সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

২১-০৬-২০১৭ তারিখে বাংলাদেশ শিশু একাডেমি ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্দ্যোগে গরিব, পথশিশু, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ শিশু একাডেমি চুয়াডাঙ্গা জেলা শাখার অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথী থেকে ঈদ বস্ত্র বিতরণ করেন। প্রধান অতিথী বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের উদ্দোগটি মহান। শিশুরাই শিশুদের জন্য কাজ করছে। অবশ্যই এই এনসিটিএফ’র শিশু অনান্য শিশুদের থেকে আলাদা। এসময় জেলা প্রশাসক জনাব জিয়াউদ্দীন আহমেদ এনসিটিএফ’র শিশু অধিকার বিষয়ে কাজের পাশে থাকার কথা বলেন। তিনি শিশু একাডেমি এবং সরকারি ভাবে পরিচালিত জাতীয় এই শিশু সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন। শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের এই মহৎ উদ্দ্যোগকে সাধুবাদ জানান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের সহ-সভাপতি মাহফুজা লুবনা শোভা, শিশু গবেষক আসাদ, সদস্য নাঈমা, শিশু একাডেমির লাইব্রেরিয়ান আবু বকর সিদ্দিক। সম্পুর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৈনিক সময়ের সমীকরণ’র শিশু সাহিত্য বিষয়ক সাপ্তাহিক পাতা ”স্বপ্নচারী’র” সম্পাদক, এনসিটিএফ’র শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী সাংবাদিক মেহেরাব্বিন সানভী।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের বেহাল দশা

শিশুদের সেবা গ্রহণে নানা সমস‌্যা এবং শিশু ওয়ার্ডের বেহাল দশায় এক প্রকার খুড়িয়ে খুড়িয়ে চলছে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডটি। গত ১৯ জুন এনসিটিএফ ঠাকুরগাঁও কার্যনির্বাহী কমিটি শিশু ওয়ার্ডটি পরিদর্শন করতে গেলে নানা সমস‌্যা দেখতে পায়। ওয়ার্ডটিতে বেড স্বল্পতার কারণে বেশির ভাগ শিশুদের তিল পরিমাণ জায়গা না থাকলেও ঠাসাঠাসি করে মেঝেতে থেকেই চিকিৎসা সেবা নিতে হচ্ছে। বেশির ভাগ ঔষুধ বাইরে থেকেই ক্রয় করতে হচ্ছে শিশুদের, এমটায় জানা গেল চিকিৎসা সেবা নিতে আসা শিশুদের অভিভাবকদের কাছ থেকে। শুধু ঔষুধ নয় নানা ধরনের পরীক্ষা করতে বাইরের ক্লিনিকে বাড়তি টাকা গুনতে এখানে আসা শিশু রোগীর অভিভাবকদের। অভিযোগ পাওয়া গেছে প‌্যাথালজিতে দক্ষ জনবল না থাকায় বাইরে যেতে হচ্ছে তাদের। শিশু ওয়ার্ডের মধ‌্যে বাড়তি মানুষের উপস্থিতির কারণে শিশুরা আরো অসুস্থ‌্ হয়ে পড়ছে। তবুও এগুলো দেখার কেউ নেই। ওয়ার্ডে কর্তব‌্যরত সেবিকা থাকলেও এগুলোতে তেমন কোন মাথা ব‌্যথা নেই তাদের। জেলা সিভিল সার্জনের কার্যালয়ে গেলে তিনি উপস্থিত না থাকায় জেলার আধুনিক এই হাসপাতালের শিশু ওয়ার্ডের বেহাল দশা নিয়ে কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। হাসপাতাল পরিদর্শনকালে এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটির সদস‌্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার এবং সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত উপস্থিত ছিলেন।