এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত

২১ এপ্রিল সকাল ৯ টায় বাংলাদেশ শিশু একাডেমী জেলা কার্যালয়ে এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার সভাপতি জিম আক্তার। সভায় কমিটি আগামী ২৬ এপ্রিল জেলা এনসিটিএফ কর্তৃক প্রকাশিত শিশু মূখপত্র জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জেন এর কাছে প্রদান এবং শুভেচ্ছা বিনিময় করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সদস্য সংগ্রহ, মনিটরিং বিষয়ের উপর আলোচনা করা হয়। অনুষ্ঠিত এই সভায় জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জাবেদ আলী, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত এবং জেলা ভলান্টিয়ার বৃন্দ।

বিদ্যালয় পরিদর্শন

২২ এপ্রিল এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এনসিটিএফ এর কার্যক্রম অধিকতর বেগবান করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার অতি পরিচিত স্কুল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাতে বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগীতার পরে শিশুদের মাঝে শিশু অধিকার এবং এনসিটিএফ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন শিশু গবেষক মাহিয়া চৌধুরি ও জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব সোপানুল ইসলাম সোপান মহাদয়। উপস্থিত ছিলেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত জামিল নওশান, এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক সানিয়া জাহান ও জেলা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।