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।

এনসিটিএফ মৌলভীবাজার জেলার দ্বিবার্ষিক নির্বাচন ও বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

২৪ মার্চ ২০১৮ রোজ শনিবার সকাল ৯ টায় বাংলাদেশ শিশু একাডমী মৌলভীবাজার এর হলরুমে অনুষ্ঠিত হয় এনসিটিএফ মৌলভীবাজার জেলার দ্বিবার্ষিক নির্বাচন ও বার্ষিক পরিকল্পনা সভা। অনুষ্ঠানের শুরুতে এনসিটিএফ বর্তামান কমিটির পরিচয় পর্ব ও এনসিটিএফ এর কার্যক্রম সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়। এর পর জেলার বিভিন্ন স্কুল কমিটির সদস্য এবং এনসিটিএফ এর সাধারন সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়। নির্বাচনের দিন প্রার্থীরা ভোটারদের নিকট শিশু অধিকার বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতিমূলক বক্তব্য তুলে ধরেন। রিটার্নিং অফিসার ভোটের নিয়ন কানুন সকলকে জানান। সকাল ৯:৩০ টায় শুরু হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলে দুপুর ১২:৩০ টা পর্যন্ত। এর পর শুরু হয় বার্ষিক কর্মপরিকল্পনা সভা। কর্মপরিকল্পনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশের মাধ্যমে নতুন কমিটির নিকিট দায়িত্ব হস্তান্তর করে পূর্বের কমিটি। এনসিটিএফ এর নির্বাচন প্রক্রিয়া দেখতে শিশুদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন , দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি মুহিবুর রহমান, রেডিও পল্লী কন্ঠের প্রধান নির্বাহী হাসান মাহদী, হাফিজাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরী মজুমদার এবং শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অপরাজিতা রায়, জেলা ভলান্টিয়ার এবং এনসিটিএফ উপদেষ্টাবৃন্দ।

এনসিটিএফ শেরপুর জেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শেরপুর জেলা শাখার উদ্যোগে “আসুন, অসহায় শিশুদের মুখে উষ্ণতা ছড়িয়ে দিই” এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হয় ‘শীতবস্ত্র বিতরণ-২০১৮’ কর্মসূচী। শেরপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৪০জন শিশুর হাতে তুলে দেয়া হয় শীত নিবারণের জন্য কম্বল। উপস্থিত ছিলেন এনসিটিএফ শেরপুর জেলার সভাপতি দুর্জয় সরকার তীর্থ, সম্পাদক অরিত্র চন্দ্র ঝলক, শিশু সাংবাদিক রজত সাহা অন্তু সহ কার্যনির্বাহী কমিটির সদস্য – আহনাফ হোসেব নাকিব, দিগন্ত সাহা, পিয়াস কর্মকার ও ওয়াহিদ রিফাত। এছাড়াও শেরপুরের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী তাদেরকে কিছু সহযোগিতা করে, শিশুদের মুখে উষ্ণ হাসি ফোঁটায়।

রজত সাহা অন্তু
শিশু সাংবাদিক, এনসিটিএফ, শেরপুর।

সম্পন্ন হলো এনসিটিএফ শরীয়তপুর এর জানুয়ারি মাসের মাসিক সভা

১২-০১-২০১৮ শুক্রবার এনসিটিএফ শরীয়তপুর এর কার্যালয়ে ২০১৮ সালের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সবাইকে স্বাগতম জানিয়ে সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুর এর সভাপতি আসিফ ইকবাল।

# সভার আলোচ্য বিষয়:

১. ২০১৭ সালের বাৎসরিক পত্রিকা প্রকাশনা।

২. ২০১৮ – ২০১৯ সালের এনসিটিএফ শরীয়তপুর কমিটি নির্বাচন।

৩. শিশুদের খেলাধুলা বিষয়ক জরিপ।

# সিদ্ধান্ত:

১. আগামী ১৬-১৭ জানুয়ারি এনসিটএফ শরীয়তপুর এর ২০১৭ সালের যাবতীয় নিউজ সংগ্রহ করা হবে, ১৮-১৯ জানুয়ারি কমিটি মেম্বার ও সাধারন সদস্যদের লেখা গল্প, ছোট গল্প, কবিতা সংগ্রহ করা হবে এবং যাবতীয় কাজ গুছিয়ে আগামী ২০ শে জানুয়ারি পত্রিকার প্রিন্টিং এর কাজ শুরু করা হবে।

পত্রিকা প্রকাশনা সম্পাদক: আমিনুল ইসলাম, সহসম্পাদক: আসিফ ইকবাল, সাইদুল ইসলাম শুভ, সাজেদুল ইসলাম সাহেদ।

২. আগামী ৩১ শে জানুয়ারি এনসিটিএফ শরীয়তপুর এর ২০১৮ – ২০১৯ সালের কমিটি নির্বাচন করা হবে। ১৩ জানুয়ারি থেকে নির্বাচন প্রচারণা করা হবে। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ শে জানুয়ারি।

৩. আগামী ১৬ জানুয়ারি থেকে ১৯ শে জানুয়ারি পর্যন্ত শিশুদের খেলাধুলা বিষয়ে তাদের মতামত এবং তাদের দেয়া তথ্য সম্পর্কিত জরিপ চালানো হবে।

উক্ত সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাহীন উদ্দিন, এনসিটিএফ সেন্ট্রাল ইউথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন ও এনসিটিএফ শরীয়তপুর এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

[আমিনুল ইসলাম,
শিশু সাংবাদিক, এনসিটিএফ শরীয়তপুর]

এনসিটিএফ নওগাঁ জেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে এনসিটিএফ নওগাঁ দরিদ্র শিশুদের মাঝে শীতবন্ত্র (কম্বল) বিতরণ করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব ড. মোঃ আমিনুর রহমান, উপদেষ্টা উত্তম কুমার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, ডিভি (ছেলে) মোঃ শরিফ সিকদার শাহিন, ডিভি (মেয়ে) মিফতাহুল জান্নাত খান ও এনসিটিএফ নওগাঁর কার্যকরী কমিটির সদস্য।  

খুলনা এনসিটিএফ সদস্যদের স্কুল পরিদর্শন

১৮-০৯-২০১৭ খুলনার ন্যাশনাল হাই স্কুল ও ন্যাশনাল গার্লস হাই স্কুল পরিদর্শন করে এনসিটিএফ খুলনা এর সদস্যরা। ন্যাশনাল গার্লস স্কুলে তেমন কোন সমস্যা না থাকলেও ন্যাশনাল হাই স্কুলে বেশ কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মেয়েদের শারীরিক সমস্যা সমাধানের উপযুক্ত কোন ব্যবস্থা নেই। মেয়েদের জন্য আলাদা কোন কমনরুম নেই, আলাদা কোন খেলার জায়গা নেই। পরিদর্শনে দেখা যায় তাদের একটি টিওবয়েল রয়েছে এবং সেটি স্বাস্থ্যকর, একটি লাইব্রেরি রয়েছে, অনেক ধরনের বই রয়েছে, বই পড়ার সুযোগ ও রয়েছে। তাদের পড়াশুনার মান খুবই ভালো। শিক্ষক এবং শিক্ষিকারা তাদের যথেষ্ট পরিমাণে লেখাপড়ায় সাহায্য সহযোগীতা করেন।
পরির্দশনে অংশগ্রহণ করেন এনসিটিএফ খুলনা কমিটির সদস্যগণ এবং ইয়ুথ ভলান্টিয়ার মৃদুল ইসলাম।

শিশু অধিকার সপ্তাহ উদযাপন করবে ইউনিয়ন পরিষদ

১৯ সেপ্টেম্বর-২০১৭। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায়ে “সমাজ ভিত্তিক শিশু সুরক্ষায় বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন সম্পর্কিত প্রতিবেদন এবং শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়নে কর্মশালা” এর আওতায় গাংনী উপজেলার “বামন্দি” ইউনিয়ন এর এনসিটিএফ এর নেতৃত্বে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় শিশুদের বিভিন্ন দাবি যেমন, শিশু অধিকার সপ্তাহ উদযাপন, উন্নয়ন বাজেটে শিশুর অংশগ্রহণ, অভিযোগ বক্স স্থাপন, শিশুদের জন্য আলাদা নাগরিক সনদ, টাস্কফোর্স কমিটিতে শিশুর অংশগ্রহন নিশ্চিতসহ শিশু অধিকার প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতার কথা উঠে আসে। শিশুদের এ সকল দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয় সভাপতির বক্তব্যে শিশু অধিকার সপ্তাহ উদযাপন এবং শিশুদের সাথে সংলাপের প্রতিশ্রুতি প্রদান করেন। উক্ত কর্মশালার সার্বিক সহযোগী হিসাবে ছিলেন, সৈয়দ নাশিদুল হক (সিনিয়র প্রজেক্ট অফিসার সেভ দ্য চিলড্রেন) এবং হাসান মাহমুদ (এনসিটিএফ জেলা সেচ্ছাসেবক)।   পরিশেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে শিশু অধিকার প্রতিষ্ঠায় সকল কার্যকরি ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতিতে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।