এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২১ জুলাই ২০১৭ তারিখে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ কেন্দ্রীয় সভাপতি সাফায়েত জামিল। সভায় এনসিটিএফ এর কার্যক্রম বেগবান করার জন্য কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় ।
আলোচ্যসূচি :
১. ৫ টি পদের কো অপ্ট
২. প্রেস কনফারেন্স
৩. পত্রিকা প্রকাশ

সিদ্ধান্ত :
১. শিশু গবেষক দুইজন, সাংবাদিক একজন (মেয়ে) এবং চাইল্ড পার্লামেন্ট (ছেলে)  পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে জেলা কমিটির সিদ্ধান্ত ই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য হবে।
২. আগামী ১৫ আগস্ট এর ভেতরে প্রেস কনফারেন্স এবং পত্রিকা প্রকাশ সম্পন্ন হবে।

গাইবান্ধায় এনসিটিএফ এর জুলাই মাসের মাসিক সভা সম্পন্ন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা এর জুলাই মাসের মাসিক সভা সম্পন্ন হয়েছে।
গত ২০ জুলাই, বৃহস্পতিবার বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এনসিটিএফ এর সভাপতি আশিকুর রহমান শাওনের এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সাবেক সভাপতি মোঃ মনির হোসেন মিলন, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, মারফিয়া সিলভী।

সভায় উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

১. “জেলার দায়িত্ব বাহক কর্মকর্তাগণের সাথে শিশুদের অধিকার বিষয়ক মত বিনিময় সভা ২০১৭” তারিখঃ আগামী ৩১ জুলাই, ২০১৭খ্রীঃ (সম্ভাব্য সময়)
স্থানঃ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ, গাইবান্ধা।

২. স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ শিশুর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ। (২৫-০৭-২০১৭ইং)
৩. সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন ও নবাগত হাসপাতাল তত্বাবধায়কের সাথে সাক্ষাত। (২৩-০৭-২০১৭ইং)
৪. জেলা প্রশাসকের সাথে সাক্ষাত। (২৩-০৭-২০১৭ইং)
৫. ইয়ুথ ফোরাম, গাইবান্ধা ও এনসিটিএফ, গাইবান্ধা এর যৌথ উদ্যোগে ১২০০ জন শিশুর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। (১৫ আগস্ট ২০১৭ইং তারিখের মধ্যে)

এছাড়াও সভায় সভাপতি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল ও নির্বাচন করা হয়।