স্কুলের সামনে থেকে অস্বাস্থ‌্যকর ডাস্টবিন অপসরণের দাবীতে এনসিটিএফ রাজশাহীর স্মারকলিপি প্রদান

০৬ জুলাই এনসিটিএফ রাজশাহী জেলা সিটি কর্পোরেশন এলাকায় স্কুলের সামনে থেকে অস্বাস্থ‌্যকর ডাস্টবিন অপসরণের দাবীতে স্মারকলিপি প্রদান করে। এনসিটিএফ রাজশাহী জেলা কমিটি বিগত দিন বিভিন্ন স্কুল মনিটরিং করতে গেলে স্কুলের সামনে থাকা অস্বাস্থ‌্যকর ডাস্টবিনের কারণে শিশুদের অসুবিধা এবং স্বাস্থ‌্য ঝুঁকি হবার অভিযোগ উঠে আসে। এছাড়া এর আগে এনসিটিএফ রাজশাহী জেলার পাবলিক হেয়ারিং এবং জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করলেও তার কোন সুফল পায়নি শিশুরা। গত মার্চে এনসিটিএফ রাজশাহী কারা সরকারি প্রাথমিক বিদ‌্যালয় পরিদর্শনে গেলে স্কুলের সমানে অস্বাস্থ‌্যকর ডাস্টবিন দেখা যায়। যার ফলে স্কুলের শিশুরা নানা ভাবে অসুস্থ‌্যতার শিকার হয় বলে জানা যায় শিশুদের এবং অভিভাবকদের নিকট থেকে। স্কুলের সামনে থেকে অস্বাস্থ‌্যকর ডাস্টবিন অপসরণের দাবীও করেন তারা। শিশুদের বিষয়টি বিবেচনায় এনে এনসিটিএফ রাজশাহী গত ০৬ জুলাই সকাল ১০ টায় সিটি কর্পোরেশন এর মেয়র বরাবর স্কুলের সামনে থেকে অস্বাস্থ‌্যকর ডাস্টবিন অপসরণের দাবীতে স্মারকলিপি প্রদান করে। মেয়রের অনুপস্থিতিতে সিটি কর্পোরেশনের সচিব স্মারকলিপিটি গ্রহণ করেন।