মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ ও ইউনিয়ন পরিষদ মতবিনিময় সভা এবং বাজেট পর্যালোচনা সভা

দরিদ্র ছাত্রদের ভাতা প্রদান, বিনোদনের সুযোগ, বিদ্যালয়ের সামনের রাস্তা সংস্করন সহ বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল এর সাথে মতবিনিময় সভা করেছে বুড়িপোতা ইউনিয়ন এনসিটি এফ এর সদস্যরা।

গত ২৭ অক্টোবর  বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তন এ বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ এর সভাপতি মুস্তাফিজুর রহমান এর সভাপতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শাহ জামাল, অন্যদের মধ্যে ছিলেন ইউপি সচিব, মেম্বার গণ ও এনসিটিএফ এর সদস্যরা। উক্ত সভায় এনসিটিএফ এর সদস্যরা ইউনিয়ন পরিষদ এর বাজেটে শিশুদের জন্য বিভিন্ন খাতে ( যেমনঃ দরিদ্র ছাত্র-ছাত্রী দের ভাতা প্রদান, বিনোদন সুযোগ, বিদ্যালয়ের সামনের রাস্তা সংস্করন, প্রতিবন্ধিদের বিশেষ সুবিধা প্রদান ইত্যাদি) বরাদ্দের দাবি জানায়। এ সময় ইউপি চেয়ারম্যান শাহ জামাল শিশু বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষে এ সকল দাবির সাথে একমত হন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। উক্ত সভাটি সঞ্চালনা করেন বুড়িপোতা ইউনিয়ন এনসিটিএফ এর সাবেক সভাপতি ও চাইল্ড পার্লামেন্ট এর সাবেক স্পিকার হাসান মাহমুদ।

শিশুদের সুরক্ষায় হেল্পলাইন ‘১০৯৮’

দেশব্যাপী শিশুদের সুরক্ষায় প্রথমবারের মতো বিনা মূল্যে ‘হেল্পলাইন ১০৯৮’ চালু করা হয়েছে। দেশের যেকোনো প্রান্তে কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে বিনা মূল্যে ১০৯৮ হেল্পলাইনে ফোন করে জানাতে পারবেন।

শিশু আইন ২০১৩–এর ধারা ৯০ অনুযায়ী, শিশু হেল্পলাইন ১০৯৮-এর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধারা অনুযায়ী সহিংসতায় সবচেয়ে অরক্ষিত সুবিধাবঞ্চিত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশুর অধিকার লঙ্ঘিত হলে তার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে।