এনসিটিএফ রাজশাহীর আয়োজনে র‌্যালী অনুষ্ঠিত

জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন ও শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ রাজশাহী জেলা এনসিটিএফ এর আয়োজনে গত ৩০শে অক্টোবর র‌্যালী অনুষ্ঠিত হয়। এনসিটিএফ রাজশাহীর ১১জন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের নেতৃত্বে র‌্যালীটিতে ১০০জন শিশু অংশ নেয়। র‌্যালীটি বাংলাদেশ শিশু একাডেমী, রাজশাহী থেকে বের হয়ে শহরের বড় বড় সড়ক পরিভ্রমণ করে শিশু একাডেমীতে এসে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহণকারী শিশুদের মতে, তারা তাদের অধিকার সঠিকভাবে পেতে চায়। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে আরো বেশি সচেতন হওয়ার দাবি তাদের।

শিশু অধিকার সম্পর্কে সচেতনতার লক্ষে এনসিটিএফ ফরিদপুর এর র‍্যালী

০৮-১১-২০১৬ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় এনসিটিএফ ফরিদপুর বাংলাদেশ শিশু একাডেমী, ফরিদপুর এর সহযোগীতায় শিশু অধিকার লঙ্ঘন শীর্ষক সমস্যা সম্পকিত এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত শোভাযাত্রায়   বাংলাদেশ শিশু একাডেমী, ফরিদপুর এর জেলা সংগঠক জনাব আজিজুল হক্, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহন করেন। এছারাও বিভিন্ন বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি শিশু একাডেমি থেকে শুরু হয়ে প্রেসক্লাব এর সামনে দিয়ে জনতা চত্তর ঘুরে আবার শিশু একাডেমী এসে সমাপ্ত হয়।