মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলা এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন

গত ২২-০৩-২০১৭ থেকে ২৩-০৩-২০১৭ তারিখে মেহেরপুর সদর উপজেলায়, ২৭-০৩-২০১৭ থেকে ২৮-০৩-১৭ তারিখে এবং মুজিবনগর উপজেলায় ২৯-০৩-১৭ থেকে ৩০-০৩-১৭ তারিখ ইং তারিখ পর্যন্ত পৃথক পৃথক দুই দিন ব্যাপী শিশু অধিকার, শিশু সুরক্ষা নীতিমালা, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, স্থানীয় সরকার বাজেট ও এনসিটিএফ অপারেশন বিষয়ক প্রশিক্ষণ পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এনসিটিএফ উপজেলা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট উপজেলা ভলেন্টিয়ারবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন সেভ দ্য চিলড্রেনের ভলেন্টিয়ার মো: মিদুল ইসলাম মৃদুল। আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের আবু জাফর মুহাম্মদ হোসেন, সৈয়দ নাসিদুল হক ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির ডিপিডি ইউনুস আলী, টেকনিক্যাল অফিসার সুরেস চন্দ্র রায় ও হুসনা বানু রানী। প্রশিক্ষণে শিশুদেরকে শিশু অধিকার রক্ষার্থে কাজ করা এবং জীবন পরিচালনার জন্য যথাযথ কৌশলসহ এনসিটিএফ এর কাজকে আরও বেগবান করার জন্য দিক নির্দেশনামুলক ধারনা প্রদান করা হয়। প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে এনসিটিএফ সদস্যবৃন্দ তাদের কাজ সমূহ আরও সুষ্ঠভাবে সম্পাদন করতে পারবে, যা মেহেরপুর জেলার শিশু অধিকার পরিস্থিতির উন্নয়নে সহায়ক হবে। উল্লেখ্য যে, মেহেরপুর জেলার সকল পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে ধারাবাহিকভাবে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।

বিদ্যালয় পরিদর্শন

গত ১৮ই মার্চ ২০১৭ এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের একটি প্রতিনিধি দল বালিকা বিদ্যালয় গুলোতে স্যানিটেশন  ব্যাবস্থা পর্যবেক্ষণ করার লক্ষে নগরীর অন্যতম দুটি বালিকা বিদ্যালয় গভ মডেল গার্লস হাই স্কুল ও সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এ যায়।  স্কুলগুলো সারেজমিন ঘুরে এবং বিভিন্ন শ্রেণীর মেয়েদের সাথে কথা বলার পর বেরিয়ে আসে নানা সমস্যা।  প্রধান যে সমস্যাটি মেয়েদের হয় তা হচ্ছে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এর অভাব। স্কুলে ৫ ঘন্টা ক্লাস করলেও তারা বেশিরভাগ সময় ল্যাট্রিন গুলোতে যেতে সংকোচ বোধ করে,  ফলে কিডনিতে অনেকেরই দেখা দেয় নানা রোগ।  তাছাড়া ছাত্রীদের জন্য সুরক্ষিত বিশ্রামকক্ষের ব্যাবস্থা না থাকায় প্রায় তারা সংকোচ এর কারণে স্কুল বন্ধ করছে।  ছাত্রীরা তাদের জন্য বিশ্রামকক্ষের দাবি জানায়।  পরে স্কুল কতৃপক্ষের সাথে কথা বললে তারা জানায় ছাত্রীরা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্নবান নয়,  স্কুলের ল্যাট্রিন গুলো নিয়মিত ভাবে পরিষ্কার করা হয়।  তারা শীঘ্রই বিশ্রাম কক্ষ হিসেবে আলাদা একটি কক্ষ বরাদ্দ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসার প্রত্যয় ব্যাক্ত করেন এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া টিমকে তাদের এ পরামর্শের প্রশংসা করে। তারা আরো জানায় এনসিটিএফ যেনো মেয়েদের স্যানিটেশন সচেতনতা বৃদ্ধির জন্য একটি ক্যাম্পেইন চালু করে। টিম এনসিটিএফ শীঘ্রই ক্যাম্পেইন চালু করার আশাবাদ ব্যাক্ত করে।