মানুষ গড়ার কারিগর এনসিটিএফ

হাসান মাহমুদঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০/১০/২০১৫ তারখি সকাল ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং এনসিটিএফ এর সাথে শিশুদের বর্তমান পরিস্থিতি বিষয়ক গণ-শুনানি। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন কমিটির সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলফাজ উদ্দীন চেয়ারম্যান রায়পুর ইউনিয়ন। আরো উপস্থিত ছিলেন স্কুল প্রধান শিক্ষক সহ অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

এনসিটিএফ সদস্যরা রায়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন প্রাপ্ত তথ্য তুলে ধরেন এর মধ্যে গুরুত্পূর্ণ হল বিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাস রুম সংকট,কোচিং?প্রাইভেট বানিজ্য,স্কুলে ব্যবহার উপযোগি টয়লেট না থাকা, বিভিন্ন স্কুলে ল্যাব সুবিধা অভাব, চারটি গ্রামে গত জানুয়ারী থেকে সেপ্টেবর ২০১৫ পর্যন্ত ৪০ শিশু বিবাহের তথ্য তুলে ধরেন। অনষ্ঠানরে প্রধান অতথিি চয়োরম্যান জনাব মোঃ আলফাজ উদ্দীন বলেন আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা সচেতনতা মূলক প্রচারনা অনুষ্ঠান এর উদ্যোগ গ্রহন করব,শুধু তাই নয় আজ হতে আর কোন শিশকে জন্ম সনদে বয়স বাড়িয়ে দেওয়া হবে না|
বাবা মাকে নিয়ে সমাবেশ করার উদ্যেগ গ্রহন করব। এবং এনসিটিএফ শিশুরা যাতে মিটিং করতে করার জন্য পরিষদ এর একটি কক্ষ বরাদ্দ দিলাম আমরা রেজুলেশন পাশ করে দেব| এনসিটিএফ শিশুরা যে কোন অনুষ্ঠান করে আমাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ছবি ও খবর দিতে পারো আমরা আমাদের ওয়েব সাইডে দিব। যে কোন কাজে আমাদরে সাহায্য চাইলে আমরা করব।
এনসিটিএকে অনেক অনেক ধন্যবাদ তারা এত সুন্দর করে কথা বলতে পারে , আমি ভাবতে পারিনি রায়পুরের শিশুরা এভাবে অধিকারে বড়দেও সাথে আলোচনা করতে পারবে।আমরা বলতে পারি এনসিটিএফ মানুষ গড়ার কারিগর।
এনসিটিএফ এর আয়োজনে সেভ দ্য চিলড্রেন ও পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি সহযোগীতায় উক্ত গণ-শুনানিতে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ শহিদুল ইসলাম শান্ত উপজেলা ভলান্টিয়ার সাদিয়া পারভীন মুক্তা এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাইপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্দক্তা জনাব মোঃ মাহবুবুল হাসান প্রমুখ্য।