এনসিটিএফ শরীয়তপুর এর স্কুল ভিজিট ও ক্যাম্পেইন

পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৪-০৭-২০১৭ তারিখে সম্পূর্ণ হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুর আয়োজিত স্কুল ভিজিট ও ১ দিনের স্কুল ক্যাম্পেইন।

উক্ত অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয় এনসিটিএফ এর পরিচয়, এনসিটিএফ এর কাজ এবং শিশু অধিকার রক্ষার্থে এনসিটিএফ এর গুরুত্ব। এছাড়া নানা রকম শিক্ষনীয় গল্প এবং স্বল্প সময়ের নাটক দিয়ে সকল শিক্ষার্থীদের কাছে অনুষ্ঠানটি করে তোলা হয় মজাদার এবং আকর্ষণীয়, এর সাথে জানা হয় এনসিটিএফ নিয়ে তাদের মন্তব্য এবং দেয়া হয় এনসিটিএফ নিয়ে তাদের সকল প্রশ্নের উত্তর। 

অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন ঝুমুর আক্তার তন্নি, আসিফ ইকবাল, সাইদুল ইসলাম শুভ, আমিনুল ইসলাম, সাজেদুল ইসলাম সাহেদ।

দুটি অধিবেশন মিলিয়ে প্রায় ১৫০ শতাধিক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডি.ভি-ঝুমুর আক্তার তন্নি, সভাপতি-আসিফ ইকবাল, সাধারন সম্পাদক-সাইদুল ইসলাম শুভ, শিশু সাংবাদিক-আমিনুল ইসলাম ও শামিমা কালাম শিলা, শিশু গবেষক-সাজেদুল ইসলাম সাহেদ, শিশু সংসদ সদস্য-মারিয়া আফরিন শিমলা, সাধারন সদস্য-লামিয়া সানজিদা ও শ্রাবণী আক্তার রাণী। 

[আমিনুল ইসলাম,
শিশু সাংবাদিক, এনসিটিএফ শরীয়তপুর]