শিশু নির্যাতনের প্রতিবাদে ও শিশু অধিকার রক্ষায় নওগাঁয় এনসিটিএফ এর র‌্যালী

মো:নূরূন্নবী রাসেল: “শিশু যদি পায় তার মান তবেই বাড়বে শিশুর সম্মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় সারাদেশে শিশু নির্যাতন রোধ এবং শিশু অধিকার সুরক্ষায় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ শিশু একাডেমি এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এর আয়োজনে র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়। উক্ত আলোচনায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর শরিফুল ইসলাম খান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়েস উদ্দিন, এনসিটিএফ এর উপদেস্টা রফিকুদ্দৌলা রাব্বি, জেলা শিশু কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সদর হাসপাতাল এর ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার গোলাম মহিউদ্দিন মাহিন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নওগাঁ প্রতিনিধি নূসরাত জাহান বৃষ্টি, বরেন্দ্র রেডিও চাইল্ড ক্লাব সহ-সভাপতি শাকিল আহমেদ প্রমুখ। সভায় বক্তারা শিশুদের উপর সকল ধরনের নির্যাতন অবিলম্বে বন্ধকরে শিশুদের অধিকার প্রতিষ্ঠা করার জোর দাবি জানান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক রায়হান আলম, এনসিটিএফ এর সভাপতি আমির তাহেরি উদয়, সাধারণ সম্পাদক নাসিবুল হাসান, বরেন্দ্র রেডিও চাইল্ড ক্লাব এর সভাপতি মোমিত খান সহ শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
র‌্যালীতে মরছুলা বালিকা বিদ্যালয়, পিএম বালিকা বিদ্যালয়, সেন্ট্রাল বালিকা বিদ্যালয়, জনকল্যান বিদ্যালয়, চক-এনায়েত বিদ্যালয় সহ নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ও জেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।