জয়পুরহাট জেলা এনসিটিএফ এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে শিশু সচেতনতা বিষয়ক কার্যক্রম

সালেহুর রহমান সজিবঃ ৫ই অক্টোবর সোমবার  সকাল ১১টায়  এনসিটিএফ জয়পুরহাট এবং জয়পুরহাট জেলা পুলিশ  এর যৌথ উদ্যোগে জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল (এম.এ) মডেল মাদ্রাসা এবং জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে মাদক, শিশু শ্রম ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পুলিশ সুপার, এনসিটিএফ ইয়ুথ ভলান্টিয়ার এবং জেলা শিশু সংগঠককে এনসিটিএফ মাদ্রসা কমিটি ও জেলা কমিটির ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম পিপিএম(বার), পুলিশ সুপার জয়পুরহাট।সভাপতিত্ব করেন জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল (এম.এ) মডেল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুল মতিন ।অপর দিকে  জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব আব্দুল মোতালেব মন্ডল।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এসপি অশোক কুমার পা্‌ল, জেলা সংগঠক উমা রানী দাস,তেঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেবাকা সুলতানা এবং এনসিটিএফ ইয়ুথ ভলান্টিয়ার নুসরাত বৃষ্টি ।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম পিপিএম(বার), পুলিশ সুপার, জয়পুরহাট।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম পিপিএম(বার), পুলিশ সুপার, জয়পুরহাট।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতার প্রথমেই সকল শিক্ষার্থীদের শিশু শ্রম ও মাদক সেবন কারীদের একটি ভিডিও দেখান ।এরপর বলেন- “তোমরা শিশুরাই পারো দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে। তাই তোমরা কখনো ধর্ম,অর্থ বা লিঙ্গের কারণে ভেদাভেদ তৈরি করো না। মাদক, শিশুশ্রম ও বাল্যবিবাহ জঘন্য অপরাধ যা দেশের নৈতিক সামাজিক, অর্থনৈতিক, ও স্বাস্থ্যগত অবক্ষয়ের সৃষ্টি করে। আর এসব অপরাধ থেকে বের হতে পারলে আমাদের দেশ খুবই দ্রুত এগিয়ে যাবে। তোমরা একেক জন ছাত্র একেকটি আলোক বর্তিকা। তাই তোমরা তোমাদের পরিবারে সমাজে এসবের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করো এবং একটি সুস্থ সমৃদ্ধ দেশ গড়তে দায়িত্ব পালন করো। জয়পুরহাট জেলা পুলিশ সবসময় তোমাদের পাশে থাকবে।এরপর তিনি শিশুদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের মাঝে পুলিশ সেবাসহ বিভিন্ন শিশু সচেতনতা  তথ্য ভিত্তিক ক্লাশ রুটিন বিতরণ করা হয় ।সেই সাথে এনসিটিএফ জয়পুরহাট জেলার উদ্যেগে  বাল্য বিবাহ ও শিশু নির্যাতন রোধে নির্দিষ্ট হটলাইন চালু করা হয়।

শিশু শ্রম ও মাদক নিয়ে একটি ভিডিও দেখাচ্ছেন প্রধান অতিথি

শিশু শ্রম ও মাদক নিয়ে একটি ভিডিও দেখাচ্ছেন প্রধান অতিথি

NCTF Sub Committee Organized in Bramanbaria.

National Children’s Task Force (NCTF) is chronologically being a giant child organization for children. NCTF continue its activity throughout the country to establish child rights in Bangladesh.

NCTF Bramanbaria visited two renowned schools name Bangladesh Gas Field School & college and Government Model Girls High School with a view to set up new school Sub-committee(NCTF) in order to keep continuing child rights advocacy in Bamanbaria district. On that day there was Additional Deputy Commissioner (Education and ICT) Mohammod Shamsul Houque as chief guest, Police Super Taposh Ronjon Ghos and the BSA officer. All NCTF members were present their including Md. Sayem Khandaker president NCTF Bramanbaria.

উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ উপ-কমিটি গঠন ও বরণ

ফুয়াদ হাসান: শিশু অধিকার বাস্তবায়নে অগ্রণী সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের অংশগ্রহণকারী শিশুদের একাংশ

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের অংশগ্রহণকারী শিশুদের একাংশ

সুনামের সাথেসারাদেশে শিশুদের নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় অদ্য ৩ অক্টোবর, ২০১৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজগভ. মডেল গার্লস হাই স্কুলে উদ্বুদ্ধ কর্মশালা শেষে এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটি বিদ্যালয় উপ-কমিটি গঠন করে।

গভ. মডেল গার্লস হাই স্কুলের উপ-কমিটি বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসেইন, গভ. মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত। পরে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ স্কুল উপ-কমিটি বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর মডেল

অংশগ্রহণকারী একাংশের মাঝে “বিড়াল-বাঘ” গেম পরিচালনা করছেন সভাপতি সায়েম খন্দকার

অংশগ্রহণকারী একাংশের মাঝে “বিড়াল-বাঘ” গেম পরিচালনা করছেন সভাপতি সায়েম খন্দকার

থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের এপিপি এড. মোহাম্মদ লোকমান হোসেন, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের প্রভাষক ওমর ফারুক মজুমদার। জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় উক্ত দুটি অনুষ্ঠানে

গভ. মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সেশন পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান এবং ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা

গভ. মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সেশন পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান এবং ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা

এনসিটিএফ সভাপতি সায়েম খন্দকার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড পার্লামন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা।

কর্মশালা ও নির্বাচন পরিচালনায় ছিলেন সহ-সভাপতি জারিয়াতুল্লাহ খানম, সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক তাহমিদ শাহরিয়ার, শিশু সাংবাদিক মাকসুদা চোধুরী পলি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার কানিজা খন্দকার চৈতি, সদস্য রাশেদুজ্জামান রিয়াদ।

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো নিউজ:

এনাসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী এবং মা সংবর্ধনা অনুষ্ঠিত

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

প্রত্যেক সাংবাদিককেই দেশ প্রেমিক হতে হবে

 

NCTF Shariatpur completed their monthly meeting

uIMG_20151001_163838 IMG_20151001_171227

NCTF Shariatpur completed their monthly meeting

On 1st October National Children’s Task Force (NCTF) Shariatpur arranged their monthly meeting and took some decision for work further.

The issues that they discussed and planed in the meeting were: 

On 3rd  October they will set up a club committee in Shisu Poribar (Child family)

·        On 10th October Saturday they will arrange quiz competition for children of girl’s school.

·        On 10th October evening at 4 pm they will arrange a debate competition for the members of NCTF committee.

·        On 12 October they will call a meeting for the guardian,

·        They will collect case story, news, Drawing, poem for Amader Khobor (Our News) magazine.

সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ শরীয়তপুরের অক্টোবর মাসের মাসিক সভা

গত ১ অক্টোবর, এনসিটিএফ শরীয়তপুরের কার্যালয়ে এনসিটিএফ শরীয়তপুরের অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ শরীয়তপুরের সহ-সভাপতি “আফরিন সুলতানা সিথী ”

শিশু অধিকার সপ্তাহ উদযাপন সহ বিভিন্ন কাজ করার সিধান্ত গ্রহণ করে এনসিটিএফ শরীয়তপুর। সভায় গ্রহণকৃত অন্যতম সিধান্ত সমুহ হলো ঃ
* শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আগামী ১০ অক্টোবর শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ।
* শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আগামী ১০ অক্টোবর বিকাল ৪ টায় এনসিটিএফ শরীয়তপুরের কার্যনির্বাহী কমিটির মধ্যে বির্তক প্রতিযোগিতা।
* ১২ অক্টোবর এনসিটিএফ শরীয়তপুরের উদ্যোগে অভিভাবক সভার আয়োজন।
ইত্যাদি।

NCTF did an opinion sharing meeting With Deputy commissioner

National Children’s Task Force (NCTF) is rapidly growing towards a vast child organization for children. NCTF continue its activity throughout the country to establish child rights in Bangladesh. On 24th October 2015, NCTF Kisorgonj completed an opinion sharing meeting with the Deputy Commissioner (DC) of Kisorgonj regarding child rights and protection issues. Beside that NCTF narrated their yearly plan and activity to the DC. He (DC) said to the NCTF committee that they are free to come directly to him (DC) regarding child marriage issue and he will be always next to NCTF for their advocacy.


 

জেলা প্রশাসকের সাথে কিশোরগঞ্জ এনসিটিএফ  এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

তনিমা রব তোড়া : 

সকল শিশু সুরক্ষা এবং শিশু অধিকার বাস্তবায়ন এর লক্ষ্যে এনসিটিএফ একযোগে কাজ করে যাচ্ছে।  তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা নিবার্হী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, শিশু গবেষক, শিশু সাংবাদিক, চাইল্ড পার্লামেন্ট মেম্বার এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ আরে অনেকে উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক  তনিমা রব তোড়া জেলা প্রশাসককে শিশুদের লেখা নিয়ে প্রকাশিত মুখপত্র, আমাদের গল্প পত্রিকা, বই এবং বার্ষিক পরিকল্পনা প্রদান করেন।

জেলা প্রশাসককে এনসিটিএফ এর কর্মকান্ড সর্ম্পকে অবহিত করা হয়।  এসময় কথা হয় গত এক বছরের কর্মকান্ড এবং কাজ করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার কথা। বাল্যবিবাহের বিষয়টি প্রথমত বিবেচনায় রেখে শিশু শ্রম, শিশু নির্যাতন, মাদক এবং ঝুকিপূর্ণ স্থানে শিশুদের উপস্থিতির হার বৃদ্ধি সহ বিভিন্ন আলোচনা তুলে ধরেন। শিশু গবেষক এবং সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়। জেলা প্রশাসক কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ কমিটিকে আশ্বস্ত করে বলেন, শিশুদের নিয়ে এমন একটি সংঘটনে তিনি যে কোন সহায়তা করার চেষ্টা করবেন। বাল্যবিবাহ সম্পর্কে তিনি বলেন, বাল্যবিবাহের যে কোন ঘটনা আমাকে সরাসরি জানাবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব আমার। এছাড়াও তিনি এনসিটিএফ কমিটির সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের পড়ালেখার প্রতি অধিক মনযোগী হবার পরামর্শ দেন। জেলার নতুন জেলা প্রশাসকের  এমন আন্তরিক আলোচনা সভা কমিটির সকলের মনে সক্রিয়ভাবে কাজ করার অনুপ্রেরনা জাগিয়েছে ।

Submission of Memorandum to turn Shisu Academy into Child Bureau

Jaouadul Karim Jishan: ON 1st October 2015 National Children’s Task Force (NCTF) Bogra submitted memorandum to the honorable state minister of Child Ministry through Deputy Commissioner of Bogra. The memorandum was sign by the children and guardians. All NCTF committee members were present  there at the time of submission of memorandum.


 

শিশু একাডেমিকে শিশু বিষয়ক অধিদপ্তর করার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান

জাওয়াদুল করিম জীসানঃ০১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায়  বাংলাদেশ শিশু একাডেমীকে “ শিশু বিষয়ক অধিদপ্তর ” এ রুপান্তর করণের দাবী জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্র্রনালয় এর মাননীয় প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসক বগুড়া মহোদয়ের কাছে শিশু ও অভিভাবকদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।এসময় স্মারকলিপিটি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃখোরশেদ আলম।এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসান,শিশু সাংবাদিক পারমিতা ভট্টাচার্য্য স্বর্না, শিশু সাংসদ নূর জাহান পুষ্প, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার সেতু এবং জেলা ভলান্টিয়ার মোহনা আক্তার।