এনসিটিএফ চট্টগ্রামের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিলো সার্জ ফাউন্ডেশন

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে সবাই যখন নিজেকে এবং নিজের পরিবারকে নতুন জামায় সাজাতে ব্যস্ত ঠিক তখনই কিছু সমাজ সচেতন তরুণ এগিয়ে আসলো নগরীর সুবিধাবঞ্চিত শিশুদেরকে ঈদের রঙে রাঙিয়ে দিতে। এনসিটিএফ চট্টগ্রামের সহায়তায়  স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন সার্জ ফাউন্ডেশন ২৩ ফেব্রুয়ারী রোজ শুক্রবার নগরীর কল্পলোক আবাসিকের সুবিধাবঞ্চিত শ্রমজীবি শিশুদের নিয়ে ইমপেরিয়াল স্মাইল ইভেন্টের আয়োজন করে। এতে তারা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণের পাশাপাশি মেহেদী রঙে রাঙিয়ে দেয় প্রতিটি শিশুর হাত। সার্জ ফাউন্ডেশনের সিইও এবং এনসিটিএফ চট্টগ্রামের সভাপতি  শাহরিয়ার তামিম সৌরভ তাদের এই আয়োজন সম্পর্কে বলেন, “প্রতিবারের ন্যায় এইবার ও আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি। তাদেরকে আমরা ব্রান্ডের জামা উপহার দিয়েছি যেই জামাগুলো সাধারণত আমরা আমাদের ভাই-বোনদের জন্য কিনে থাকি। আমাদেরকে যারা আর্থিক সহায়তার মাধ্যমে আয়োজনটি সাফল্যমন্ডিত করতে সহায়তা করেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।” চাইল্ড পার্লামেন্টের প্যানেল ডেপুটি স্পীকার  জান্নাতুল ফেরদৌস মমি অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে নির্মল হাসি ফুঁটাতে পেরে অনেক ভালো লাগছে।” এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্ল্যাক লোটাস এর সিইও জাহিদ আলম। তার মতে, “সার্জ ফাউন্ডেশন যেভাবে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছে তা সত্যিই অসাধারণ। এইভাবে সমাজের সামর্থ্যবান তরুণেরা এগিয়ে আসলে হয়ত সমাজের কেউই ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবেনা।” ঈদ জামা পেয়ে কল্পলোক আবাসিকের সুবিধাবঞ্চিত শিশুদের হাসিতে যেন একটি স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। প্রতিটি শিশু মেহেদী রাঙা হাতে যেন ঈদ আনন্দে মেতে উঠে। এসময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সংগঠনের ভলান্টিয়ার তাসফি তাসনিম বলেন,” তাদের হাতে মেহদী লাগিয়ে দেয়ার সময় তাদের আনন্দ দেখে মুগ্ধ হয়েছি। তাদের মুখের নির্মল হাসিটাই এই ঈদে আমার সবচেয়ে বড় প্রাপ্তি”। উল্লেখ্য, সার্জ ফাউন্ডেশনের এই আয়োজনে পার্টনার ছিলো অহনিশ ফিল্মস, ব্ল্যাক লোটাস ইভেন্টস।

দুঃস্থ ও অসহায় শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

ঈদের আনন্দ সবার কাছে পৌছে দেবার জন্য ২২-০৬-১৭ ইং ২৬ রমজানে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) নড়াইল, নড়াইল জেলার দুঃস্থ ও অসহায় শিশুদের মধ্যে  ঈদ বস্ত্র বিতরণ করে। সর্ব মোট ৩১ জন দুঃস্থ ও অসহায় শিশুদের মধ্যে ঈদ বস্ত্র প্রদান করা হয়। ঈদ বস্ত্র প্রদানের জন্য যে সব শিশুদের নামের তালিকা তৈরী করা হয় তারা নড়াইল শিশু একাডেমি হতে ১:৩০ মিনিটে তাদের নির্ধারিত বস্ত্র গ্রহণ করে। আর যে সকল তালিকা ভুক্ত শিশু অনুপস্থিত ছিল তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে তাদের নির্ধারিত পোশাক তাদের কাছে পৌঁছে দেয় নড়াইল এনসিটিএফ। সকল শিশুর মুখে ঈদ আনন্দ দেখাই নড়াইল এনসিটিএফ এর উদ্দেশ্য।