আমার বন্ধু জুয়েল

আসিফা রশিদ (পিরোজপুর) : চাহিদা বঞ্চিত শিশু জুয়েল। জুয়েলের বয়স ১০ বছর। সে পিরোজপুর জেলার নামাজপুরে তার  পরিবারের সাথে বসবাস করে। জুয়েলরা দুই বোন এবং দুই ভাই। জুয়েল তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। তার বাবা দিনমজুরের কাজ করে আর মা গৃহিণী। তার দুই বোন পড়াশুনা করে। কিন্তু জুয়েলের বাবার সামান্য উপার্জনে বড় সংসার ভাল ভাবে চলে না। জুয়েল পড়াশুনা করতে চাই কিন্তু তার পরিবারের অভাবের কারণে সে পড়াশুনা করতে পারে না। তার বাবা মা সংসারের খরচ চালানোর জন্য তাকে ইট ভাঙার কাজ করতে বাধ্য করে। তার যে বয়সটা পড়াশুনা করার, সে সেই বয়সটায় ইট ভাঙার মত কষ্টকর কাজ করে। সে সারাদিন রাস্তার পাশে বসে ইট ভাঙে। এত অল্প বয়সে সারাদিন ঘাম ঝরা পরিশ্রম করে সে প্রতিদিন ২০০ টাকা পায়, তা দিয়ে সংসারের খরচ চালায়। জুয়েলের বয়স এখন মাএ ১০ বছর। তার এখন ইট ভাঙার মত কঠোর পরিশ্রম করার বয়স না। তারও অন্য শিশুদের মত অনেক চাহিদা রয়েছে। কিন্তু, সে তার পরিবারের দারিদ্রতার কারনে তার চাহিদা পূরন করতে পারছে না।