মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলা এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন

গত ২২-০৩-২০১৭ থেকে ২৩-০৩-২০১৭ তারিখে মেহেরপুর সদর উপজেলায়, ২৭-০৩-২০১৭ থেকে ২৮-০৩-১৭ তারিখে এবং মুজিবনগর উপজেলায় ২৯-০৩-১৭ থেকে ৩০-০৩-১৭ তারিখ ইং তারিখ পর্যন্ত পৃথক পৃথক দুই দিন ব্যাপী শিশু অধিকার, শিশু সুরক্ষা নীতিমালা, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, স্থানীয় সরকার বাজেট ও এনসিটিএফ অপারেশন বিষয়ক প্রশিক্ষণ পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এনসিটিএফ উপজেলা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট উপজেলা ভলেন্টিয়ারবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন সেভ দ্য চিলড্রেনের ভলেন্টিয়ার মো: মিদুল ইসলাম মৃদুল। আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের আবু জাফর মুহাম্মদ হোসেন, সৈয়দ নাসিদুল হক ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির ডিপিডি ইউনুস আলী, টেকনিক্যাল অফিসার সুরেস চন্দ্র রায় ও হুসনা বানু রানী। প্রশিক্ষণে শিশুদেরকে শিশু অধিকার রক্ষার্থে কাজ করা এবং জীবন পরিচালনার জন্য যথাযথ কৌশলসহ এনসিটিএফ এর কাজকে আরও বেগবান করার জন্য দিক নির্দেশনামুলক ধারনা প্রদান করা হয়। প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে এনসিটিএফ সদস্যবৃন্দ তাদের কাজ সমূহ আরও সুষ্ঠভাবে সম্পাদন করতে পারবে, যা মেহেরপুর জেলার শিশু অধিকার পরিস্থিতির উন্নয়নে সহায়ক হবে। উল্লেখ্য যে, মেহেরপুর জেলার সকল পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে ধারাবাহিকভাবে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।