ব্রাহ্মণবাড়িয়া এনসিটিএফ এর কুইজ প্রতিযোগিতার আয়োজন

৭ এপ্রিল এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এনসিটিএফ এর কার্যক্রম অধিকতর বেগবান করার জন্য এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতার পরে শিশুদের মাঝে শিশু অধিকার এবং এনসিটিএফ সম্পর্কে ধারণা দেয়া হয়। এসময় বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন এর ভলেন্টিয়ার জনাব মমতাজুল ইসলাম রুমন ও সাবেক সি আর পি, চাইল্ড পার্লামেন্ট এর সাবেক ডেপুটি স্পিকার জনাব সাব্বির আহমেদ হিমু। উপস্থিত ছিলেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত জামিল নওশান, জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক সানিয়া জাহান ও জেলা কমিটির অন্যান্য সদস্যরা। পরে বিজয়ীদের সাথে ফটোসেশনে সবাই অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জ এনসিটিএফ এর পক্ষ থেকে দরিদ্র শিশুদের মাঝে বৈশাখী বস্ত্র বিতরণ

১৩-০৪-১৭ ইং রোজ বৃহঃস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল কিশোরগঞ্জ এনসিটিএফ এর পক্ষ থেকে দরিদ্র শিশুদের মাঝে বৈশাখী বস্ত্র বিতরণের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলার নির্বাহি অফিসার জনাব, মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব তায়েফা হাছিনা, কিশোরগঞ্জ শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য মিসেস খালেদা ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব মোস্তফা কামাল, কিশোরগঞ্জ মুক্তিযুদ্ধ জেলা ইউনিট কমান্ডার জনাব মোঃ আসাদুল্লাহ, কিশোরগঞ্জ লাইসিয়াম প্রি ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষিকা মিসেস রিতা রায়, কিশোরগঞ্জ শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য জনাব সাখা উদ্দিন আহমেদ রাজন এবং কিশোরগঞ্জ এনসিটিএফ এর সকল সদস্যরা। ১০০ জন হত দরিদ্র শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। খুব সুন্দর ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।